স্টাফদের স্বেচ্ছাচারিতায় ৫ দিন আটকে শতাধিক ধানবাহী ট্রাক

ভোলায় ফেরির স্টাফদের অনিয়ম দুর্নীতির পাশপাশি অধিক টাকার বিনিময়ে ছোট গাড়ি পারাপার করায় ইলিশা ঘাটে ধান বোঝাই শতাধিক ট্রাক ৫ দিনেও পার হতে পারছে না। এই সব ধান গরমে নষ্ট হয়ে যাচ্ছে। সময়মত দেশের বিভিন্ন প্রান্তের মিলে নিতে না পারলে লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হবেন চাল ব্যবসায়ীসহ চাষিরা। তিন দিন ধরে ইলিশা ঘাটে এ নিয়ে বিক্ষোভ করেন ট্রাক চালক ও চাষিরা। গত বোরবার ফেরির স্টাফদের সঙ্গে বাকবিত-া ও হাতাহাতি হয়। আগের রাতেও একই একই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই ঘাটের উত্তেজনাপূর্ণ পরিবিশে দুপুর সাড়ে ১২টায় ইলিশা ঘাট থেকে ৮টি ট্রাকসহ ১৯টি ছোটবড় যানবাহন নিয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায় ফেরি কিষানীকে।

ফেরি কনক চাপা ৯টি ট্রাকসহ ৩০টি যান নিয়ে ছেড়ে গেলেও কিছু দূর যেতেই এটি চরে আটকে থাকে। ট্রাকচালকদের অভিযোগ তারা অন্যায়ের প্রতিবাদ করায় ফেরির স্টাফরা ইচ্ছে করে ফেরিটি চরে তুলে দিয়ে বসে থাকে। এক একটি ফেরি দৈনিক ৪ বার ট্রিপ দিতে পারে। সেখানে তারা এক বারের বেশি ট্রিপ না দিয়ে কাগজপত্রে বেশি দেখিয়ে জ্বালানি তেল চুরি করেন। ঢাকা মেট্রো-চ ১৩৯৪ নম্বরের ট্রাক চালক রাসেল জানান, তিনি ভোলার চরফ্যাশন দক্ষিণ আইচা থেকে ২৫০ বস্তা ধান নিয়ে নোয়াখালীর সেতারা অটো রাইস মিলের উদ্দেশ্যে রওনা দিয়ে ৫ দিন ধরে ইলিশা ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছেন। ফেরি ভাড়া সব মিলিয়ে তিন হাজার ৫০ টাকার রশিদ নিয়ে টাকা পরিশোধ করেন ৩৩৫০। একই কথা জানান ট্রাক চালক মোস্তফা । তিনি ৪শ মণ ধান নিয়ে কিশোরগঞ্জ যাবেন। ট্রাক চালক জুয়েল জানান তার ট্রাকেও ৪শ মন ধান রয়েছে। গরমের কারণে ওই সব ধানে ভ্যাব হয়ে ক্যারট চলে আসে। এতে মালিক পক্ষের লোকসান গুনতে হচ্ছে। এদের অভিযোগ এমন একশ ট্রাকে কমপক্ষে ৪০ হাজার মন ধান রয়েছে। অপরদিকে তরমুজ ও সবজিবাহী কয়েকটি ট্রাক চালকও একই অভিযোগ দেন। অধিক টাকা নিয়ে ছোট ছোট পিকআপ ভ্যান আগে পারাপার করায় এক একটি ফেরিতে ৮টির বেশি ট্রাক নেয়া হচ্ছে না। যেখানে সহজেই ১৫ ট্রাক পরিবহন করা যায়। এই সব অভিযোগ অস্বীকার করে ফেরির দায়িত্বে থাকা সহকারী ম্যানেজার আলম সিকদার, পরিদর্শক কামরুল ইসলাম জানান, মুলত নাব্য সংকটের কারণে ফেরি জোয়ারের সময় ছাড়া চলাচল করতে পারে না। ভাটায় ফেরি ডুবো চরে আটকে থাকে। বেশি টাকা নেয়ার বিষয়টিও অস্বীকার করেন ওই দুই স্টাফ। এ ছাড়া একটি ফেরি বিকল হয়ে আছে। ফেরির ম্যানেজার পারভেজ খান জানান, অফিসের কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন।

তিনি জানান একটি ফেরি বিকল থাকায় কিছু জটিলতা দেখা দিয়েছে। তবে ধান ও সবজি বোঝাই ট্রাক আগে পারাপার করার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। অভিযোগ খতিয়ে দেখা হবে।

