রাজধানীসহ সারাদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, মায়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন স্থানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ভূমিকম্পের মাত্রা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া না গেলেও আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৬.২।

জি নিউজের খবরে বলা হয়েছে, কলকাতা, আসামসহ বেশ কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উৎপত্তিস্থল গুয়াহাটি থেকে ১৬০ কিমি উত্তর পূর্বের শোনিতপুর। উপকেন্দ্র আসামের তেজপুর। রিখটার স্কেলে মাত্রা ৬.৪। প্রায় ২৭ সেকেন্ড কলকাতায় স্থায়িত্ব হয় কম্পন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্বিক জরিপ বিভাগ জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। এর আগে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছিল ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এছাড়া মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরই সামাজিক মাধ্যমে অনেকেই এ নিয়ে পোস্ট করছেন। এদিকে বাংলাদেশের সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনূভূত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিতÑ সিলেট প্রতিনিধি জানান, সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল সকাল ৮টা ২১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ২। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের গুহাটির প্রত্যন্তাঞ্চল জেটিয়াজুলিতে। কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ভারতের গুহাটির প্রত্যন্তাঞ্চল জেটিয়াজুলি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। কয়েক সেকেন্ডের ভূমিকম্পটি সিলেট থেকে উত্তর দিকে উৎপত্তি ছিল।

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ , ১৬ বৈশাখ ১৪২৮ ১৬ রমজান ১৪৪২

রাজধানীসহ সারাদেশে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে এ ভূমিকম্প হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, মায়ানমার, ভুটান ও চীনের বিভিন্ন স্থানেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। ভূমিকম্পের মাত্রা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া না গেলেও আন্তর্জাতিক ওয়েবসাইট ভলকানো জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল রিকটার স্কেলে ৬.২।

জি নিউজের খবরে বলা হয়েছে, কলকাতা, আসামসহ বেশ কয়েকটি স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উৎপত্তিস্থল গুয়াহাটি থেকে ১৬০ কিমি উত্তর পূর্বের শোনিতপুর। উপকেন্দ্র আসামের তেজপুর। রিখটার স্কেলে মাত্রা ৬.৪। প্রায় ২৭ সেকেন্ড কলকাতায় স্থায়িত্ব হয় কম্পন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভূতাত্বিক জরিপ বিভাগ জানিয়েছে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.০। এর আগে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র জানিয়েছিল ভূমিকম্পের মাত্রা ছিল ৬.২।

আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা ৫৪ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয় উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং প্রভৃতি জেলায়। কেঁপে ওঠে পায়ের তলার মাটি। এছাড়া মালদা, মুর্শিদাবাদ ও দক্ষিণবঙ্গের কিছু জেলাতেও কম্পন অনুভব করেন বাসিন্দারা।

ভূমিকম্প অনুভূত হওয়ার পরই সামাজিক মাধ্যমে অনেকেই এ নিয়ে পোস্ট করছেন। এদিকে বাংলাদেশের সিলেটসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনূভূত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিতÑ সিলেট প্রতিনিধি জানান, সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল সকাল ৮টা ২১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ২। কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের গুহাটির প্রত্যন্তাঞ্চল জেটিয়াজুলিতে। কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ভারতের গুহাটির প্রত্যন্তাঞ্চল জেটিয়াজুলি এলাকায় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। কয়েক সেকেন্ডের ভূমিকম্পটি সিলেট থেকে উত্তর দিকে উৎপত্তি ছিল।