সহিংসতামুক্ত ছিল সপ্তম দফার ভোট

বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই গতকাল শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার সপ্তম দফার ভোট। তবে এটি ছিল আগের আলাদা এক চিত্র। গত ছয় পর্বের ভোটে গুলি-বোমাবাজিসহ নানা রকমের হিংসাত্মক ঘটনার যে ব্যাপকতা ছিল তার সিকিভাগও ঘটেনি সপ্তম দফার ভোটে। নির্বাচন কমিশন শক্ত হলে সহিংসমুক্ত নির্বাচন করা যে সম্ভব তার দৃষ্টান্তই এইপর্বের ভোট।

নির্বাচনের দিন বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রে আচমকা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণকে ঘিরে ছড়ায় পাল্টাপাল্টি অভিযোগ। বিজেপির অভিযোগ, পরিত্যক্ত ঘরে বোমা মজুদ করে রেখেছিল তৃণমূলের দুষ্কৃতিরা। সেই অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি বোমা রেখেছিল বিজেপি।

হেভিওয়েট কেন্দ্র আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই চলে তৃণমূল বিজেপি জোর প্রতিযোগিতা। আসানসোল দক্ষিণের বিভিন্ন বুথ পরিদর্শনে বের হন বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বুথের ভেতরে প্রবেশ করে দেখতে পান তৃণমূলের এজেন্টের মাথার টুপিতে মমতা ব্যানার্জীর ছবি। আর এই নিয়েই আপত্তি তোলেন তিনি। আসানসোল দক্ষিণের ভক্তারনগর হাইস্কুলের বুথের এই কা-ে হইচই শুরু হয়ে যায়। বুথের ভেতরেই বিজেপি প্রার্থীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা।

বুথ থেকে বেরিয়ে এসে অগ্নিমিত্রা পাল বলেন, মমতা ব্যানার্জীর ছবিটুপি মাথায় দিয়ে ওই এজেন্ট ভোটারদের প্রভাবিত করছে। অপর এক ঘটনায় বচসায় জড়িয়ে পড়েন আসানসোলে দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ভোটকেন্দ্রে জমায়েতের অভিযোগ করে বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে জমায়েত সরাতে গেলে কর্তব্যরত দারোগার সঙ্গে তর্ক শুরু করে তৃণমূল প্রার্থী সায়নী। তার অভিযোগ, পুলিশ বিজেপির কথায় চলছে। জমায়েত সরাতে পুলিশ তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ করে।

পাশাপাশি রানিনগরের ভোটারদের অভিযোগ, ভয় দেখিয়ে ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল। তারা পোলিং এজেন্টদের বুথে বসতে দিচ্ছে না। এজেন্টদের মারধর করছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও বিজেপি প্রার্থীর তোলা এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানালেন রানিনগর এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

ভবানীপুর কেন্দ্রের ভোটার হিসেবে সকাল সকাল মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জী। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের জানালেন, ‘করোনা আবহে রাজ্যে মানুষ মারা যাচ্ছে অথচ আট দফায় নির্বাচন করছে কমিশন। নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দেয়ার জন্য আট দফায় নির্বাচন করছে। সাধারণ মানুষের কথা কমিশন ভাবছে না। বাংলার বিধানসভা নির্বাচনে এবারেও দুই-তৃতীয়াংশ আসনে জিতে রাজ্য সরকার গড়বে তৃণমূলই। আমি খুবই আত্মবিশ্বাসী যে, রাজ্যে পুনরায় ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জী’।

বরাবরের মতো এবারও কলকাতা বন্দর থেকেই বিধানসভা ভোটে লড়াই করছেন কলকাতা পুরসভার বিদায়ী মন্ত্রী ও মেয়র ববি হাকিম। আচরণবিধি লঙ্ঘণের দায়ে তার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। বিজেপির অভিযোগ, কলকাতা পুরসভার অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং টুইটার হ্যান্ডেলে এখনও রয়েছে মেয়র ফিরহাদ হাকিমের ছবি। যা থাকার কথা নয়। এতে আদর্শ আচরণবিধি লংঘন করা হচ্ছে। এর পাশাপাশি ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেছেন। আর কলকাতা বন্দর বিধানসভা

