আজ গাজীপুরে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ইত্যাদি’র গাজীপুরে ধারণকৃত পর্বটি প্রচারিত হবে। এই পর্বটি ২০১৫ সালের ১৮ এপ্রিল গাজীপুর জেলার সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। এই ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় আলী আকবর রুপুর সুরে গানটি গেয়েছেন সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদার। এছাড়াও রয়েছে আনসার বাহিনীর সুসজ্জিত ব্যান্ড দলের দেড় শতাধিক যন্ত্রশিল্পীর পরিবেশনায় যন্ত্রসঙ্গীত। রয়েছে ঈত্যাদির নিয়মিত পর্ব- মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

শনিবার, ০১ মে ২০২১ , ১৯ বৈশাখ ১৪২৮ ১৯ রমজান ১৪৪২

আজ গাজীপুরে ধারণকৃত ‘ইত্যাদি’র পুনঃপ্রচার

বিনোদন প্রতিবেদক |

image

আজ শনিবার রাত ৮টা ৫০ মিনিটে ইত্যাদি’র গাজীপুরে ধারণকৃত পর্বটি প্রচারিত হবে। এই পর্বটি ২০১৫ সালের ১৮ এপ্রিল গাজীপুর জেলার সফিপুরে অবস্থিত আনসার একাডেমিতে কয়েক হাজার দর্শক নিয়ে ধারণ করা হয়। ইত্যাদি’র এই পর্বে রয়েছে বেশ কয়েকটি সামাজিক, শিক্ষামূলক ও অনুসন্ধানী প্রতিবেদন। এই ইত্যাদিতে মূল গান রয়েছে একটি। মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় আলী আকবর রুপুর সুরে গানটি গেয়েছেন সামিনা চৌধুরী ও বাপ্পা মজুমদার। এছাড়াও রয়েছে আনসার বাহিনীর সুসজ্জিত ব্যান্ড দলের দেড় শতাধিক যন্ত্রশিল্পীর পরিবেশনায় যন্ত্রসঙ্গীত। রয়েছে ঈত্যাদির নিয়মিত পর্ব- মামা-ভাগ্নে, নানী-নাতি, চিঠিপত্রসহ বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে বেশ কয়েকটি বিদ্রুপাত্মক নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ। যথারীতি এবারও ‘ইত্যাদি’ স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।