শেয়ারবাজারে বড় পতন

দর, লেনদেন ও সূচক সবই কমেছে

আগের দিন কিছুটা পতন হলেও গতকাল বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২২.৩৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ১৭.৩৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৩.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫.৪৫ পয়েন্টে এবং ২০৯২.৪৮ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ৩৭১ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৫৯টির বা ১৬.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২৩১টির বা ৬৫.৬৩ শতাংশের এবং বাকি ৬২টির বা ১৭.৬১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৬২.৩৩ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দর বেড়েছে, কমেছে ১৫৮টির আর ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৬৪২টি শেয়ার ৫১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৪ কোটি ১ লাখ ৯১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ফিড মিলসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪ লাখ টাকার উত্তরা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের।

এছাড়া ব্যাংক এশিয়ার ৪৪ লাখ ২৩ হাজার টাকার, বেক্সিমকোর ৬৭ লাখ ৬৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৪০ লাখ ৫২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫ লাখ ২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৪২ লাখ ৬৫ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৬৬ হাজার টাকার, ফার্স্ট ইসলামী ব্যাংকের ৬৬ লাখ ৯ হাজার টাকার, আইএফআইসির ৫ লাখ ৫ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ১০ লাখ ৫০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৯ লাখ ৭৭ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৪ লাখ ৭২ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৪৮ লাখ ৭৫ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩ লাখ ৭০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৮ লাখ টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ৯৩ হাজার টাকার, প্রগ্রেসিভি লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ১৯ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৬১ হাজার টাকার, এস আলমের ১০ লাখ ২৫ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ১ হাজার টাকার, সামিট পাওয়ারের ২ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংকের ৮ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬৫.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে শ্যামপুর সুগারের। গত সোমবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪.৩০ টাকায়। অর্থাৎ কোম্পাানিটির শেয়ার দর গতকাল ৪.৫০ টাকা বা ৭.৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৬.৫১ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৬.৪৯ শতাংশ, খান ব্রাদার্সের ৬.৪১ শতাংশ, বিকন ফার্মার ৬.২১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের .৯৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৫.৬২ শতাংশ, সানলাইফের ৫.৩২ শতাংশ, রহিমা ফুডের ৫.২৯ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর ৫ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৯টির বা ১৬.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়র দর সবচেয়ে বেশি বেড়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। গত সোমবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ১১.৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ইন্স্যুরেন্সের ৯.৩৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৮.৮১ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের র৮.৫৬ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮.২৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৬.৬৬ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের .৭২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.২৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৭০ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ার দর ৩.৯৫ শতাংশ বেড়েছে।

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১৫ বৈশাখ ১৪২৮ ১৫ রমজান ১৪৪২

শেয়ারবাজারে বড় পতন

দর, লেনদেন ও সূচক সবই কমেছে

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

আগের দিন কিছুটা পতন হলেও গতকাল বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২২.৩৮ পয়েন্টে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াাহ সূচক ১৭.৩৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩৩.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৫.৪৫ পয়েন্টে এবং ২০৯২.৪৮ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ৩৭১ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫২টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ৫৯টির বা ১৬.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ২৩১টির বা ৬৫.৬৩ শতাংশের এবং বাকি ৬২টির বা ১৭.৬১ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬.৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৬২.৩৩ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৪টির দর বেড়েছে, কমেছে ১৫৮টির আর ২৯টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪১ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৬টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ৩ লাখ ৪৩ হাজার ৬৪২টি শেয়ার ৫১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩৪ কোটি ১ লাখ ৯১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৭ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ফিড মিলসের। দ্বিতীয় সর্বোচ্চ ৫ কোটি ৪ লাখ টাকার উত্তরা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৫ কোটি টাকার লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের।

এছাড়া ব্যাংক এশিয়ার ৪৪ লাখ ২৩ হাজার টাকার, বেক্সিমকোর ৬৭ লাখ ৬৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২ কোটি ৪০ লাখ ৫২ হাজার টাকার, ব্র্যাক ব্যাংকের ৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ১ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকার, সিটি ব্যাংকের ৫ লাখ ২ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ৪২ লাখ ৬৫ হাজার টাকার, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৩০ লাখ ৬৬ হাজার টাকার, ফার্স্ট ইসলামী ব্যাংকের ৬৬ লাখ ৯ হাজার টাকার, আইএফআইসির ৫ লাখ ৫ হাজার টাকার, ইসলামী ইন্স্যুরেন্সের ১০ লাখ ৫০ হাজার টাকার, কোহিনুর কেমিক্যালের ৯ লাখ ৭৭ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৪ লাখ ৭২ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৪৮ লাখ ৭৫ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩ লাখ ৭০ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ৮ লাখ টাকার, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ৮ লাখ ৯৩ হাজার টাকার, প্রগ্রেসিভি লাইফ ইন্স্যুরেন্সের ৬ লাখ ১৯ হাজার টাকার, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৭ লাখ ৬১ হাজার টাকার, এস আলমের ১০ লাখ ২৫ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ১ হাজার টাকার, সামিট পাওয়ারের ২ কোটি ২৯ লাখ ১৫ হাজার টাকার এবং ট্রাস্ট ব্যাংকের ৮ লাখ ১৮ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩১টির বা ৬৫.৬৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে শ্যামপুর সুগারের। গত সোমবার শ্যামপুর সুগারের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৮.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪.৩০ টাকায়। অর্থাৎ কোম্পাানিটির শেয়ার দর গতকাল ৪.৫০ টাকা বা ৭.৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে শ্যামপুর সুগার ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইনটেকের ৬.৫১ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৬.৪৯ শতাংশ, খান ব্রাদার্সের ৬.৪১ শতাংশ, বিকন ফার্মার ৬.২১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের .৯৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৫.৬২ শতাংশ, সানলাইফের ৫.৩২ শতাংশ, রহিমা ফুডের ৫.২৯ শতাংশ এবং তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর ৫ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৯টির বা ১৬.৭৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়র দর সবচেয়ে বেশি বেড়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের। গত সোমবার ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৭.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.৩০ টাকায়। অর্থাৎ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ১১.৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফনিক্স ইন্স্যুরেন্সের ৯.৩৪ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৮.৮১ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের র৮.৫৬ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৮.২৪ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৬.৬৬ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের .৭২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের ৫.২৫ শতাংশ, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৭০ শতাংশ এবং সোনালী আঁশের শেয়ার দর ৩.৯৫ শতাংশ বেড়েছে।