সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

আগের দুই কার্যদিবস সামান্য এবং বড় পতনের পর গতকাল উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬১.৩৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৯.০৩ পয়েন্টে এবং ২১১২.৩৬ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৯৪০ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ১১৫ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭০টির বা ৪৮.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১০৯টির বা ৩১.১৪ শতাংশের এবং বাকি ৭১টির বা ২০.২৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯০.৬৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির দর বেড়েছে, কমেছে ৭৯টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫৭৮টি শেয়ার ৬১ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৮ কোটি ৭০ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে ঢাকা ইন্স্যুরেন্সের।

এছাড়া বিবিএস কেবলসের ৫ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ৬ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকোর ৬৫ লাখ ১৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৫০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২৮ লাখ ২০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ২৮ লাখ ২০ হাজার টাকার, ডিবিএইচের ৮৪ লাখ ৭৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪২ লাখ ১৫ হাজার টাকার, ইজেনারেশনের ৫ লাখ টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৬৯ লাখ টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ২১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২২ লাখ ২২ হাজার টাকার, নর্দান জুটের ৫ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ১০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭ লাখ ২৩ হাজার টাকার, ফনিক্স ইন্স্যুরেন্সের ১২ লাখ ১২ হাজার টাকার, রেনেটার ৬ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকার, রবি আজিয়াটার ৬ লাখ ৫ হাজার টাকার, শমরিতার ১৪ লাখ ৫ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৯ লাখ ৮৫ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ২৯ লাখ ৯২ হাজার টাকার, সিলকো ফার্মার ২৩ লাখ ২ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৩৬ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭০টির বা ৪৮.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের। গত মঙ্গলবার অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৮৮ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৮২ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৮১ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯.৩৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭২ শতাংশ এবং এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮.০৪ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টির বা ৩১.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের। গত মঙ্গলবার ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.২০ টাকা বা ৫.৫৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফারইস্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪.৭৬ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.৭১ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩.৭৭ শতাংশ, জাহিনটেক্সের ৩.৭০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.১৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.১৪ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২.৯৭ শতাংশ, রেনেটার ২.৭৯ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৪১ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে ৯৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। গতকাল বেক্সিমকোর ১ কোটি ৬ লাখ ৮ হাজার ৯৮১টি শেয়ার ৫ হাজার ৮১১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ৮৯ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিমের ৬৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৩১ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২৩ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২০ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ১৯ কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৮ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার টাকার, রবি আজিয়াটার ১৮ কোটি ৪ লাখ ৯৫ হাজার টাকার এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৬৪ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে।

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ , ১৬ বৈশাখ ১৪২৮ ১৬ রমজান ১৪৪২

সূচক ও লেনদেন বেড়েছে শেয়ারবাজারে

অর্থনৈতিক বার্তা পরিবেশক |

image

আগের দুই কার্যদিবস সামান্য এবং বড় পতনের পর গতকাল উত্থানে ফিরেছে শেয়ারবাজার। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬১.৩৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৫৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৯.৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৯.০৩ পয়েন্টে এবং ২১১২.৩৬ পয়েন্টে। গতকাল ডিএসইতে ৯৪০ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের দিন থেকে ১১৫ কোটি ৯৬ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে ১৭০টির বা ৪৮.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। শেয়ার দর কমেছে ১০৯টির বা ৩১.১৪ শতাংশের এবং বাকি ৭১টির বা ২০.২৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২৮.৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯০.৬৪ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৯টির দর বেড়েছে, কমেছে ৭৯টির আর ৪০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৯ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসই’র ব্লক মার্কেটে ২৮টি কোম্পানি অংশ নিয়েছে। এসব কোম্পানির সাড়ে ৮৭ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫৭৮টি শেয়ার ৬১ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৮৭ কোটি ৬২ লাখ ৭০ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৮ কোটি ৭০ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে এশিয়া ইন্স্যুরেন্সের। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৬৩ লাখ ৭৩ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ১৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকার লেনদেন হয়েছে ঢাকা ইন্স্যুরেন্সের।

এছাড়া বিবিএস কেবলসের ৫ লাখ টাকার, বিডি ফাইন্যান্সের ৬ লাখ ৪০ হাজার টাকার, বেক্সিমকোর ৬৫ লাখ ১৮ হাজার টাকার, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬ কোটি ৪৭ লাখ ৫৫ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ২ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৫০ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২৮ লাখ ২০ হাজার টাকার, ঢাকা ডাইংয়ের ২৮ লাখ ২০ হাজার টাকার, ডিবিএইচের ৮৪ লাখ ৭৭ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪২ লাখ ১৫ হাজার টাকার, ইজেনারেশনের ৫ লাখ টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৬৯ লাখ টাকার, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ২১ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২২ লাখ ২২ হাজার টাকার, নর্দান জুটের ৫ লাখ টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ১০ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ৭ লাখ ২৩ হাজার টাকার, ফনিক্স ইন্স্যুরেন্সের ১২ লাখ ১২ হাজার টাকার, রেনেটার ৬ কোটি ১৭ লাখ ৭৫ হাজার টাকার, রবি আজিয়াটার ৬ লাখ ৫ হাজার টাকার, শমরিতার ১৪ লাখ ৫ হাজার টাকার, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২৯ লাখ ৮৫ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ফান্ডের ২৯ লাখ ৯২ হাজার টাকার, সিলকো ফার্মার ২৩ লাখ ২ হাজার টাকার এবং সামিট পাওয়ারের ৩৬ লাখ ৭৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৭০টির বা ৪৮.৫৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের। গত মঙ্গলবার অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৮.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৫৩.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪.৮০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে অ্যাসোসিয়েটেড অক্সিজেন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৯৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.৮৮ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৯.৮২ শতাংশ, গ্লোবাল ইন্স্যুরেন্সের ৯.৮১ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৮০ শতাংশ, ফেডারেল ইন্স্যুরেন্সের ৯.৩৮ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৯ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮.৭২ শতাংশ এবং এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর ৮.০৪ শতাংশ বেড়েছে।

গতকাল ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৯টির বা ৩১.১৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সর্বোচ্চ কমেছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের। গত মঙ্গলবার ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.২০ টাকা বা ৫.৫৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে ফারইস্ট ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪.৭৬ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.৭১ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩.৭৭ শতাংশ, জাহিনটেক্সের ৩.৭০ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.১৭ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৩.১৪ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২.৯৭ শতাংশ, রেনেটার ২.৭৯ শতাংশ এবং অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর ২.৪১ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে ৯৪০ কোটি টাকার লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো লিমিটেডের। গতকাল বেক্সিমকোর ১ কোটি ৬ লাখ ৮ হাজার ৯৮১টি শেয়ার ৫ হাজার ৮১১ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ৮৯ কোটি ৯২ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে। এর মাধ্যমে বেক্সিমকো ডিএসইর টপটেন টার্নওভারের শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন টার্নওভারে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাফার্জহোলসিমের ৬৩ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৩১ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার টাকার, বেক্সিমকো ফার্মার ২৩ কোটি ৬৭ লাখ ৫৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ২০ কোটি ৩৫ লাখ ৩৯ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ১৯ কোটি ১৭ লাখ ৩২ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ১৮ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকার, বিডি ফাইন্যান্সের ১৮ কোটি ৮৪ লাখ ৯৬ হাজার টাকার, রবি আজিয়াটার ১৮ কোটি ৪ লাখ ৯৫ হাজার টাকার এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৭ কোটি ৬৪ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে।