সব ভার্চুয়াল কোর্ট খুলে দিলে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়বে

প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনার এই পরিস্থিতিতে যদি হাইকোর্টের সব বেঞ্চ ভার্চুয়ালি খুলে দেয়া হয় তাহলে প্রতিদিন অন্তত তিন হাজার লোকের সমাগম হবে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে। গতকাল আপিল বিভাগে পেট্রোবাংলা বনাম সুজাত আলী মামলার শুনানির সময় প্রধান বিচারপতি এ আশঙ্কার কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, ঢাকা জজ কোর্টে দেখলাম হাজার হাজার লোক। সবাই গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো। আমার কাছে ভিডিওটি এখনও আছে। আমরা কী করব? আমরা যদি ভার্চুয়ালি সব কোর্ট ওপেন করি, আমাদের এখানেও প্রতিদিন অন্তত তিন হাজার লোকের সমাগম হবে। কোর্টের ভেতরে জায়গা হয় না। মানুষ ঈদগাহ মাঠে, কোর্টের বিভিন্ন জায়গায় বসে থাকে।

এ সময় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, শনিবার ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে করোনায় একদিনে তিন জন অ্যাডভোকেট অন রেকর্ড মারা গেছেন। পরে আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আমরা এখন কী করব? আমরা তো চাই কোর্ট চলুক। মানুষের আরজেন্সি আছে। জরুরি বিষয়গুলো অবশ্যই শুনব। আপনারা ঢাকা কোর্টের ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন। সেদিন ঢাকা কোর্টে ৫০ হাজার লোক ছিল।

তিনি আরও বলেন, আমি তো চাই সব কোর্ট ভার্চুয়ালি চলুক। বাসায় বসে কোর্ট পরিচালনা করুক কিন্তু লোকজন যে চলে আসে। এফিডেভিট করতে আসবে, এটা করতে আসবে, সেটা করতে আসবে। আমাদের ল ইয়ারদেরও তো সাংঘাতিক অসুবিধা। পরে আদালত আপিল বিভাগের কার্যতালিকায় থাকা মামলার ওপর শুনানি শুরু করেন।

প্রসঙ্গত, চলমান লকডাউনের মাঝে সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের আর্থিক সংকটের কথা ভেবে ভার্চুয়াল আদালত সংখ্যা বাড়াতে বারবার আবেদন জানিয়ে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ও এর সদস্যরা।

আরও খবর
যে কোন উপায়ে হোক টিকা সংগ্রহ করা হবে
করোনা মহামারীর থাবায় দেশের বৃহত্তম তাঁতশিল্প হুমকির মুখে
যে কোন উপায়ে হোক টিকা সংগ্রহ করা হবে
সব ভার্চুয়াল কোর্ট খুলে দিলে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়বে প্রধান বিচারপতি
পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৫ দশমিক ৫ : সেতুমন্ত্রী
৪৩২টি সড়ক দুর্ঘটনা নিহত ৪৬৮
সড়কে ঝরলো একই পরিবারের ৪ জনসহ ৮
‘মাফিয়াচক্র’ নিয়ে দেশ চালাচ্ছে সরকার মির্জা ফখরুল
হত্যা মামলার আবেদন মুনিয়ার ভাইয়ের
কলেজছাত্রী মুনিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন
দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি উপজেলা চেয়ারম্যানের
ছাত্রদল ও হেফাজত নেতাসহ গ্রেপ্তার ৩
কর্মহীন পরিবারের মুড়ি আর পানি দিয়ে ইফতার, আলু সেদ্ধ খেয়ে সেহরি

সোমবার, ০৩ মে ২০২১ , ২১ বৈশাখ ১৪২৮ ২১ রমজান ১৪৪২

সব ভার্চুয়াল কোর্ট খুলে দিলে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়বে

প্রধান বিচারপতি

আদালত বার্তা পরিবেশক

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করোনার এই পরিস্থিতিতে যদি হাইকোর্টের সব বেঞ্চ ভার্চুয়ালি খুলে দেয়া হয় তাহলে প্রতিদিন অন্তত তিন হাজার লোকের সমাগম হবে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বাড়বে। গতকাল আপিল বিভাগে পেট্রোবাংলা বনাম সুজাত আলী মামলার শুনানির সময় প্রধান বিচারপতি এ আশঙ্কার কথা জানান।

প্রধান বিচারপতি বলেন, ঢাকা জজ কোর্টে দেখলাম হাজার হাজার লোক। সবাই গা ঘেঁষাঘেঁষি করে দাঁড়ানো। আমার কাছে ভিডিওটি এখনও আছে। আমরা কী করব? আমরা যদি ভার্চুয়ালি সব কোর্ট ওপেন করি, আমাদের এখানেও প্রতিদিন অন্তত তিন হাজার লোকের সমাগম হবে। কোর্টের ভেতরে জায়গা হয় না। মানুষ ঈদগাহ মাঠে, কোর্টের বিভিন্ন জায়গায় বসে থাকে।

এ সময় আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, শনিবার ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে করোনায় একদিনে তিন জন অ্যাডভোকেট অন রেকর্ড মারা গেছেন। পরে আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, আমরা এখন কী করব? আমরা তো চাই কোর্ট চলুক। মানুষের আরজেন্সি আছে। জরুরি বিষয়গুলো অবশ্যই শুনব। আপনারা ঢাকা কোর্টের ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন। সেদিন ঢাকা কোর্টে ৫০ হাজার লোক ছিল।

তিনি আরও বলেন, আমি তো চাই সব কোর্ট ভার্চুয়ালি চলুক। বাসায় বসে কোর্ট পরিচালনা করুক কিন্তু লোকজন যে চলে আসে। এফিডেভিট করতে আসবে, এটা করতে আসবে, সেটা করতে আসবে। আমাদের ল ইয়ারদেরও তো সাংঘাতিক অসুবিধা। পরে আদালত আপিল বিভাগের কার্যতালিকায় থাকা মামলার ওপর শুনানি শুরু করেন।

প্রসঙ্গত, চলমান লকডাউনের মাঝে সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। তবে বিচারপ্রার্থী ও আইনজীবীদের আর্থিক সংকটের কথা ভেবে ভার্চুয়াল আদালত সংখ্যা বাড়াতে বারবার আবেদন জানিয়ে আসছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ও এর সদস্যরা।