পশ্চিমবঙ্গে যে-ই আসুক ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম থাকবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগদান শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।

নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে তিস্তার পানি চুক্তি আবার ঝুলে যাবে কিনা?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে আমরা আগের মতোই কাজ করে যাব। আশা করছি, এতে কোন সমস্যা হবে না। উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রাজ্যটিতে ২৯২টি আসনের মধ্যে ২১৬টিতে জয় পেয়েছে দলটি। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৭টি আসন।

মঙ্গলবার, ০৪ মে ২০২১ , ২২ বৈশাখ ১৪২৮ ২২ রমজান ১৪৪২

পশ্চিমবঙ্গে যে-ই আসুক ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকবে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব বার্তা পরিবেশক

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক না কেন তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম থাকবে। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগদান শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতীম প্রতিবেশী দেশ। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে।

নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ে তিস্তার পানি চুক্তি আবার ঝুলে যাবে কিনা?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, তিস্তা নদীর পানিবণ্টন নিয়ে আমরা আগের মতোই কাজ করে যাব। আশা করছি, এতে কোন সমস্যা হবে না। উল্লেখ্য, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। টানা তৃতীয় বারের মতো ক্ষমতায় আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। রাজ্যটিতে ২৯২টি আসনের মধ্যে ২১৬টিতে জয় পেয়েছে দলটি। অন্যদিকে বিজেপি পেয়েছে ৭৭টি আসন।