কলকাতার রাসবিহারীতে ভোটারদের বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে বলছে বাহিনী। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির পাল্টা অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল কেন্দ্রীয় বাহিনী। এরই পাশাপাশি রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারকে চারটি বুথে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ করা হয়। প্রার্থীর দাবি, তাকে বালিগঞ্জ শিক্ষাসদন, আর্য বিদ্যামন্দির, রাজেন্দ্রনাথ বিদ্যাপীঠ ও নব নালন্দা স্কুলের বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও, তার বিধানসভা এলাকায় ২০টি ইভিএম বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া সকাল থেকে ব্যাহত হয় বলে অভিযোগ তার। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন দেবাশীষ কুমার।

মুর্শিদাবাদের পলাশডাঙার ২৩০ নম্বর বুথে ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ভোটারদের আশ্বস্ত করে ভোটকেন্দ্রে নিয়ে যায় বাহিনী। পরে ভোট দেয় তারা। ভোটার এখনও জীবিত। কিন্তু ভোট দিতে গিয়ে দেখলেন তালিকায় তাদের নাম মৃত হিসেবে উল্লেখ! এর জেরে ভোট-ই দিতে পারলেন না তিনজন। সুতি বিধানসভার হাতানিয়া অঞ্চলের ঘটনা। তিনজন ভোটারের ক্ষেত্রে ঘটে গেল এই ঘটনা। একজন নতুন ভোটার, একজন মহিলা, আরেকজন প্রবীণ।

জামুড়িয়ায় সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ। এদিকে, জামুড়িয়া বিধানসভার চাপুই খাস কোলিয়ারি এলাকায় ১৪০ ও ১৪১ নম্বর বুথ এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

বারাবনি বিধানসভার বাঁশপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ নম্বর বুথের সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছিঁড়ে দেয়া হয় নথিও। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরে পুলিশ গিয়ে সংযুক্ত মোর্চার এজেন্টকে বুথে বসায়।

অশান্তির আশঙ্কায় ভোটের আগের দিন তৃণমূল কর্মী ও বিজেপি নেতাদের আটক করায় বারাবনি বিধানসভায় উত্তেজনা। প্রতিবাদে রাতে থানার সামনে ধর্ণায় বসেন বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। ভোটে অশান্তির আশঙ্কায় গতকাল কয়েক তৃণমূল কর্মী এবং বিজেপির শ্রমিক সংগঠনের নেতা ও এসসি মোর্চার নেতাকে আটক করে সালানপুর থানার পুলিশ। এর প্রতিবাদেই থানার সামনে ঘণ্টাদুয়েকের ধর্ণায় বসেন বিজেপি প্রার্থী।

রাস্তা মেরামতির দাবিতে ভোট বয়কট করল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ১৪৪নং বুথের ভোটদাতারা। বুথের অন্তর্গত ডোমপাড়া গ্রামের বাসিন্দারাই ভোট বয়কট করেছেন। লাঠি, ঝাঁটা হাতে বুথের বাইরে পাহারা দিচ্ছেন গ্রামের মহিলারা। যাতে কেউ ভোট দিতে না পারেন। গ্রামবাসীর দাবি, বৃষ্টি হলে এই রাস্তা হাঁটার যোগ্য থাকে না। কেউ অসুস্থ হলে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া যায় না। ঘাড়ে করে নিয়ে যেতে হয় রোগীকে। ভোরবেলা থেকে লাঠি, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা। পাকা রাস্তার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অবরোধ তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

কলকাতার ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনূল ঘোষকে হেনস্তা করার অভিযোগ ওঠে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের ১৪৭ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের মলানদঘিতে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। কলকাতার ভবানীপুরের ৭৪ নম্বর বুথে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

কলকাতা অন্দর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ার অভিযোগ ওঠে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বেক বাগানে বুথের কিছুটা দূরে বেআইনি জমায়েত সরাল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। নিউ আলিপুর কেন্দ্রে মহিলা ভোটারদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের। দুপুরে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের ক্যাম্প থেকে ভোটারদের ৫০০ টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে এমন অভিযোগে তৃণমূলীদের সঙ্গে বচসায় জড়ালেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

