মার্কেন্টাইল ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরের ব্যালেন্সশিট, প্রফিট অ্যান্ড লস একাউন্ট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়াও এজিএমে বে-মেয়াদি বন্ড ইস্যুর মাধ্যমে ৭০০ কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ও এম. আমানউল্লাহ। ব্যাংকের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. গাজী মোহাম্মদ হাসান জামিল, পরিচালকরা হলেন এএসএম ফিরোজ আলম, মো. আবদুল হান্নান, মো. নাসিরউদ্দিন চৌধুরী, আলহাজ মোশাররফ হোসেন, এমএ খান বেলাল, মোহাম্মদ আবদুল আউয়াল ও ড. মো. রেজাউল কবির।

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ , ১৬ বৈশাখ ১৪২৮ ১৬ রমজান ১৪৪২

মার্কেন্টাইল ব্যাংকের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভায় ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে সমাপ্ত বছরের ব্যালেন্সশিট, প্রফিট অ্যান্ড লস একাউন্ট এবং ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের প্রস্তাব অনুমোদিত হয়। এছাড়াও এজিএমে বে-মেয়াদি বন্ড ইস্যুর মাধ্যমে ৭০০ কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোরশেদ আলম। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন (হুমায়ুন) ও এম. আমানউল্লাহ। ব্যাংকের নির্বাহী কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, অডিট কমিটির চেয়ারম্যান ড. গাজী মোহাম্মদ হাসান জামিল, পরিচালকরা হলেন এএসএম ফিরোজ আলম, মো. আবদুল হান্নান, মো. নাসিরউদ্দিন চৌধুরী, আলহাজ মোশাররফ হোসেন, এমএ খান বেলাল, মোহাম্মদ আবদুল আউয়াল ও ড. মো. রেজাউল কবির।