করোনা পরিস্থিতির অবনতি

সিলেটে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন জেলায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩৭ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৮৮ জনের শরীরে।

গতকাল সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৩২০ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার দুইজন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৮৮ জন করোনা আক্রান্ত রোগীর ৫৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৯ রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

একইদিন সিলেট বিভাগে নতুন আরও ১৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৩৬ জন সিলেট জেলার বাসিন্দা, সুনামগঞ্জ জেলার বাসিন্দা ১৯ জন ও মৌলভীবাজার জেলার ১১ জন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৬০৯ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ১৩৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১০০ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫ জন রোগী। তাদের ৪ জনই সিলেট জেলার ও একজন সুনামগঞ্জের বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৩৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ২৬৫ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৭ জন।

এদিকে সিলেটের চার জেলা মিলে ২৬৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৪২ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন ও ৭ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১ , ১৪ বৈশাখ ১৪২৮ ১৪ রমজান ১৪৪২

সিলেটে

করোনা পরিস্থিতির অবনতি

প্রতিনিধি, সিলেট

সিলেটে করোনাভাইরাস পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এর আগের দিন জেলায় সর্বোচ্চ ৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৩৭ জনে। একই সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে আরও ৮৮ জনের শরীরে।

গতকাল সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিভাগে গত ২৪ ঘণ্টায় ৮৮ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এদের নিয়ে সিলেট বিভাগে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৩২০ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার দুইজন, সুনামগঞ্জে ২ হাজার ৭১৬ জন, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৩২০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে শনাক্ত হওয়া ৮৮ জন করোনা আক্রান্ত রোগীর ৫৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৯ রোগীর শরীরে করোনা শনাক্ত হয়েছে।

একইদিন সিলেট বিভাগে নতুন আরও ১৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। যাদের মধ্যে ১৩৬ জন সিলেট জেলার বাসিন্দা, সুনামগঞ্জ জেলার বাসিন্দা ১৯ জন ও মৌলভীবাজার জেলার ১১ জন। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৬০৯ জন। যাদের মধ্যে সিলেট জেলায় ১২ হাজার ১৩৫ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬০৪ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১০০ জন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৫ জন রোগী। তাদের ৪ জনই সিলেট জেলার ও একজন সুনামগঞ্জের বাসিন্দা। এ নিয়ে বিভাগে মৃত্যুবরণ করা মোট রোগীর সংখ্যা ৩৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ২৬৫ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৭ জন।

এদিকে সিলেটের চার জেলা মিলে ২৬৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ২৪২ জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে। এর মধ্যে সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জে ১৩ জন ও ৭ জন মৌলভীবাজারে চিকিৎসা নিচ্ছেন।