মা হারা কিশোরীকে ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের মা হারা (১৪) বছরের এক অসহায় নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত সোমবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেন বলে জানা যায়। ভুক্তভোগী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের মো. নুর হাওলাদারের বখাটে ছেলে মো. শরিফুল হাওলাদার (২৪) একই এলাকার কানে কম শোনা গরিব ভ্যানচালকের মা হারা অসহায় নাবালিকা মেয়েকে মুখ চেঁপে ধরে বাড়ির পাশে বাগানে নিয়ে জোর করে ধর্ষণ করে। মেয়েটি চিৎকারের শব্দ শুনে লোকজন এগিয়ে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা এলাকার মাতুব্বরদের মাধ্যমে ধামাচাঁপা দেয়ার চেষ্টা ধর্ষকের পরিবার। পরে ন্যায়বিচারের দাবিতে ধর্ষিতা নিজে বাদী হয়ে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কালকিনি থানার এস আই সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাতেই ধর্ষক শরিফুল হাওলাদারকে গ্রেফতার করেন। ধর্ষিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনইচ্ছুক ওই এলাকার একাধিক স্কুলছাত্রীরা বলেন, শরিফুল খুব খারাব ছেলে, সে ওদের বাড়ির রাস্তার পাশে স্বমিল,স্কুল টাইমে ওখানে বসে আমাদের যাওয়ার সময় বিভিন্ন রকম খারাব খারাব কথা ও ইঙ্গত দিত।ও সত্যিকারে বখাটে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, এ ঘটনায় কিশোরী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন এবং ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করি।

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ , ১৪ বৈশাখ ১৪২৮ ১৪ রমজান ১৪৪২

মা হারা কিশোরীকে ধর্ষণ : ধর্ষক গ্রেপ্তার

প্রতিনিধি, কালকিনি (মাদারীপুর)

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের মা হারা (১৪) বছরের এক অসহায় নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ধর্ষিতা নিজে বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত সোমবার সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষককে গ্রেফতার করেন বলে জানা যায়। ভুক্তভোগী, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামের মো. নুর হাওলাদারের বখাটে ছেলে মো. শরিফুল হাওলাদার (২৪) একই এলাকার কানে কম শোনা গরিব ভ্যানচালকের মা হারা অসহায় নাবালিকা মেয়েকে মুখ চেঁপে ধরে বাড়ির পাশে বাগানে নিয়ে জোর করে ধর্ষণ করে। মেয়েটি চিৎকারের শব্দ শুনে লোকজন এগিয়ে ধর্ষক পালিয়ে যায়। এ ঘটনা এলাকার মাতুব্বরদের মাধ্যমে ধামাচাঁপা দেয়ার চেষ্টা ধর্ষকের পরিবার। পরে ন্যায়বিচারের দাবিতে ধর্ষিতা নিজে বাদী হয়ে কালকিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

কালকিনি থানার এস আই সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রাতেই ধর্ষক শরিফুল হাওলাদারকে গ্রেফতার করেন। ধর্ষিতাকে মেডিক্যাল পরীক্ষার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নাম প্রকাশে অনইচ্ছুক ওই এলাকার একাধিক স্কুলছাত্রীরা বলেন, শরিফুল খুব খারাব ছেলে, সে ওদের বাড়ির রাস্তার পাশে স্বমিল,স্কুল টাইমে ওখানে বসে আমাদের যাওয়ার সময় বিভিন্ন রকম খারাব খারাব কথা ও ইঙ্গত দিত।ও সত্যিকারে বখাটে। এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, এ ঘটনায় কিশোরী নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন এবং ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করি।