মালদহের ৯১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বুথে আসতে বাধা দেয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রানিনগরে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গার্ডেনরিচে ভোটার স্লিপ ছিঁড়ে দেয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ ফিরহাদের। বুথে ঢুকে তৃণমূল এজেন্টের টুপি খোলালেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

মাস্কের মধ্যে লুকিয়ে ভোটারদের টাকা বিলির অভিযোগ মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। বুধিয়া মাঝেরপাড়ার ২৩৮ নম্বর বুথের ঘটনা। চাঁচোল বিধানসভার ১৪৩ নম্বর বুথ খুরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। কংগ্রেস মদতপুষ্ট দুষ্কৃতরা হামলা চালায় বলে অভিযোগ। জখম দম্পতিকে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আসানসোল দক্ষিণে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মালদহের মালতীপুর বিধানসভার ১৮৮ নম্বর বুথের পাশে তৃণমূলের কর্মী-সমর্থকদের ওপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মালদহের চাঁচোলে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতাকে মারধর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। দলের কাজ সেরে বাড়ি ফেরার পথে হামলা। হাসপাতালে ভর্তি ওই বিজেপি নেতা। মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। সব মিলিয়ে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে সপ্তম দফার ভোটগ্রহণ।

ইচ্ছে থাকা সত্ত্বেও শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে পারলেন না সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার চিকিৎসকের অনুমতি না মেলায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেন না বুদ্ধদেববাবু। দীর্ঘদিন থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। মাঝে মধ্যে অক্সিজেনের দরকার পড়ে তার। করোনা আবহে তার এমন শারীরিক পরিস্থিতি নিয়ে ভোট দিতে যাওয়া ঠিক হবে না বলেই জানান তার চিকিৎসকেরা।

অন্যদিকে, আসানসোল উত্তর বিধানসভার সেটে কন্যাপুরে বিজেপির ক্যাম্পে ঢুকে দুই বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূূল কংগ্রেসের বিরুদ্ধে। খবর পেয়ে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সেখানে যান। সেই সময় তাকে বুথ থেকে ২০০ মিটারের বাইরে চলে যেতে বলে কেন্দ্রীয় বাহিনী।

এদিকে, দুর্গাপুর পূর্ব বিধানসভার মলানদিঘিতে ২১৫ নম্বর বুথ কেন্দ্র থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেখানে তৃণমূলকর্মীরা তাদের দলীয় কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ হামলা চালায়। চেয়ার ভেঙে দেয়ার পাশাপাশি তিনজন দলীয় কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিজেপিকর্মীদের কথামতো চলছে কেন্দ্রীয় বাহিনী। কাঁকসা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের অভিযোগ, স্কুলের সামনে তার গাড়ি দাঁড় করানো ছিল কিন্তু দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর গাড়ি সেখানে আসতেই তার গাড়ি সরিয়ে দেয়া হয়। এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রশ্ন করা হলে তারা কোন উত্তর দিতে চাননি। পাশাপাশি বিদ্যালয়ের সামনে প্রদীপ মজুমদারকে দেখে বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী সৌজন্যতা দেখান।

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ , ১৪ বৈশাখ ১৪২৮ ১৪ রমজান ১৪৪২

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

সহিংসতামুক্ত ছিল সপ্তম দফার ভোট

দীপক মুখার্জী, কলকাতা

বিক্ষিপ্ত অশান্তির মধ্য দিয়েই গতকাল শেষ হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভার সপ্তম দফার ভোট। তবে এটি ছিল আগের আলাদা এক চিত্র। গত ছয় পর্বের ভোটে গুলি-বোমাবাজিসহ নানা রকমের হিংসাত্মক ঘটনার যে ব্যাপকতা ছিল তার সিকিভাগও ঘটেনি সপ্তম দফার ভোটে। নির্বাচন কমিশন শক্ত হলে সহিংসমুক্ত নির্বাচন করা যে সম্ভব তার দৃষ্টান্তই এইপর্বের ভোট।

নির্বাচনের দিন বীরভূমের নানুর বিধানসভা কেন্দ্রে আচমকা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণকে ঘিরে ছড়ায় পাল্টাপাল্টি অভিযোগ। বিজেপির অভিযোগ, পরিত্যক্ত ঘরে বোমা মজুদ করে রেখেছিল তৃণমূলের দুষ্কৃতিরা। সেই অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি বোমা রেখেছিল বিজেপি।

