সিলেটে হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে হেফাজতে ইসলামের নেতা মুফতি মাসউদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুফতি মাসউদ জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক। তিনি শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিমের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, ১৯ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে রাত ১০টার দিকে জকিগঞ্জের শাহগলী এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ ২০ এপ্রিল নাশকতার চেষ্টা, জনমনে ভয়ভীতি প্রদর্শন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ওই মামলাতেই মুফতি মাসউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কাসেম বলেন, ২০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হেফাজতের নায়েবে আমির কারাগারে

নিজস্ব বার্তা পরিবেশক জানায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলায় তদন্ত কর্মকর্তা আসামি আবদুল কাদেরকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

শনিবার, ০১ মে ২০২১ , ১৯ বৈশাখ ১৪২৮ ১৯ রমজান ১৪৪২

সিলেটে হেফাজত নেতা মুফতি মাসউদ গ্রেপ্তার

প্রতিনিধি, সিলেট

সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে হেফাজতে ইসলামের নেতা মুফতি মাসউদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে উপজেলার বরহাল কচুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুফতি মাসউদ জকিগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক। তিনি শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিমের দায়িত্বে ছিলেন।

পুলিশ জানায়, ১৯ এপ্রিল হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের প্রতিবাদে রাত ১০টার দিকে জকিগঞ্জের শাহগলী এলাকায় বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশ ২০ এপ্রিল নাশকতার চেষ্টা, জনমনে ভয়ভীতি প্রদর্শন ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে। ওই মামলাতেই মুফতি মাসউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কাসেম বলেন, ২০ এপ্রিল বিশেষ ক্ষমতা আইনে পুলিশের করা মামলায় মাওলানা মুফতি মাসউদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হেফাজতের নায়েবে আমির কারাগারে

নিজস্ব বার্তা পরিবেশক জানায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মামলায় তদন্ত কর্মকর্তা আসামি আবদুল কাদেরকে রিমান্ড শেষে আদালতে হাজির করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২৪ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।