করোনায় একদিনে ৯৭ জনের মৃত্যু শনাক্ত ৩৩০৬

দেশে গত একদিনে করোনা সংক্রমণে ৯৭ জনের মৃত্যু হয়েছে, আর তিন হাজার ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ৯৭ জনকে নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ১৫০ জনে। গত একদিনে শনাক্ত হওয়া রোগীদের নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বিকেলে এ তথ্য জানিয়ে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে চার হাজার ২৪১ জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ছয় লাখ ৬১ হাজার ৬৯৩ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে করোনা শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে এবং মৃত্যুর সংখ্যায় ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সারাদেশে ৩৫০টি ল্যাবে (পরীক্ষাগার) ২৫ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ এবং মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৬১ জন এবং নারী ৩৬ জন। এর মধ্যে ৪৯ জন সরকারি হাসপাতালে ও ৪৪ জন বেসরকারি হাসপাতালে মারা যান। এছাড়া বাসায় মারা গেছেন তিন জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৫৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১০ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, চার জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, দুইজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।

মৃত্যু হওয়া লোকজনের মধ্যে ৬৩ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, ছয়জন খুলনা বিভাগের, তিনজন বরিশাল বিভাগের, ছয়জন সিলেট বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১১ হাজার ১৫০ জনের মধ্যে আট হাজার পুরুষ ১৮১ জন এবং নারী দুই হাজার ৯৬৯ জন।

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ , ১৪ বৈশাখ ১৪২৮ ১৪ রমজান ১৪৪২

করোনায় একদিনে ৯৭ জনের মৃত্যু শনাক্ত ৩৩০৬

নিজস্ব বার্তা পরিবেশক

image

দেশে গত একদিনে করোনা সংক্রমণে ৯৭ জনের মৃত্যু হয়েছে, আর তিন হাজার ৩০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এই ৯৭ জনকে নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ হাজার ১৫০ জনে। গত একদিনে শনাক্ত হওয়া রোগীদের নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো সাত লাখ ৪৮ হাজার ৬২৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বিকেলে এ তথ্য জানিয়ে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে চার হাজার ২৪১ জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ছয় লাখ ৬১ হাজার ৬৯৩ জন।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে করোনা শনাক্তের দিক থেকে ৩৩তম স্থানে এবং মৃত্যুর সংখ্যায় ৩৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে সারাদেশে ৩৫০টি ল্যাবে (পরীক্ষাগার) ২৫ হাজার ৭৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৩ লাখ ৭১ হাজার ২৮৭টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ এবং মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৯ শতাংশ এবং মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৬১ জন এবং নারী ৩৬ জন। এর মধ্যে ৪৯ জন সরকারি হাসপাতালে ও ৪৪ জন বেসরকারি হাসপাতালে মারা যান। এছাড়া বাসায় মারা গেছেন তিন জন এবং একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে ৫৯ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, ২১ জনের বয়স ৫১ থেকে ৬০ বছর, ১০ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর, চার জনের বয়স ৩১ থেকে ৪০ বছর, দুইজনের বয়স ২১ থেকে ৩০ বছর এবং একজনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।

মৃত্যু হওয়া লোকজনের মধ্যে ৬৩ জন ঢাকা বিভাগের, ১২ জন চট্টগ্রাম বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, ছয়জন খুলনা বিভাগের, তিনজন বরিশাল বিভাগের, ছয়জন সিলেট বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং একজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

দেশে এ পর্যন্ত মারা যাওয়া ১১ হাজার ১৫০ জনের মধ্যে আট হাজার পুরুষ ১৮১ জন এবং নারী দুই হাজার ৯৬৯ জন।