চেয়ারম্যানের বিরুদ্ধে কম্বল আত্মসাতের অভিযোগ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আব্দুল কাহহার সিদ্দিকীর বিরুদ্ধে শীতার্তদের বিতরনের জন্য সরকারিভাবে বরাদ্ধকৃত কম্বল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের নির্দেশে কৃষি অফিসার নাসির আহমেদ খানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সরকারের মানবিক কর্মসূচির আওতায় ২০২০ সালের ২৯ নভেম্বর ৩০০ পিস ও ২০২১ সালের ৩ জানুয়ারি ২১০ পিস কম্বল এলাকার অসহায় শীতার্তদের মাঝে বিতরণের জন্য বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীকে বরাদ্ধ দেয়া হয়। সরকারি বিধি মেনে কম্বলগুলো বিতরনের প্রমানপত্র হিসেবে মাস্টাররোল জমা দেয়ার জন্য বারবার নির্দেশ দেয়া হলেও তিনি তা জমা দেননি।

এ ইউনিয়নের উপজেলা প্রশাসন কর্তৃক নিয়োগকৃত ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান জানিয়েছেন, বাঘুটিয়ায় ইউনিয়নে কোনো কম্বল বিতরণ হয়নি বিধায় চেয়ারম্যান কোনো মাস্টাররোল করে প্রতিবেদনে স্বাক্ষর করেননি।

এ অবস্থায় কম্বলগুলো তিনি কোথায় বিতরণ করেছেন, তার হদিস নেই। এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটির আহবায়ক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির আহমেদ খান জানান, আমরা তদন্ত কাজ অব্যাহত রেখেছি। দ্রুতই এর প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হবে।

অপরদিকে বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী জানান, কম্বলগুলো যথা নিয়মে বিতরণ করা হয়েছে। মাস্টাররোলও রয়েছে। কিন্তু মাস্টাররোল জমা না নিয়ে একটি মহলের প্ররোচণায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি করা হচ্ছে। তদন্ত কমিটি তদন্ত করতে এসেছিল, তাদের কাছে সব ডকুমেন্ট জমা দেয়া হয়েছে।

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১৫ বৈশাখ ১৪২৮ ১৫ রমজান ১৪৪২

তদন্ত কমিটি গঠন

চেয়ারম্যানের বিরুদ্ধে কম্বল আত্মসাতের অভিযোগ

প্রতিনিধি, চৌহালী (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের আব্দুল কাহহার সিদ্দিকীর বিরুদ্ধে শীতার্তদের বিতরনের জন্য সরকারিভাবে বরাদ্ধকৃত কম্বল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার আফসানা ইয়াসমিনের নির্দেশে কৃষি অফিসার নাসির আহমেদ খানকে প্রধান করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, সরকারের মানবিক কর্মসূচির আওতায় ২০২০ সালের ২৯ নভেম্বর ৩০০ পিস ও ২০২১ সালের ৩ জানুয়ারি ২১০ পিস কম্বল এলাকার অসহায় শীতার্তদের মাঝে বিতরণের জন্য বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকীকে বরাদ্ধ দেয়া হয়। সরকারি বিধি মেনে কম্বলগুলো বিতরনের প্রমানপত্র হিসেবে মাস্টাররোল জমা দেয়ার জন্য বারবার নির্দেশ দেয়া হলেও তিনি তা জমা দেননি।

এ ইউনিয়নের উপজেলা প্রশাসন কর্তৃক নিয়োগকৃত ট্যাগ অফিসার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুনুর রহমান জানিয়েছেন, বাঘুটিয়ায় ইউনিয়নে কোনো কম্বল বিতরণ হয়নি বিধায় চেয়ারম্যান কোনো মাস্টাররোল করে প্রতিবেদনে স্বাক্ষর করেননি।

এ অবস্থায় কম্বলগুলো তিনি কোথায় বিতরণ করেছেন, তার হদিস নেই। এ ব্যাপারে গঠিত তদন্ত কমিটির আহবায়ক ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাসির আহমেদ খান জানান, আমরা তদন্ত কাজ অব্যাহত রেখেছি। দ্রুতই এর প্রতিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হবে।

অপরদিকে বাঘুটিয়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাহহার সিদ্দিকী জানান, কম্বলগুলো যথা নিয়মে বিতরণ করা হয়েছে। মাস্টাররোলও রয়েছে। কিন্তু মাস্টাররোল জমা না নিয়ে একটি মহলের প্ররোচণায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও হয়রানি করা হচ্ছে। তদন্ত কমিটি তদন্ত করতে এসেছিল, তাদের কাছে সব ডকুমেন্ট জমা দেয়া হয়েছে।