নবাবগঞ্জ বাসস্ট্যান্ডে আগুন, পুড়েছে ৯টি বাস

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ৯টি বাস। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। এসময় বাসস্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। আগুনে বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়স্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ তাৎক্ষণাৎ জানা সম্ভব হয়নি। নবাবগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন, অগ্নিকা-ে পার্কিং করে রাখা বাস ও কিছু দোকান পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ , ১৬ বৈশাখ ১৪২৮ ১৬ রমজান ১৪৪২

নবাবগঞ্জ বাসস্ট্যান্ডে আগুন, পুড়েছে ৯টি বাস

নিজস্ব বার্তা পরিবেশক

image

নবাবগঞ্জ বাসস্ট্যান্ডে আগুনে পোড়া বাস -সংবাদ

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজার বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে পুড়ে গেছে অন্তত ৯টি বাস। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসস্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত। এসময় বাসস্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের কয়েকটি বাস রাখা ছিল। আগুনে বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়স্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন লাগার কারণ তাৎক্ষণাৎ জানা সম্ভব হয়নি। নবাবগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন, অগ্নিকা-ে পার্কিং করে রাখা বাস ও কিছু দোকান পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি।