নিম্নমানের সামগ্রীতে সেতু কাজ বন্ধ করলেন জনতা

ময়মনসিংহের ধোবাউড়ায় ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। গত মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে কালিকাবাড়ি গ্রামে শশী খালের উপর নির্মাণাধীন ব্রিজে এ ঘটনা ঘটে। ধোবাউড়ার সীমান্ত এলাকায় অবস্থিত শশী খালের উপর ১৩০ ফুট দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) বিভাগ। এসআরএস কন্সট্রাকশান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ব্রিজটির ফাইলিং এবং পিলার নির্মানের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দুই পার্শ্বের গাইড ওয়াল নির্মানের কাজ চলমান রয়েছে। মঙ্গলবার বিকালে মাটি মিশ্রিত সুরকি ও নিম্ন মানের বালু দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করলে প্রতিবাদ করেন স্থানীয় জনতা। এসময় স্থানীয় বাসিন্দা রতন উক্ত কাজের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়। ভিডিও চিত্রটি সাথে সাথে ভাইরাল হয়। ভিডিও চিত্রটিতে উপজেলা প্রকৌশল অফিসের কার্য-সহকারী মামুন মিয়াকে ভিডিও ধারনকারী ব্যক্তির সাথে বাকবিতন্ডায় জড়াতে দেখা যায়। এক পর্যায়ে উপস্থিত জনতার প্রতিবাদে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেয়। ভিডিওটি ময়মনসিংহের এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহীদুজ্জামানের দৃষ্টিগোচর হয়। প্রকৌশলী শহিদুজ্জামান ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয়, আমি উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। ঘটনাস্থলে উপস্থিত ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল নায়েক বলেন, শেখ হাসিনার সরকার কোটি কোটি টাকা দিবে উন্নয়নের জন্য, আর এলজিইডির লোকজন ঠিকাদারের সাথে আতাত করে অনিয়ম করে সরকারের দুর্নাম করবে এটা মেনে নেয়া যায় না। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস নিম্নমানের মালামাল দিয়ে ঢালাইকৃত অংশ ভেঙ্গে দিয়ে বালু ও পাথর সাইড থেকে অপসারন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে তিনি জানান, ব্রিজ নির্মাণ কাজের দায়িত্বে অবহেলার কারনে উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম,কার্য সহকারী আমিন মিয়া ও মামুন মিয়াকে শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ , ১৬ বৈশাখ ১৪২৮ ১৬ রমজান ১৪৪২

নিম্নমানের সামগ্রীতে সেতু কাজ বন্ধ করলেন জনতা

প্রতিনিধি, ধোবাউড়া (ময়মনসিংহ)

image

ময়মনসিংহের ধোবাউড়ায় ব্রিজ নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। গত মঙ্গলবার বিকালে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নে কালিকাবাড়ি গ্রামে শশী খালের উপর নির্মাণাধীন ব্রিজে এ ঘটনা ঘটে। ধোবাউড়ার সীমান্ত এলাকায় অবস্থিত শশী খালের উপর ১৩০ ফুট দৈর্ঘ্যের ব্রিজ নির্মাণের জন্য প্রায় ৫ কোটি টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি) বিভাগ। এসআরএস কন্সট্রাকশান নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান উক্ত নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ব্রিজটির ফাইলিং এবং পিলার নির্মানের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে দুই পার্শ্বের গাইড ওয়াল নির্মানের কাজ চলমান রয়েছে। মঙ্গলবার বিকালে মাটি মিশ্রিত সুরকি ও নিম্ন মানের বালু দিয়ে ঢালাইয়ের কাজ শুরু করলে প্রতিবাদ করেন স্থানীয় জনতা। এসময় স্থানীয় বাসিন্দা রতন উক্ত কাজের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড দেয়। ভিডিও চিত্রটি সাথে সাথে ভাইরাল হয়। ভিডিও চিত্রটিতে উপজেলা প্রকৌশল অফিসের কার্য-সহকারী মামুন মিয়াকে ভিডিও ধারনকারী ব্যক্তির সাথে বাকবিতন্ডায় জড়াতে দেখা যায়। এক পর্যায়ে উপস্থিত জনতার প্রতিবাদে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেয়। ভিডিওটি ময়মনসিংহের এলজিইডির নির্বাহী প্রকৌশলী শহীদুজ্জামানের দৃষ্টিগোচর হয়। প্রকৌশলী শহিদুজ্জামান ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এ ধরনের ঘটনা কাম্য নয়, আমি উপজেলা প্রকৌশলীকে ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। ঘটনাস্থলে উপস্থিত ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল নায়েক বলেন, শেখ হাসিনার সরকার কোটি কোটি টাকা দিবে উন্নয়নের জন্য, আর এলজিইডির লোকজন ঠিকাদারের সাথে আতাত করে অনিয়ম করে সরকারের দুর্নাম করবে এটা মেনে নেয়া যায় না। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় উপজেলা প্রকৌশলী শাহিনুর ফেরদৌস নিম্নমানের মালামাল দিয়ে ঢালাইকৃত অংশ ভেঙ্গে দিয়ে বালু ও পাথর সাইড থেকে অপসারন করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ ব্যাপারে তিনি জানান, ব্রিজ নির্মাণ কাজের দায়িত্বে অবহেলার কারনে উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম,কার্য সহকারী আমিন মিয়া ও মামুন মিয়াকে শোকজ করা হয়েছে।