৫ জেলায় করোনায়  মৃত্যু ৪ শনাক্ত ৪৪

বগুড়ায় মৃত্যু ২

নওগাঁয় মৃত্যু ১

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত রোববার তাদের মৃত্যু হয়। এর মধ্যে বগুড়ায় দুজন ও নওগাঁয় একজন মারা গেছেন। গত সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৬৬ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগে নতুন ১৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৮৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ১৯৪ জন। এদের মধ্যে ২৭ হাজার ৬১ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৪৭ জন কোভিড-১৯ রোগী।

কিশোরগঞ্জে মৃত্যু ১ শনাক্ত ৩৫

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ৫টি ল্যাবের পরীক্ষায় নতুন ৩৫ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২১ জন। আর মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৭৬ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, গত সোমবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৩১ এবং পুরনো ৪ রোগীর নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ ও অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। এছাড়া সদরের জেনারেল হাসপাতাল, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৪টি নমুনার মধ্যে ৩টি পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে আছেন সদরে ১৩ জন, বাজিতপুরে ৭ জন, ভৈরবে ৪ জন, কটিয়াদী ও ইটনায় ৩ জন করে, আর কারিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, কুলিয়ারচর ও নিকলীতে একজন করে। এদিন সুস্থ হয়েছেন সদরে ১১ জন, কটিয়াদীতে ৫ জন, করিমগঞ্জ ও ভৈরবে দুজন করে, আর কুলিয়ারচরে একজন।

নবাবগঞ্জে শনাক্ত ২

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯৫৩ জন। মোট সুস্থ হয়েছে ৮৫৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৮ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ২৬ এপ্রিল ঢাকায় পাঠানো ৩৪ জনের নমুনা থেকে নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া দুজনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভালুকায় শনাক্ত ৭

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের কোভিট ১৯ করোনা শনাক্ত হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ হতে এ তথ্য জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্যমতে এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে মোট ৪৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৮ জন। করোনা উপসর্গে উপজেলার বিভিন্ন এলাকায় মারা গেছে ৬ জন। আইসোলেশনে রয়েছেন ৮০ জন। জানা গেছে আক্রান্তদের মধ্যে অধিকাংশই স্থানীয় শিল্প কারখানার শ্রমিক।

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১৫ বৈশাখ ১৪২৮ ১৫ রমজান ১৪৪২

৫ জেলায় করোনায়  মৃত্যু ৪ শনাক্ত ৪৪

বগুড়ায় মৃত্যু ২

নওগাঁয় মৃত্যু ১

প্রতিনিধি, রাজশাহী

রাজশাহী বিভাগে করোনাভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। গত রোববার তাদের মৃত্যু হয়। এর মধ্যে বগুড়ায় দুজন ও নওগাঁয় একজন মারা গেছেন। গত সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, বিভাগের আট জেলায় এ পর্যন্ত ৪৬৬ জনের মৃত্যু হলো করোনায়। এর মধ্যে সর্বোচ্চ ২৮৭ জনের মৃত্যু হয়েছে বগুড়ায়। দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ জন মারা গেছেন রাজশাহীতে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ১৫ জন, নওগাঁয় ৩৩ জন, নাটোরে ১৭ জন, জয়পুরহাটে ১১ জন, সিরাজগঞ্জে ২৩ জন এবং পাবনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। রোববার বিভাগে নতুন ১৩৫ জন রোগী শনাক্ত হয়েছেন। এ দিন বিভাগের ১৮৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। বিভাগে এখন মোট আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ১৯৪ জন। এদের মধ্যে ২৭ হাজার ৬১ জন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৫৪৭ জন কোভিড-১৯ রোগী।

কিশোরগঞ্জে মৃত্যু ১ শনাক্ত ৩৫

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ৫টি ল্যাবের পরীক্ষায় নতুন ৩৫ জনের করোনা ধরা পড়েছে। সুস্থ হয়েছেন ২১ জন। আর মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ৭৬ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, গত সোমবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় নতুন ৩১ এবং পুরনো ৪ রোগীর নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৯টি নমুনা পরীক্ষায় একটি পজিটিভ ও অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। এছাড়া সদরের জেনারেল হাসপাতাল, পাকুন্দিয়া ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন পরীক্ষায় ১৪টি নমুনার মধ্যে ৩টি পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে আছেন সদরে ১৩ জন, বাজিতপুরে ৭ জন, ভৈরবে ৪ জন, কটিয়াদী ও ইটনায় ৩ জন করে, আর কারিমগঞ্জ, তাড়াইল, পাকুন্দিয়া, কুলিয়ারচর ও নিকলীতে একজন করে। এদিন সুস্থ হয়েছেন সদরে ১১ জন, কটিয়াদীতে ৫ জন, করিমগঞ্জ ও ভৈরবে দুজন করে, আর কুলিয়ারচরে একজন।

নবাবগঞ্জে শনাক্ত ২

প্রতিনিধি, দোহার (ঢাকা)

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নতুন করে আরও দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৯৫৩ জন। মোট সুস্থ হয়েছে ৮৫৭ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ১৮ জন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। গতকাল মঙ্গলবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, গত ২৬ এপ্রিল ঢাকায় পাঠানো ৩৪ জনের নমুনা থেকে নতুন করে আরও ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে করোনায় আক্রান্ত হওয়া দুজনের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে এবং সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তর স্বজনদের হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভালুকায় শনাক্ত ৭

প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৭ জনের কোভিট ১৯ করোনা শনাক্ত হয়েছে। গত সোমবার উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ হতে এ তথ্য জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের তথ্যমতে এনিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে মোট ৪৭০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৭৮ জন। করোনা উপসর্গে উপজেলার বিভিন্ন এলাকায় মারা গেছে ৬ জন। আইসোলেশনে রয়েছেন ৮০ জন। জানা গেছে আক্রান্তদের মধ্যে অধিকাংশই স্থানীয় শিল্প কারখানার শ্রমিক।