সড়কে ঝরলো একই পরিবারের ৪ জনসহ ৮

সিলেট ও পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৫ এবং পটুয়াখালীতে দুটি আলাদা দুর্ঘটনায় দুই মোটর আরোহী ও এক স্কুলছাত্র প্রাণ হারায়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

সিলেট : সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- জৈন্তাপুরের পাখিবিল গ্রামের সিএনজি অটোরিকশাচালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের শিশুসন্তান শাহাদত হোসেন, ৭ বছরের মেয়ে সাবিয়া বেগম ও মৃত জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)।

এছাড়া গুরুতর আহতরা হলেন- রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাশুর মো. জাকারিয়া (৫০) ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০)।

পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য একটি ট্রাক সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশে যাচ্ছিল। জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে যাওয়ার পর গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে ওঠার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

গুরুতর আহত আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী : পটুয়াখালীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক ও এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পৌনে ৬টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পখিয়া এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জয়ন্ত চন্দ্র (২৫) ও অপূর্ব ভূঁইয়া (২৪) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহত জয়ন্ত চন্দ্র পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া ইউনিয়নের চত্রা গ্রামের বঙ্কিম চন্দ্রের ছেলে এবং একই গ্রামের নেপাল ভূঁইয়ার ছেলে অপূর্ব ভূঁইয়া। তারা উভয়েই একে অপরের বন্ধু। অপরদিকে গত শনিবার রাত ৩টায় কলাপাড়া-বালিয়াতলী সড়কের ইটবাড়িয়া এলাকায় সিয়াম হোসেন আপন (১৪) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেয়ার পর সংকটাপন্ন হলে বরিশাল নেয়ার পথে সে মারা যায়। সিয়াম খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সে টিয়াখালী ইটবাড়িয়ার মাসুদ হোসেনের ছেলে।

পটুয়াখালী সদর থানার এসআই মিজানুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বরিশাল থেকে ফরাজি এন্টারপ্রাইজ নামে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন-১৯০০৬৭) কলাপাড়া উপজেলায় যাচ্ছিল। এ সময় জয়ন্ত ও অপূর্ব একটি মোটরসাইকেল যোগে গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে পখিয়া সড়ক এলাকা অতিক্রমকালে বিপরীত থেকে আসা ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সড়কের পাশে ছিটকে পরে দুজনই নিহত হয়। ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায় বলে দাবি করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, নিহতদের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং তারা একে অপরের বন্ধু বলে তাদের পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে। অন্যদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সিয়াম হোসেন আপন সেহরি খেতে ওই রাতে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে সে দুর্ঘটনায় মারা যায়।

আরও খবর
যে কোন উপায়ে হোক টিকা সংগ্রহ করা হবে
সব ভার্চুয়াল কোর্ট খুলে দিলে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়বে
করোনা মহামারীর থাবায় দেশের বৃহত্তম তাঁতশিল্প হুমকির মুখে
যে কোন উপায়ে হোক টিকা সংগ্রহ করা হবে
সব ভার্চুয়াল কোর্ট খুলে দিলে করোনা সংক্রমণ ঝুঁকি বাড়বে প্রধান বিচারপতি
পদ্মা সেতু প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৫ দশমিক ৫ : সেতুমন্ত্রী
৪৩২টি সড়ক দুর্ঘটনা নিহত ৪৬৮
‘মাফিয়াচক্র’ নিয়ে দেশ চালাচ্ছে সরকার মির্জা ফখরুল
হত্যা মামলার আবেদন মুনিয়ার ভাইয়ের
কলেজছাত্রী মুনিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন
দুর্নীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের হুমকি উপজেলা চেয়ারম্যানের
ছাত্রদল ও হেফাজত নেতাসহ গ্রেপ্তার ৩
কর্মহীন পরিবারের মুড়ি আর পানি দিয়ে ইফতার, আলু সেদ্ধ খেয়ে সেহরি