হেভিওয়েট কেন্দ্র আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই চলে তৃণমূল বিজেপি জোর প্রতিযোগিতা। আসানসোল দক্ষিণের বিভিন্ন বুথ পরিদর্শনে বের হন বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পাল। তিনি বুথের ভেতরে প্রবেশ করে দেখতে পান তৃণমূলের এজেন্টের মাথার টুপিতে মমতা ব্যানার্জীর ছবি। আর এই নিয়েই আপত্তি তোলেন তিনি। আসানসোল দক্ষিণের ভক্তারনগর হাইস্কুলের বুথের এই কা-ে হইচই শুরু হয়ে যায়। বুথের ভেতরেই বিজেপি প্রার্থীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা।

বুথ থেকে বেরিয়ে এসে অগ্নিমিত্রা পাল বলেন, মমতা ব্যানার্জীর ছবিটুপি মাথায় দিয়ে ওই এজেন্ট ভোটারদের প্রভাবিত করছে। অপর এক ঘটনায় বচসায় জড়িয়ে পড়েন আসানসোলে দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের বিরুদ্ধে ভোটকেন্দ্রে জমায়েতের অভিযোগ করে বিজেপি। সেই অভিযোগের ভিত্তিতে জমায়েত সরাতে গেলে কর্তব্যরত দারোগার সঙ্গে তর্ক শুরু করে তৃণমূল প্রার্থী সায়নী। তার অভিযোগ, পুলিশ বিজেপির কথায় চলছে। জমায়েত সরাতে পুলিশ তৃণমূল কর্মীদের ওপর লাঠিচার্জ করে।

পাশাপাশি রানিনগরের ভোটারদের অভিযোগ, ভয় দেখিয়ে ভোটদানে বাধা দিচ্ছে তৃণমূল। তারা পোলিং এজেন্টদের বুথে বসতে দিচ্ছে না। এজেন্টদের মারধর করছে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। যদিও বিজেপি প্রার্থীর তোলা এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে জানালেন রানিনগর এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

ভবানীপুর কেন্দ্রের ভোটার হিসেবে সকাল সকাল মিত্র ইনস্টিটিউশনে ভোট দিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জী। ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের জানালেন, ‘করোনা আবহে রাজ্যে মানুষ মারা যাচ্ছে অথচ আট দফায় নির্বাচন করছে কমিশন। নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলকে সুবিধা করে দেয়ার জন্য আট দফায় নির্বাচন করছে। সাধারণ মানুষের কথা কমিশন ভাবছে না। বাংলার বিধানসভা নির্বাচনে এবারেও দুই-তৃতীয়াংশ আসনে জিতে রাজ্য সরকার গড়বে তৃণমূলই। আমি খুবই আত্মবিশ্বাসী যে, রাজ্যে পুনরায় ক্ষমতায় আসছেন মমতা ব্যানার্জী’।

বরাবরের মতো এবারও কলকাতা বন্দর থেকেই বিধানসভা ভোটে লড়াই করছেন কলকাতা পুরসভার বিদায়ী মন্ত্রী ও মেয়র ববি হাকিম। আচরণবিধি লঙ্ঘণের দায়ে তার বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে নালিশ জানাল বিজেপি। বিজেপির অভিযোগ, কলকাতা পুরসভার অফিসিয়াল ফেইসবুক পেইজ এবং টুইটার হ্যান্ডেলে এখনও রয়েছে মেয়র ফিরহাদ হাকিমের ছবি। যা থাকার কথা নয়। এতে আদর্শ আচরণবিধি লংঘন করা হচ্ছে। এর পাশাপাশি ফিরহাদ হাকিম কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করেছেন। আর কলকাতা বন্দর বিধানসভা

