সম্ভাব্য সেশনজট নিয়ে ভাবতে হবে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে বাধ্য হয়েই। স্বাভাবিকভাবেই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের মাঝে করোনা সংক্রমিত হবার যথেষ্ট ঝুঁকি ছিল। ঝুঁকির পেছনে যথেষ্ট কারণও ছিল।

ক্লাসরুমে যথাসম্ভব সামাজিক দূরত্ব, স্যানিটাইজিং এর মতো ব্যাপারগুলো অনুশীলন সম্ভব হলেও শিক্ষার্থীদের থাকার হল বা মেসে তা কোনদিন সম্ভব ছিল না। গণরুমে কিংবা মেসে কোনভাবেই সংক্রমণ প্রতিরোধের মতো অবস্থা না। তাই, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তখনকার সিদ্ধান্ত অবশ্যই যৌক্তিক ছিল। দুভার্গ্যবশত সেই যৌক্তিক সিদ্ধান্ত রূপ বদলায়নি। ফলশ্রুতিতে ‘সেশনজট’ শিক্ষার্থীদের জীবনের সঙ্গে মিশে গেছে।

সম্ভাব্য সেশনজটের কথা মাথায় রেখে এখনই উচিত সেশনজট সমস্যা সমাধানে পরিকল্পনা প্রণয়ন। শিক্ষার্থীদের পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা নেয়ার বিষয়ে এখনই ইউজিসি ও সংশ্লি­ষ্ট প্রতিষ্ঠানের সুস্পষ্ট বক্তব্য দেয়া উচিত। হুট করে নেয়া সিদ্ধান্তে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনন্য প্রতীক রাউত

বুধবার, ২৮ এপ্রিল ২০২১ , ১৫ বৈশাখ ১৪২৮ ১৫ রমজান ১৪৪২

সম্ভাব্য সেশনজট নিয়ে ভাবতে হবে

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে বাধ্য হয়েই। স্বাভাবিকভাবেই বিশাল সংখ্যক শিক্ষার্থীদের মাঝে করোনা সংক্রমিত হবার যথেষ্ট ঝুঁকি ছিল। ঝুঁকির পেছনে যথেষ্ট কারণও ছিল।

ক্লাসরুমে যথাসম্ভব সামাজিক দূরত্ব, স্যানিটাইজিং এর মতো ব্যাপারগুলো অনুশীলন সম্ভব হলেও শিক্ষার্থীদের থাকার হল বা মেসে তা কোনদিন সম্ভব ছিল না। গণরুমে কিংবা মেসে কোনভাবেই সংক্রমণ প্রতিরোধের মতো অবস্থা না। তাই, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তখনকার সিদ্ধান্ত অবশ্যই যৌক্তিক ছিল। দুভার্গ্যবশত সেই যৌক্তিক সিদ্ধান্ত রূপ বদলায়নি। ফলশ্রুতিতে ‘সেশনজট’ শিক্ষার্থীদের জীবনের সঙ্গে মিশে গেছে।

সম্ভাব্য সেশনজটের কথা মাথায় রেখে এখনই উচিত সেশনজট সমস্যা সমাধানে পরিকল্পনা প্রণয়ন। শিক্ষার্থীদের পর্যায়ক্রমিকভাবে পরীক্ষা নেয়ার বিষয়ে এখনই ইউজিসি ও সংশ্লি­ষ্ট প্রতিষ্ঠানের সুস্পষ্ট বক্তব্য দেয়া উচিত। হুট করে নেয়া সিদ্ধান্তে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

অনন্য প্রতীক রাউত