সোমবার, ০৩ মে ২০২১ , ২১ বৈশাখ ১৪২৮ ২১ রমজান ১৪৪২

সিলেট-পটুয়াখালী

সড়কে ঝরলো একই পরিবারের ৪ জনসহ ৮

সংবাদ ডেস্ক

সিলেট ও পটুয়াখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ২ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৫ এবং পটুয়াখালীতে দুটি আলাদা দুর্ঘটনায় দুই মোটর আরোহী ও এক স্কুলছাত্র প্রাণ হারায়। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য জানা গেছে।

সিলেট : সিলেটে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

নিহতরা হলেন- জৈন্তাপুরের পাখিবিল গ্রামের সিএনজি অটোরিকশাচালক হোসেন আহমদ (৩৫), একই উপজেলার রূপচেঙ গ্রামের মৃত জামাল আহমদের স্ত্রী সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের শিশুসন্তান শাহাদত হোসেন, ৭ বছরের মেয়ে সাবিয়া বেগম ও মৃত জামাল আহমদের বোন হাবিবুন্নেছা (৩৩)।

এছাড়া গুরুতর আহতরা হলেন- রূপচেঙ গ্রামের মৃত আরজান আলীর ছেলে ও নিহত সাদিয়া বেগমের ভাশুর মো. জাকারিয়া (৫০) ও জাকারিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪০)।

পুলিশ জানায়, পাথর পরিবহনের জন্য একটি ট্রাক সিলেট থেকে জাফলংয়ের উদ্দেশে যাচ্ছিল। জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে যাওয়ার পর গ্রামের ভেতরের রাস্তা থেকে একটি সিএনজি অটোরিকশা সিলেট-তামাবিল সড়কে ওঠার সময় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

গুরুতর আহত আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালী : পটুয়াখালীতে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুই যুবক ও এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পৌনে ৬টায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পখিয়া এলাকায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে জয়ন্ত চন্দ্র (২৫) ও অপূর্ব ভূঁইয়া (২৪) নামের দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহত জয়ন্ত চন্দ্র পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া ইউনিয়নের চত্রা গ্রামের বঙ্কিম চন্দ্রের ছেলে এবং একই গ্রামের নেপাল ভূঁইয়ার ছেলে অপূর্ব ভূঁইয়া। তারা উভয়েই একে অপরের বন্ধু। অপরদিকে গত শনিবার রাত ৩টায় কলাপাড়া-বালিয়াতলী সড়কের ইটবাড়িয়া এলাকায় সিয়াম হোসেন আপন (১৪) মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। তাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেয়ার পর সংকটাপন্ন হলে বরিশাল নেয়ার পথে সে মারা যায়। সিয়াম খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সে টিয়াখালী ইটবাড়িয়ার মাসুদ হোসেনের ছেলে।

পটুয়াখালী সদর থানার এসআই মিজানুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, বরিশাল থেকে ফরাজি এন্টারপ্রাইজ নামে একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ন-১৯০০৬৭) কলাপাড়া উপজেলায় যাচ্ছিল। এ সময় জয়ন্ত ও অপূর্ব একটি মোটরসাইকেল যোগে গলাচিপা থেকে পটুয়াখালী যাচ্ছিল। পথিমধ্যে পখিয়া সড়ক এলাকা অতিক্রমকালে বিপরীত থেকে আসা ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সড়কের পাশে ছিটকে পরে দুজনই নিহত হয়। ঘটনার পরপরই ট্রাকচালক ও হেলপার পালিয়ে যায় বলে দাবি করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ আরও জানায়, নিহতদের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে এবং তারা একে অপরের বন্ধু বলে তাদের পরিবারের পক্ষ থেকেও জানানো হয়েছে। অন্যদিকে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সিয়াম হোসেন আপন সেহরি খেতে ওই রাতে বাড়ির উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে সে দুর্ঘটনায় মারা যায়।