বাঁশখালীতে সাবেক মেম্বার হত্যায় ৬ আসামি রিমান্ডে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে সাবেক ইউপি সদস্য খুনের মামলায় ৬ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার (২ এপ্রিল) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা বাহারছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন মামলার আটককৃত ৬ আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত সকল আসামিদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন, পূর্ব চাপাছড়ি ৯নং ওয়ার্ড এলাকার মৃত আবু আহমদের ছেলে মো. নাছির (৩৫), মৃত হোছাইন আহমদের ছেলে মিজানুর রহমান (২৫), শফিক আহমদের ছেলে মোজাম্মেল হোসেন (২২), মৃত আবদুল জলিলের ছেলে শমশুল আলম (৫৫), মৃত ডা. নুর মোহাম্মদের ছেলে ছাদুর রশীদ (৩৫) ও ডোংরা এলাকার আবদুল মালেকের ছেলে জসান (২২)। মামলার বাদী খালেদা বেগম বলেন, ‘মামলার আসামিরা আমার স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে। তারা আমার স্বামীকে খুন করে ক্ষান্ত হয়নি। এখন মামলা তুলে নিতে আমাদের পরিবারের সদস্যদেরও খুন জখমের হুমকি ধমকি দিচ্ছে। আমার স্বামীর হত্যার ইন্ধনদাতা রাঘব বোয়ালরা আসামিদের ছাড়িয়ে আনতে তৎপরতা চালাচ্ছে। আমি প্রশাসনের নিকট আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

সোমবার, ০৩ মে ২০২১ , ২১ বৈশাখ ১৪২৮ ২১ রমজান ১৪৪২

বাঁশখালীতে সাবেক মেম্বার হত্যায় ৬ আসামি রিমান্ডে

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় দুই পা কেটে শরীর থেকে বিচ্ছিন্ন করে সাবেক ইউপি সদস্য খুনের মামলায় ৬ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন বাঁশখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রবিবার (২ এপ্রিল) সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা বাহারছড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন মামলার আটককৃত ৬ আসামিকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত সকল আসামিদের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুরকৃত আসামিরা হলেন, পূর্ব চাপাছড়ি ৯নং ওয়ার্ড এলাকার মৃত আবু আহমদের ছেলে মো. নাছির (৩৫), মৃত হোছাইন আহমদের ছেলে মিজানুর রহমান (২৫), শফিক আহমদের ছেলে মোজাম্মেল হোসেন (২২), মৃত আবদুল জলিলের ছেলে শমশুল আলম (৫৫), মৃত ডা. নুর মোহাম্মদের ছেলে ছাদুর রশীদ (৩৫) ও ডোংরা এলাকার আবদুল মালেকের ছেলে জসান (২২)। মামলার বাদী খালেদা বেগম বলেন, ‘মামলার আসামিরা আমার স্বামীকে নৃশংসভাবে কুপিয়ে শরীর থেকে দুই পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে। তারা আমার স্বামীকে খুন করে ক্ষান্ত হয়নি। এখন মামলা তুলে নিতে আমাদের পরিবারের সদস্যদেরও খুন জখমের হুমকি ধমকি দিচ্ছে। আমার স্বামীর হত্যার ইন্ধনদাতা রাঘব বোয়ালরা আসামিদের ছাড়িয়ে আনতে তৎপরতা চালাচ্ছে। আমি প্রশাসনের নিকট আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’