হেফাজত নেতা কাশেমী গ্রেপ্তার

সম্প্রতি রাজধানীসহ দেশব্যাপী জ্বালাও-পোড়াওয়ে সশরীরে নেতৃত্ব দেয়ার ও ২০১৩ সালে মতিঝিলে তাণ্ডবে অভিযোগে হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বিকেলে সোয়া ৫টার দিকে রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিবির ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ জানান, হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন গ্রেপ্তার মাহমুদ কাশেমী। ডিবি ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের লিডার মো. আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিসির দাবি সম্প্রতি দেশব্যাপী হেফাজতে ইসলামের আন্দোলনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে নেতৃত্ব দেন গ্রেপ্তার কাশেমী। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ , ১৬ বৈশাখ ১৪২৮ ১৬ রমজান ১৪৪২

হেফাজত নেতা কাশেমী গ্রেপ্তার

নিজস্ব বার্তা পরিবেশক

সম্প্রতি রাজধানীসহ দেশব্যাপী জ্বালাও-পোড়াওয়ে সশরীরে নেতৃত্ব দেয়ার ও ২০১৩ সালে মতিঝিলে তাণ্ডবে অভিযোগে হেফাজতে ইসলামের নেতা হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে (৪৩) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বিকেলে সোয়া ৫টার দিকে রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।

ডিবির ওয়ারী বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ জানান, হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির কার্যকরী সদস্য ছিলেন গ্রেপ্তার মাহমুদ কাশেমী। ডিবি ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের লিডার মো. আজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিসির দাবি সম্প্রতি দেশব্যাপী হেফাজতে ইসলামের আন্দোলনের নামে রাজধানীর বিভিন্ন এলাকায় সহিংসতায় সশরীরে নেতৃত্ব দেন গ্রেপ্তার কাশেমী। এছাড়া ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে ভয়াবহ সহিংসতায় নেতৃত্ব দিয়েছিলেন তিনি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।