কলকাতার রাসবিহারীতে ভোটারদের বিজেপিকে ভোট দিতে প্রভাবিত করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বিজেপিকে ভোট দিতে বলছে বাহিনী। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। বিজেপির পাল্টা অভিযোগ, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল। বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ বাধে। ঘটনাস্থলে এসে পৌঁছায় বিশাল কেন্দ্রীয় বাহিনী। এরই পাশাপাশি রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারকে চারটি বুথে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ করা হয়। প্রার্থীর দাবি, তাকে বালিগঞ্জ শিক্ষাসদন, আর্য বিদ্যামন্দির, রাজেন্দ্রনাথ বিদ্যাপীঠ ও নব নালন্দা স্কুলের বুথে ঢুকতে বাধা দেয় কেন্দ্রীয় বাহিনী। এছাড়াও, তার বিধানসভা এলাকায় ২০টি ইভিএম বিকল হয়ে পড়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া সকাল থেকে ব্যাহত হয় বলে অভিযোগ তার। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগও জানিয়েছেন দেবাশীষ কুমার।

মুর্শিদাবাদের পলাশডাঙার ২৩০ নম্বর বুথে ভোটারদের ভয় দেখিয়ে ভোটদানে বাধা দেয়ার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে ভোটারদের আশ্বস্ত করে ভোটকেন্দ্রে নিয়ে যায় বাহিনী। পরে ভোট দেয় তারা। ভোটার এখনও জীবিত। কিন্তু ভোট দিতে গিয়ে দেখলেন তালিকায় তাদের নাম মৃত হিসেবে উল্লেখ! এর জেরে ভোট-ই দিতে পারলেন না তিনজন। সুতি বিধানসভার হাতানিয়া অঞ্চলের ঘটনা। তিনজন ভোটারের ক্ষেত্রে ঘটে গেল এই ঘটনা। একজন নতুন ভোটার, একজন মহিলা, আরেকজন প্রবীণ।

জামুড়িয়ায় সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী ঐশী ঘোষকে বুথে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ। এদিকে, জামুড়িয়া বিধানসভার চাপুই খাস কোলিয়ারি এলাকায় ১৪০ ও ১৪১ নম্বর বুথ এলাকায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

বারাবনি বিধানসভার বাঁশপাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ১৫২ নম্বর বুথের সংযুক্ত মোর্চার পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ছিঁড়ে দেয়া হয় নথিও। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পরে পুলিশ গিয়ে সংযুক্ত মোর্চার এজেন্টকে বুথে বসায়।

অশান্তির আশঙ্কায় ভোটের আগের দিন তৃণমূল কর্মী ও বিজেপি নেতাদের আটক করায় বারাবনি বিধানসভায় উত্তেজনা। প্রতিবাদে রাতে থানার সামনে ধর্ণায় বসেন বিজেপি প্রার্থী অরিজিৎ রায়। ভোটে অশান্তির আশঙ্কায় গতকাল কয়েক তৃণমূল কর্মী এবং বিজেপির শ্রমিক সংগঠনের নেতা ও এসসি মোর্চার নেতাকে আটক করে সালানপুর থানার পুলিশ। এর প্রতিবাদেই থানার সামনে ঘণ্টাদুয়েকের ধর্ণায় বসেন বিজেপি প্রার্থী।

রাস্তা মেরামতির দাবিতে ভোট বয়কট করল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ১৪৪নং বুথের ভোটদাতারা। বুথের অন্তর্গত ডোমপাড়া গ্রামের বাসিন্দারাই ভোট বয়কট করেছেন। লাঠি, ঝাঁটা হাতে বুথের বাইরে পাহারা দিচ্ছেন গ্রামের মহিলারা। যাতে কেউ ভোট দিতে না পারেন। গ্রামবাসীর দাবি, বৃষ্টি হলে এই রাস্তা হাঁটার যোগ্য থাকে না। কেউ অসুস্থ হলে তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া যায় না। ঘাড়ে করে নিয়ে যেতে হয় রোগীকে। ভোরবেলা থেকে লাঠি, ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারা। পাকা রাস্তার প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত অবরোধ তারা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

কলকাতার ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রুদ্রনূল ঘোষকে হেনস্তা করার অভিযোগ ওঠে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের ১৪৭ নম্বর বুথে তৃণমূলের ক্যাম্প অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। দুর্গাপুর পূর্ব কেন্দ্রের মলানদঘিতে তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। কলকাতার ভবানীপুরের ৭৪ নম্বর বুথে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়কে বুথে ঢুকতে বাধা দেয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।

