সভ্য আচারণের প্রত্যাশা

মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। মানুষ তার চিন্তাশক্তি দিয়ে সৃজনশীল সৃষ্টিকর্ম করতে পারে। কিন্তু এখন মানুষের আচরণ বনের পশুর মতোই হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে দ্বন্দ্ব-রেষারেষি লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচরে পূর্বশত্রুতার জের ধরে সহিংসতায় তিনজনের প্রাণহানি ঘটেছে; যা একেবারেই অপ্রত্যাশিত।

প্রাণহানিকে কেন্দ্র করে নিহতদের লোকজন প্রতিপক্ষের বাড়ি-ঘরে ভাঙচুর, লুটপাট চালিয়েছে। এমনকি নিরাপত্তাহীনতায় কেউ বাড়িতে বসবাস করতে পারছে না। বেরো ধানের মৌসুম হওয়ায় সংশ্লিষ্ট এলাকার মানুষ পাকা ধান ঘরে তোলার জন্য ব্যস্ত থাকতো। উক্ত সহিংসতায় অভিযুক্তদের বিচার বিদ্যমান আইন অনুযায়ী চলবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবেÑ সেটাই প্রত্যাশা। কিন্তু বাড়ি-ঘরে অন্যায়ভাবে ভাঙচুর, লুটপাট চালানো কতটুকু যৌক্তিক? সহিংসতাকে কেন্দ্র করে উভয় স্থানের বাড়ি-ঘরে ভাঙচুর, লুটপাট বন্ধ করা হয় এবং কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে- সেজন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ফজলে রাব্বি

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১৫ বৈশাখ ১৪২৮ ১৫ রমজান ১৪৪২

সভ্য আচারণের প্রত্যাশা

মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব। মানুষ তার চিন্তাশক্তি দিয়ে সৃজনশীল সৃষ্টিকর্ম করতে পারে। কিন্তু এখন মানুষের আচরণ বনের পশুর মতোই হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে দ্বন্দ্ব-রেষারেষি লক্ষ্য করা যাচ্ছে। সম্প্রতি কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচরে পূর্বশত্রুতার জের ধরে সহিংসতায় তিনজনের প্রাণহানি ঘটেছে; যা একেবারেই অপ্রত্যাশিত।

প্রাণহানিকে কেন্দ্র করে নিহতদের লোকজন প্রতিপক্ষের বাড়ি-ঘরে ভাঙচুর, লুটপাট চালিয়েছে। এমনকি নিরাপত্তাহীনতায় কেউ বাড়িতে বসবাস করতে পারছে না। বেরো ধানের মৌসুম হওয়ায় সংশ্লিষ্ট এলাকার মানুষ পাকা ধান ঘরে তোলার জন্য ব্যস্ত থাকতো। উক্ত সহিংসতায় অভিযুক্তদের বিচার বিদ্যমান আইন অনুযায়ী চলবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হবেÑ সেটাই প্রত্যাশা। কিন্তু বাড়ি-ঘরে অন্যায়ভাবে ভাঙচুর, লুটপাট চালানো কতটুকু যৌক্তিক? সহিংসতাকে কেন্দ্র করে উভয় স্থানের বাড়ি-ঘরে ভাঙচুর, লুটপাট বন্ধ করা হয় এবং কেউ যেন নিরাপত্তাহীনতায় না ভোগে- সেজন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

ফজলে রাব্বি