ভয়াবহ করোনায় আজ শেষ অষ্টম দফা ভোট

২ মে ফলাফল, কোন বিজয় মিছিল নয়

পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ নির্বাচনের শেষ এবং অষ্টম দফা ভোট আজ বৃহস্পতিবার। বাকি চারটি রাজ্য কেরালা, তামিলনাড়ু, আসাম এবং পুদুচেরিতে বহু আগেই শেষ হয়েছে বিধানসভা নির্বাচন পর্ব কিন্তু বলাবাহুল্য গোটা দেশের নজর শুধু পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে দেশজুড়ে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা আক্রমণ। এর মধ্যেই আজ ভোটগ্রহণ হবে।

তাই কঠোরভাবে কোভিড-১৯ বিধি মেনে বাংলার শেষ দফার নির্বাচন হবে। কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে এ ব্যাপারে সতর্কতা জারিÑবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন।

আজ ভোট হবে কলকাতা, বীরভূম, মালদা ও মুর্শিদাবাদ মিলিয়ে চার জেলার ৩৫টি আসন। এর মধ্যে কলকাতার সাতটি, মালদা জেলায় ছয়টি মুর্শিদাবাদে ১১টি ও বীরভূম জেলায় ১১টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে। এর মধ্যে বিশেষ নজর থাকবে বীরভূমের দিকে। ওই জেলায় বেশিরভাগ বুথই সংবেদনশীল। তাই সেখানে ৬ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। এখানে মোট বুথের সংখ্যা ৩,৯০৮। এসব বুথে কড়া নজরদারি চালাবে নির্বাচন কমিশন।

এছাড়া কলকাতা উত্তরে ৯৫, মালদহে ১১০ এবং মুর্শিদাবাদে ২১২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। মালদহের মোট ১২টি আসনের মধ্যে ৬টি আসনে ভোট হবে। সেজন্য ২,০৭৩টি বুথ রাখা হয়েছে। মুর্শিদাবাদের ২২টির মধ্যে ভোট ১১টি আসনে। ওই জেলায় ৩,৭৯৬টি বুথ করা হয়েছে। কলকাতা উত্তরে ১১টি আসনের মধ্যে ৭টিতে ভোট হবে এখানে ২,০৮৩টি বুথ রয়েছে।

করোনা সংক্রমণে মৃত্যু হলো আরও এক প্রার্থীর। সোমবার রাতে মালদহের ইংরেজ বাজারের বাসিন্দা ও বৈষ্ণবনগর আসনের নির্দল প্রার্থী সমীর ঘোষের মৃত্যু হয়। জানা যায়, করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে আসা হয় কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় ফের তাকে মালদায় নিয়ে আসা হয়। সোমবার মালদহ হাসপাতালে মারা যান সমীর ঘোষ। বৃহস্পতিবার ভোট রয়েছে মালদহের ৬টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে বৈষ্ণবনগর কেন্দ্রটিও। এই নিয়ে করোনায় এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হলো ৪ প্রার্থীর । এদিকে কুচবিহারের শীতল কুচিতেও নির্বাচন হবে ২৯ এপ্রিল। সেখানে ইতিপূর্বে ভোট চলাকালে সহিংসতায় একজন ও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয় চারজন। ঘটনার পরে শীতলকুচি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

অষ্টম দফা নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচনের ফলপ্রকাশ হবে আগামী ২ মে। রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন- দেশজুড়ে এই চর্চা এখন তুঙ্গে। উল্লেখ্য, ভোট গণনায় বিজয়ী দল বা প্রার্থী বিজয় মিছিল করতে পারবে না। আবির বা কোন রং খেলতে পারবে না কেউ। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা আমান্যকারীকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করবে কমিশন।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে তৃণমূল প্রার্থী ও কলকাতার মেয়রকে শোকজ নোটিশ কমিশনের

বঙ্গ রাজনীতিতে ফের কুকথা। বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে কুকথার অভিযোগে এবার শোকজের মুখে পড়লেন কলকতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলেছে কমিশন। তার বিরুদ্ধে আগেই কমিশনে অভিযোগ দায়ের হয়েছিল।

