সরিষাবাড়ীতে মাদ্রাসার দেড় কোটি টাকার ভূমি জবর দখলের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আরামনগর কামিল মাদ্রাসার দেড় কোটি টাকার ভূমি জবর দখলের অভিযোগ তুলেছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতনমহল। গত শুক্রবার আরামনগর বাজার আতা ডাক্তারের কলোনির সামনে এ ভূমি জবর দখলের ঘটনা ঘটেছে।

আরামনগর কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর কামিল মাদ্রাসার নামীয় ভুরার বাড়ি মৌজার ১০ শতাংশ ভূমির রেকর্ডীয় মালিক। উক্ত জমিটি স্থানীয় আরামনগর বাজার এলাকার মরহুম আজাহার আলীর ছেলে হামিদুর রহমান পংখু জবর দখল করে মাটি কেটে উচু করার কাজ গত শুক্রবার শেষ করেছেন। মাদ্রাসার নামীয় ভূমি প্রভাবশালী জাহাঙ্গীর আলম এর অর্থের জোরে জবর দখল করে নেয়ায় স্থানীয় সচেতনমহলের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

এ ব্যাপারে আরামনগর কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মানু জানান, জমিটি আমাদের মাদ্রাসার নামে। ওই জমিটি হামিদুর রহমান পংখু মাটি কেটে ভিটে করেছে। ওই ভিটায় যাতে কোন স্থাপনা করতে না পারে সেজন্য বাধা দিয়েছি। এ বিষয়টি নিয়ে মাদ্রাসার সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

জানতে চাইলে ভূমি জবর দখলকারী হামিদুর রহমান এর মোবাইল ফোনে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সোমবার, ০৩ মে ২০২১ , ২১ বৈশাখ ১৪২৮ ২১ রমজান ১৪৪২

সরিষাবাড়ীতে মাদ্রাসার দেড় কোটি টাকার ভূমি জবর দখলের অভিযোগ

প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার আরামনগর কামিল মাদ্রাসার দেড় কোটি টাকার ভূমি জবর দখলের অভিযোগ তুলেছেন স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতনমহল। গত শুক্রবার আরামনগর বাজার আতা ডাক্তারের কলোনির সামনে এ ভূমি জবর দখলের ঘটনা ঘটেছে।

আরামনগর কামিল মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর কামিল মাদ্রাসার নামীয় ভুরার বাড়ি মৌজার ১০ শতাংশ ভূমির রেকর্ডীয় মালিক। উক্ত জমিটি স্থানীয় আরামনগর বাজার এলাকার মরহুম আজাহার আলীর ছেলে হামিদুর রহমান পংখু জবর দখল করে মাটি কেটে উচু করার কাজ গত শুক্রবার শেষ করেছেন। মাদ্রাসার নামীয় ভূমি প্রভাবশালী জাহাঙ্গীর আলম এর অর্থের জোরে জবর দখল করে নেয়ায় স্থানীয় সচেতনমহলের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

এ ব্যাপারে আরামনগর কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান মানু জানান, জমিটি আমাদের মাদ্রাসার নামে। ওই জমিটি হামিদুর রহমান পংখু মাটি কেটে ভিটে করেছে। ওই ভিটায় যাতে কোন স্থাপনা করতে না পারে সেজন্য বাধা দিয়েছি। এ বিষয়টি নিয়ে মাদ্রাসার সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

জানতে চাইলে ভূমি জবর দখলকারী হামিদুর রহমান এর মোবাইল ফোনে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।