লোডশেডিং থেকে মুক্তি দিন

বিদ্যুৎ খাতের সার্বিক অব্যবস্থাপনা ফুটে উঠছে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিস্থিতিতে। প্রায় সব জেলাতেই ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন ও জমির সেচ। দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও হঠাৎ করে এমন সমস্যা সৃষ্টি হওয়ার কারণ কী? বিদ্যুতের উৎপাদন ও সঞ্চালনে সমস্যা হঠাৎ করেই হয় না। দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাই এর জন্য দায়ী।

গ্রামে ও অনেক উপজেলা শহরে দিনের বড় একটি সময় বিদ্যুৎ থাকে না। চার থেকে ছয়বার পর্যন্ত লোডশেডিং হলে জনজীবনে কী পরিস্থিতির সৃষ্টি হয়, তা ভুক্তভোগীমাত্রই জানে। জায়গায় জায়গায় সঞ্চালন লাইনে ত্রুটি, সংস্কারকাজ ও ঝড়বৃষ্টির জন্য বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকছে। নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাব ছাড়া সঞ্চালন ব্যবস্থার সমস্যা এমন মারাত্মক মাত্রায় তো যাওয়ার কথা নয়। সরকার বারবার বলছে দেশে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

নিকট অতীতে বিদ্যুৎ সমস্যা সমাধানে উচ্চব্যয়ে তড়িঘড়ি করে বেশ কিছু কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্রের সব কটিই যে পূর্ণমাত্রায় সচল, তা বলা যাবে না। অন্যদিকে যথাসময়ে সংস্কারের অভাবে কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হয় লক্ষ্যমাত্রার চেয়ে নিচে উৎপাদন করছে, অথবা বন্ধ হওয়ার উপক্রম।

সরকারের উচিত দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে কাক্সিক্ষত মাত্রায় গ্যাস উৎপাদন নিশ্চিত করা। দ্বিতীয়ত, সঞ্চালনব্যবস্থার ত্রুটি জরুরি ভিত্তিতে সরানোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে তেল আমদানি করে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা চাই। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো যাতে চুক্তি অনুসারে বিদ্যুৎ সরবরাহ করে তার জন্য চাপ দিতে হবে।

শাকিবুল হাসান

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১৫ বৈশাখ ১৪২৮ ১৫ রমজান ১৪৪২

লোডশেডিং থেকে মুক্তি দিন

বিদ্যুৎ খাতের সার্বিক অব্যবস্থাপনা ফুটে উঠছে দেশের বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিস্থিতিতে। প্রায় সব জেলাতেই ঘন ঘন লোডশেডিংয়ে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ব্যাহত হচ্ছে কলকারখানার উৎপাদন ও জমির সেচ। দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও হঠাৎ করে এমন সমস্যা সৃষ্টি হওয়ার কারণ কী? বিদ্যুতের উৎপাদন ও সঞ্চালনে সমস্যা হঠাৎ করেই হয় না। দীর্ঘদিনের অবহেলা ও অব্যবস্থাই এর জন্য দায়ী।

গ্রামে ও অনেক উপজেলা শহরে দিনের বড় একটি সময় বিদ্যুৎ থাকে না। চার থেকে ছয়বার পর্যন্ত লোডশেডিং হলে জনজীবনে কী পরিস্থিতির সৃষ্টি হয়, তা ভুক্তভোগীমাত্রই জানে। জায়গায় জায়গায় সঞ্চালন লাইনে ত্রুটি, সংস্কারকাজ ও ঝড়বৃষ্টির জন্য বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকছে। নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাব ছাড়া সঞ্চালন ব্যবস্থার সমস্যা এমন মারাত্মক মাত্রায় তো যাওয়ার কথা নয়। সরকার বারবার বলছে দেশে যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।

নিকট অতীতে বিদ্যুৎ সমস্যা সমাধানে উচ্চব্যয়ে তড়িঘড়ি করে বেশ কিছু কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্রের সব কটিই যে পূর্ণমাত্রায় সচল, তা বলা যাবে না। অন্যদিকে যথাসময়ে সংস্কারের অভাবে কয়েকটি বড় বিদ্যুৎকেন্দ্র হয় লক্ষ্যমাত্রার চেয়ে নিচে উৎপাদন করছে, অথবা বন্ধ হওয়ার উপক্রম।

সরকারের উচিত দেশের গ্যাসক্ষেত্রগুলো থেকে কাক্সিক্ষত মাত্রায় গ্যাস উৎপাদন নিশ্চিত করা। দ্বিতীয়ত, সঞ্চালনব্যবস্থার ত্রুটি জরুরি ভিত্তিতে সরানোর পদক্ষেপ নিতে হবে। প্রয়োজনে তেল আমদানি করে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখা চাই। কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলো যাতে চুক্তি অনুসারে বিদ্যুৎ সরবরাহ করে তার জন্য চাপ দিতে হবে।

শাকিবুল হাসান