তিন জেলায় করোনায় মৃত্যু ২ শনাক্ত ২০

কিশোরগঞ্জে শনাক্ত ১৬

কিশোরগঞ্জে দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন নতুন ২১ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, গত বুধবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১২টি, পুরনো ৬ রোগীর নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় নতুন ৪টি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর ও ভৈরবে ৪ জন করে, কটিয়াদীতে ৩ জন, পাকুন্দিয়ায় ২ জন, আর হোসেনপুর, তাড়াইল ও নিকলীতে একজন করে। আর সুস্থ হয়েছেন সদরে ১৪ জন, ভৈরবে ৬ জন, আর কুলিয়ারচরে একজন। ফলে গত বুধবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৩৬২ জন।

রাজশাহীতে মৃত্যু ২

রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৪৫৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭৩ জনের। এদিন নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৭ হাজার ৩৮৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৭৬৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৬৩ জন, নওগাঁ ১৯৭৮ জন, নাটোর ১৫১৯ জন, জয়পুরহাট ১৫৭৪ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৭৮৫ জন, সিরাজগঞ্জ ৩৩৫০ জন ও পাবনা জেলায় ২৫১৩ জন।

মৃত্যু হওয়া ৪৭৩ জনের মধ্যে রাজশাহী ৬৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৮ জন, নওগাঁ ৩৩ জন, নাটোর ১৭ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৯০ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ৩৫০ জন।

চুনারুঘাটে শনাক্ত ৪

হবিগঞ্জের চুনারুঘাটে নতুন করে ৪ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। গত বুধবার রাতের রিপোর্টে এ তথ্য এসেছে বলে জানিয়েছেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন। তিনি বলেন, এ নিয়ে সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯০ জন, নতুন সুস্থ হয়েছেন ২জন, সর্বমোট সুস্থ হয়েছেন ২৭৪ জন, আইসোলেসনে আছেন ১৫ জন, মৃত্যু হয়েছে ১ জনের। ডা. মোজাম্মেল হোসেন উপজেলাবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পেয়েছে। যে কারণে সর্দি, কাশি, জ্বর,গলাব্যথা, শ্বাসকষ্ট, নাকে গন্ধ না পাওয়া ইত্যাদি যে কোন একটি উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনা পরীক্ষা করান এবং রিপোর্ট না আসা পর্যন্ত আলাদা থাকুন। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন।

শনিবার, ০১ মে ২০২১ , ১৯ বৈশাখ ১৪২৮ ১৯ রমজান ১৪৪২

তিন জেলায় করোনায় মৃত্যু ২ শনাক্ত ২০

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ, প্রতিনিধি, রাজশাহী, চুনারুঘাট (হবিগঞ্জ)

কিশোরগঞ্জে শনাক্ত ১৬

কিশোরগঞ্জে দু’টি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন নতুন ২১ জন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান জানিয়েছেন, গত বুধবার সৈয়দ নজরুল মেডিকেল কলেজ ল্যাবে ৯৪টি নমুনা পরীক্ষায় নতুন ১২টি, পুরনো ৬ রোগীর নমুনা এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা একজনের নমুনা পজিটিভ হয়েছে। জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ল্যাবে ৮৭টি নমুনা পরীক্ষায় নতুন ৪টি এবং অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে আসা ৩ জনের নমুনা পজিটিভ হয়েছে। আক্রান্তদের মধ্যে সদর ও ভৈরবে ৪ জন করে, কটিয়াদীতে ৩ জন, পাকুন্দিয়ায় ২ জন, আর হোসেনপুর, তাড়াইল ও নিকলীতে একজন করে। আর সুস্থ হয়েছেন সদরে ১৪ জন, ভৈরবে ৬ জন, আর কুলিয়ারচরে একজন। ফলে গত বুধবার জেলায় করোনায় চিকিৎসাধীন ছিলেন মোট ৩৬২ জন।

রাজশাহীতে মৃত্যু ২

রাজশাহী বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১২৯ জনের। এ নিয়ে বিভাগে করোনা শনাক্তের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৪৫৯ জনে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৭৩ জনের। এদিন নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ২৭ হাজার ৩৮৭ জন সুস্থ হয়েছে। এরমধ্যে রাজশাহী জেলায় ৭৭৬৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ৯৬৩ জন, নওগাঁ ১৯৭৮ জন, নাটোর ১৫১৯ জন, জয়পুরহাট ১৫৭৪ জন, বগুড়া জেলায় ১১ হাজার ৭৮৫ জন, সিরাজগঞ্জ ৩৩৫০ জন ও পাবনা জেলায় ২৫১৩ জন।

মৃত্যু হওয়া ৪৭৩ জনের মধ্যে রাজশাহী ৬৭ জন, চাঁপাইনবাগঞ্জে ১৮ জন, নওগাঁ ৩৩ জন, নাটোর ১৭ জন, জয়পুরহাট ১১ জন, বগুড়া ২৯০ জন, সিরাজগঞ্জ ২৩ জন ও পাবনায় ১৪ জন। মোট হোম কোয়ারেন্টাইনে ছিল ৭০ হাজার ৩৫০ জন।

চুনারুঘাটে শনাক্ত ৪

হবিগঞ্জের চুনারুঘাটে নতুন করে ৪ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে। গত বুধবার রাতের রিপোর্টে এ তথ্য এসেছে বলে জানিয়েছেন চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন। তিনি বলেন, এ নিয়ে সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ২৯০ জন, নতুন সুস্থ হয়েছেন ২জন, সর্বমোট সুস্থ হয়েছেন ২৭৪ জন, আইসোলেসনে আছেন ১৫ জন, মৃত্যু হয়েছে ১ জনের। ডা. মোজাম্মেল হোসেন উপজেলাবাসীর কাছে আহ্বান জানিয়ে বলেন, করোনা সংক্রমণ আবারও বৃদ্ধি পেয়েছে। যে কারণে সর্দি, কাশি, জ্বর,গলাব্যথা, শ্বাসকষ্ট, নাকে গন্ধ না পাওয়া ইত্যাদি যে কোন একটি উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে করোনা পরীক্ষা করান এবং রিপোর্ট না আসা পর্যন্ত আলাদা থাকুন। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করুন।