ভোটের দিন তিনি প্রচারে বেরিয়ে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে অশ্লীল ভাষায় গালাগাল করে। তার এই বেফাঁস মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কমিশনে নালিশ করে বিজেপি। বিজেপির দাবি, ওই ভিডিওতে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করতে বলেছে ফিরহাদ। তাই ফিরহাদের প্রচারে নিষেধাজ্ঞা জারি হোক, না হলে ফের শীতলকুচির মতো ঘটনা ঘটবে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার রাজ্যে বিদায়ী মন্ত্রীকে শোকজ করল কমিশন।

অবশ্য ওই ভিডিওটিকে ‘ফেক’ দাবি করে ফিরহাদ হাকিম বলেন, ‘প্রত্যেকবার ইলেকশনের আগে একটা করে এমন ফেক ভিডিও বিজেপির। এদিকে অষ্টম দফায় বীরভূমে ভোটের আগে মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে অবশেষে নজরবন্দী করল কমিশন। অনুব্রত মণ্ডল ভোটের আগে থেকেই খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে এবং বিরোধীদের বিরুদ্ধে অব্যাহত অশালীন মন্তব্য করেন।

প্রায় এক কোটি অবৈধ টাকা উদ্ধার

শেষ দফা ভোটের আগে কলকাতা থেকে পৌনে এক কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া টাকা বহনকারী পাঁচজনকেও আটক করেছে পুলিশ।

নির্বাচনের আগে এরা কাকে এবং কী উদ্দেশ্যে এই বিশাল অঙ্কের টাকা দিতে নিয়ে যাচ্ছিল সে সম্পর্কে তাদের কাছ থেকে কোন সদুত্তর পায়নি পুলিশ। এই টাকা নির্বাচনে ব্যবহার করা হতো কিনা, তা জানতে এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের সন্দেহ, এদের কাছে টাকা পাওয়া গেলেও এর পেছনে রয়েছে অন্য কোন রাঘববোয়াল।

বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১ , ১৬ বৈশাখ ১৪২৮ ১৬ রমজান ১৪৪২

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

ভয়াবহ করোনায় আজ শেষ অষ্টম দফা ভোট

২ মে ফলাফল, কোন বিজয় মিছিল নয়

দীপক মুখার্জী, কলকাতা

পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ নির্বাচনের শেষ এবং অষ্টম দফা ভোট আজ বৃহস্পতিবার। বাকি চারটি রাজ্য কেরালা, তামিলনাড়ু, আসাম এবং পুদুচেরিতে বহু আগেই শেষ হয়েছে বিধানসভা নির্বাচন পর্ব কিন্তু বলাবাহুল্য গোটা দেশের নজর শুধু পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে দেশজুড়ে ভয়ঙ্কর আকার নিয়েছে করোনা আক্রমণ। এর মধ্যেই আজ ভোটগ্রহণ হবে।

তাই কঠোরভাবে কোভিড-১৯ বিধি মেনে বাংলার শেষ দফার নির্বাচন হবে। কমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে এ ব্যাপারে সতর্কতা জারিÑবিধি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন।

আজ ভোট হবে কলকাতা, বীরভূম, মালদা ও মুর্শিদাবাদ মিলিয়ে চার জেলার ৩৫টি আসন। এর মধ্যে কলকাতার সাতটি, মালদা জেলায় ছয়টি মুর্শিদাবাদে ১১টি ও বীরভূম জেলায় ১১টি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ হবে। এর মধ্যে বিশেষ নজর থাকবে বীরভূমের দিকে। ওই জেলায় বেশিরভাগ বুথই সংবেদনশীল। তাই সেখানে ৬ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। এখানে মোট বুথের সংখ্যা ৩,৯০৮। এসব বুথে কড়া নজরদারি চালাবে নির্বাচন কমিশন।

এছাড়া কলকাতা উত্তরে ৯৫, মালদহে ১১০ এবং মুর্শিদাবাদে ২১২ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে। মালদহের মোট ১২টি আসনের মধ্যে ৬টি আসনে ভোট হবে। সেজন্য ২,০৭৩টি বুথ রাখা হয়েছে। মুর্শিদাবাদের ২২টির মধ্যে ভোট ১১টি আসনে। ওই জেলায় ৩,৭৯৬টি বুথ করা হয়েছে। কলকাতা উত্তরে ১১টি আসনের মধ্যে ৭টিতে ভোট হবে এখানে ২,০৮৩টি বুথ রয়েছে।

