প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা পেলেন ১৮ হাজার ৪৯০ জন

সৈয়দপুর উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন মানুষ। এখন টিকা কেন্দ্রে ভিড় করছেন দ্বিতীয় ডোজ গ্রহণ প্রত্যাশী বিভিন্ন বয়সের মানুষ। গত সোমবার পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন মোট ১৮ হাজার ৪৯০ জন মানুষ। এর মধ্যে প্রথম ডোজ গ্রহণের শেষ দিন গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজ গ্রহণ করেছেন ১২ হাজার ২১ জন এবং গত সোমবার পর্যন্ত দ্বিতীয় ডোজ ৬ হাজার ৪৬৯ জন গ্রহণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, গত রোববার প্রথম ডোজ টিকা গ্রহণের শেষ দিন পর্যন্ত মোট ১২ হাজার ২১ জনকে প্রদান করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৩৮৫ জন এবং নারী রয়েছেন ৩ হাজার ৬৩৬ জন।

এদিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণে ভিড় বেড়েছে। গত সোমবার পর্যন্ত মোট ৬ হাজার ৪৬৯ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে।

এর মধ্যে পুরুষ ৪ হাজার ৪২৯ জন এবং ২ হাজার ৪০ জন নারী।

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১৫ বৈশাখ ১৪২৮ ১৫ রমজান ১৪৪২

প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা পেলেন ১৮ হাজার ৪৯০ জন

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী)

সৈয়দপুর উপজেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় টিকা গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন মানুষ। এখন টিকা কেন্দ্রে ভিড় করছেন দ্বিতীয় ডোজ গ্রহণ প্রত্যাশী বিভিন্ন বয়সের মানুষ। গত সোমবার পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন মোট ১৮ হাজার ৪৯০ জন মানুষ। এর মধ্যে প্রথম ডোজ গ্রহণের শেষ দিন গত ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজ গ্রহণ করেছেন ১২ হাজার ২১ জন এবং গত সোমবার পর্যন্ত দ্বিতীয় ডোজ ৬ হাজার ৪৬৯ জন গ্রহণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, গত রোববার প্রথম ডোজ টিকা গ্রহণের শেষ দিন পর্যন্ত মোট ১২ হাজার ২১ জনকে প্রদান করা হয়েছে। এর মধ্যে পুরুষ ৮ হাজার ৩৮৫ জন এবং নারী রয়েছেন ৩ হাজার ৬৩৬ জন।

এদিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণে ভিড় বেড়েছে। গত সোমবার পর্যন্ত মোট ৬ হাজার ৪৬৯ জনকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে।

এর মধ্যে পুরুষ ৪ হাজার ৪২৯ জন এবং ২ হাজার ৪০ জন নারী।