কলকাতা অন্দর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেয়ার অভিযোগ ওঠে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বেক বাগানে বুথের কিছুটা দূরে বেআইনি জমায়েত সরাল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। নিউ আলিপুর কেন্দ্রে মহিলা ভোটারদের সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ তৃণমূলের। দুপুরে আসানসোল দক্ষিণ কেন্দ্রে তৃণমূলের ক্যাম্প থেকে ভোটারদের ৫০০ টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দেয়া হচ্ছে এমন অভিযোগে তৃণমূলীদের সঙ্গে বচসায় জড়ালেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

মালদহের ৯১ নম্বর বুথে বিজেপি এজেন্টকে বুথে আসতে বাধা দেয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। রানিনগরে তৃণমূল নেতাদের বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। গার্ডেনরিচে ভোটার স্লিপ ছিঁড়ে দেয়ার অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ ফিরহাদের। বুথে ঢুকে তৃণমূল এজেন্টের টুপি খোলালেন আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল।

মাস্কের মধ্যে লুকিয়ে ভোটারদের টাকা বিলির অভিযোগ মুর্শিদাবাদের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে। বুধিয়া মাঝেরপাড়ার ২৩৮ নম্বর বুথের ঘটনা। চাঁচোল বিধানসভার ১৪৩ নম্বর বুথ খুরিয়াল প্রাথমিক বিদ্যালয়ের ভোট দিতে যাওয়ার পথে তৃণমূল সমর্থক দম্পতিকে ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ। কংগ্রেস মদতপুষ্ট দুষ্কৃতরা হামলা চালায় বলে অভিযোগ। জখম দম্পতিকে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আসানসোল দক্ষিণে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেয়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মালদহের মালতীপুর বিধানসভার ১৮৮ নম্বর বুথের পাশে তৃণমূলের কর্মী-সমর্থকদের ওপর লাঠিচার্জের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মালদহের চাঁচোলে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতাকে মারধর। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। দলের কাজ সেরে বাড়ি ফেরার পথে হামলা। হাসপাতালে ভর্তি ওই বিজেপি নেতা। মুর্শিদাবাদের রানিনগরে বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ। সব মিলিয়ে বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই চলছে সপ্তম দফার ভোটগ্রহণ।

ইচ্ছে থাকা সত্ত্বেও শারীরিক অসুস্থতার কারণে ভোট দিতে পারলেন না সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তার চিকিৎসকের অনুমতি না মেলায় ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলেন না বুদ্ধদেববাবু। দীর্ঘদিন থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। মাঝে মধ্যে অক্সিজেনের দরকার পড়ে তার। করোনা আবহে তার এমন শারীরিক পরিস্থিতি নিয়ে ভোট দিতে যাওয়া ঠিক হবে না বলেই জানান তার চিকিৎসকেরা।

অন্যদিকে, আসানসোল উত্তর বিধানসভার সেটে কন্যাপুরে বিজেপির ক্যাম্পে ঢুকে দুই বিজেপি কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূূল কংগ্রেসের বিরুদ্ধে। খবর পেয়ে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় সেখানে যান। সেই সময় তাকে বুথ থেকে ২০০ মিটারের বাইরে চলে যেতে বলে কেন্দ্রীয় বাহিনী।

এদিকে, দুর্গাপুর পূর্ব বিধানসভার মলানদিঘিতে ২১৫ নম্বর বুথ কেন্দ্র থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রয়েছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়। সেখানে তৃণমূলকর্মীরা তাদের দলীয় কর্মীদের জন্য খাবারের ব্যবস্থা করছিলেন। অভিযোগ, সেই সময় আচমকাই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ হামলা চালায়। চেয়ার ভেঙে দেয়ার পাশাপাশি তিনজন দলীয় কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিজেপিকর্মীদের কথামতো চলছে কেন্দ্রীয় বাহিনী। কাঁকসা থানা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয়া হয়েছে।

তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের অভিযোগ, স্কুলের সামনে তার গাড়ি দাঁড় করানো ছিল কিন্তু দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থীর গাড়ি সেখানে আসতেই তার গাড়ি সরিয়ে দেয়া হয়। এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রশ্ন করা হলে তারা কোন উত্তর দিতে চাননি। পাশাপাশি বিদ্যালয়ের সামনে প্রদীপ মজুমদারকে দেখে বিজেপি প্রার্থী কর্নেল দীপ্তাংশু চৌধুরী সৌজন্যতা দেখান।