করোনা সংক্রমণে মৃত্যু হলো আরও এক প্রার্থীর। সোমবার রাতে মালদহের ইংরেজ বাজারের বাসিন্দা ও বৈষ্ণবনগর আসনের নির্দল প্রার্থী সমীর ঘোষের মৃত্যু হয়। জানা যায়, করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে আসা হয় কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় ফের তাকে মালদায় নিয়ে আসা হয়। সোমবার মালদহ হাসপাতালে মারা যান সমীর ঘোষ। বৃহস্পতিবার ভোট রয়েছে মালদহের ৬টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে বৈষ্ণবনগর কেন্দ্রটিও। এই নিয়ে করোনায় এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হলো ৪ প্রার্থীর । এদিকে কুচবিহারের শীতল কুচিতেও নির্বাচন হবে ২৯ এপ্রিল। সেখানে ইতিপূর্বে ভোট চলাকালে সহিংসতায় একজন ও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয় চারজন। ঘটনার পরে শীতলকুচি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল।

অষ্টম দফা নির্বাচন শেষ হওয়ার পরে নির্বাচনের ফলপ্রকাশ হবে আগামী ২ মে। রাজ্যে পরিবর্তন না প্রত্যাবর্তন- দেশজুড়ে এই চর্চা এখন তুঙ্গে। উল্লেখ্য, ভোট গণনায় বিজয়ী দল বা প্রার্থী বিজয় মিছিল করতে পারবে না। আবির বা কোন রং খেলতে পারবে না কেউ। নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা আমান্যকারীকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করবে কমিশন।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে তৃণমূল প্রার্থী ও কলকাতার মেয়রকে শোকজ নোটিশ কমিশনের

বঙ্গ রাজনীতিতে ফের কুকথা। বিজেপি ও কেন্দ্রীয় বাহিনী বিরুদ্ধে কুকথার অভিযোগে এবার শোকজের মুখে পড়লেন কলকতা বন্দর কেন্দ্রের তৃণমূল প্রার্থী মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলেছে কমিশন। তার বিরুদ্ধে আগেই কমিশনে অভিযোগ দায়ের হয়েছিল।

ভোটের দিন তিনি প্রচারে বেরিয়ে বিজেপি ও কেন্দ্রীয় বাহিনীকে অশ্লীল ভাষায় গালাগাল করে। তার এই বেফাঁস মন্তব্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কমিশনে নালিশ করে বিজেপি। বিজেপির দাবি, ওই ভিডিওতে কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করতে বলেছে ফিরহাদ। তাই ফিরহাদের প্রচারে নিষেধাজ্ঞা জারি হোক, না হলে ফের শীতলকুচির মতো ঘটনা ঘটবে। সেই অভিযোগের ভিত্তিতেই এবার রাজ্যে বিদায়ী মন্ত্রীকে শোকজ করল কমিশন।

অবশ্য ওই ভিডিওটিকে ‘ফেক’ দাবি করে ফিরহাদ হাকিম বলেন, ‘প্রত্যেকবার ইলেকশনের আগে একটা করে এমন ফেক ভিডিও বিজেপির। এদিকে অষ্টম দফায় বীরভূমে ভোটের আগে মঙ্গলবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহভাজন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে অবশেষে নজরবন্দী করল কমিশন। অনুব্রত মণ্ডল ভোটের আগে থেকেই খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে এবং বিরোধীদের বিরুদ্ধে অব্যাহত অশালীন মন্তব্য করেন।

প্রায় এক কোটি অবৈধ টাকা উদ্ধার

শেষ দফা ভোটের আগে কলকাতা থেকে পৌনে এক কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া টাকা বহনকারী পাঁচজনকেও আটক করেছে পুলিশ।

নির্বাচনের আগে এরা কাকে এবং কী উদ্দেশ্যে এই বিশাল অঙ্কের টাকা দিতে নিয়ে যাচ্ছিল সে সম্পর্কে তাদের কাছ থেকে কোন সদুত্তর পায়নি পুলিশ। এই টাকা নির্বাচনে ব্যবহার করা হতো কিনা, তা জানতে এদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের সন্দেহ, এদের কাছে টাকা পাওয়া গেলেও এর পেছনে রয়েছে অন্য কোন রাঘববোয়াল।