বুধবার, ০৫ মে ২০২১ , ২৩ বৈশাখ ১৪২৮ ২৩ রমজান ১৪৪২

স্টাফদের স্বেচ্ছাচারিতায় ৫ দিন আটকে শতাধিক ধানবাহী ট্রাক

পুষ্পেন্দু মজুমদার, ভোলা

ভোলায় ফেরির স্টাফদের অনিয়ম দুর্নীতির পাশপাশি অধিক টাকার বিনিময়ে ছোট গাড়ি পারাপার করায় ইলিশা ঘাটে ধান বোঝাই শতাধিক ট্রাক ৫ দিনেও পার হতে পারছে না। এই সব ধান গরমে নষ্ট হয়ে যাচ্ছে। সময়মত দেশের বিভিন্ন প্রান্তের মিলে নিতে না পারলে লাখ লাখ টাকার ক্ষতির সম্মুখীন হবেন চাল ব্যবসায়ীসহ চাষিরা। তিন দিন ধরে ইলিশা ঘাটে এ নিয়ে বিক্ষোভ করেন ট্রাক চালক ও চাষিরা। গত বোরবার ফেরির স্টাফদের সঙ্গে বাকবিত-া ও হাতাহাতি হয়। আগের রাতেও একই একই ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ওই ঘাটের উত্তেজনাপূর্ণ পরিবিশে দুপুর সাড়ে ১২টায় ইলিশা ঘাট থেকে ৮টি ট্রাকসহ ১৯টি ছোটবড় যানবাহন নিয়ে লক্ষ্মীপুরের মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যেতে দেখা যায় ফেরি কিষানীকে।

ফেরি কনক চাপা ৯টি ট্রাকসহ ৩০টি যান নিয়ে ছেড়ে গেলেও কিছু দূর যেতেই এটি চরে আটকে থাকে। ট্রাকচালকদের অভিযোগ তারা অন্যায়ের প্রতিবাদ করায় ফেরির স্টাফরা ইচ্ছে করে ফেরিটি চরে তুলে দিয়ে বসে থাকে। এক একটি ফেরি দৈনিক ৪ বার ট্রিপ দিতে পারে। সেখানে তারা এক বারের বেশি ট্রিপ না দিয়ে কাগজপত্রে বেশি দেখিয়ে জ্বালানি তেল চুরি করেন। ঢাকা মেট্রো-চ ১৩৯৪ নম্বরের ট্রাক চালক রাসেল জানান, তিনি ভোলার চরফ্যাশন দক্ষিণ আইচা থেকে ২৫০ বস্তা ধান নিয়ে নোয়াখালীর সেতারা অটো রাইস মিলের উদ্দেশ্যে রওনা দিয়ে ৫ দিন ধরে ইলিশা ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছেন। ফেরি ভাড়া সব মিলিয়ে তিন হাজার ৫০ টাকার রশিদ নিয়ে টাকা পরিশোধ করেন ৩৩৫০। একই কথা জানান ট্রাক চালক মোস্তফা । তিনি ৪শ মণ ধান নিয়ে কিশোরগঞ্জ যাবেন। ট্রাক চালক জুয়েল জানান তার ট্রাকেও ৪শ মন ধান রয়েছে। গরমের কারণে ওই সব ধানে ভ্যাব হয়ে ক্যারট চলে আসে। এতে মালিক পক্ষের লোকসান গুনতে হচ্ছে। এদের অভিযোগ এমন একশ ট্রাকে কমপক্ষে ৪০ হাজার মন ধান রয়েছে। অপরদিকে তরমুজ ও সবজিবাহী কয়েকটি ট্রাক চালকও একই অভিযোগ দেন। অধিক টাকা নিয়ে ছোট ছোট পিকআপ ভ্যান আগে পারাপার করায় এক একটি ফেরিতে ৮টির বেশি ট্রাক নেয়া হচ্ছে না। যেখানে সহজেই ১৫ ট্রাক পরিবহন করা যায়। এই সব অভিযোগ অস্বীকার করে ফেরির দায়িত্বে থাকা সহকারী ম্যানেজার আলম সিকদার, পরিদর্শক কামরুল ইসলাম জানান, মুলত নাব্য সংকটের কারণে ফেরি জোয়ারের সময় ছাড়া চলাচল করতে পারে না। ভাটায় ফেরি ডুবো চরে আটকে থাকে। বেশি টাকা নেয়ার বিষয়টিও অস্বীকার করেন ওই দুই স্টাফ। এ ছাড়া একটি ফেরি বিকল হয়ে আছে। ফেরির ম্যানেজার পারভেজ খান জানান, অফিসের কাজে তিনি ঢাকায় অবস্থান করছেন।

তিনি জানান একটি ফেরি বিকল থাকায় কিছু জটিলতা দেখা দিয়েছে। তবে ধান ও সবজি বোঝাই ট্রাক আগে পারাপার করার উদ্যোগ নেয়া হবে বলেও জানান তিনি। অভিযোগ খতিয়ে দেখা হবে।