২ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর, কালীপুর, বৈলছড়ি ও বাহারছড়া ইউনিয়নের ২ হাজার অসহায় লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত সোমবার সকালে স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে সাধনপুর ইউনিয়নে উপস্থিত থেকে অর্থ সহায়তা প্রদান সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, ইউপি সচিব নোবেল ভট্টাচার্য্য ও ইউপি সদস্য করুণাময় ভট্টাচার্য্য। কালীপুর ইউনিয়নে উপস্থিত থেকে অর্থ সহায়তা প্রদান করেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম। এতে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া ও ইউপি সদস্য জেসমিন আকতার। বৈলছড়ি ইউনিয়নে উপস্থিত থেকে অর্থ সহায়তা প্রদান করেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, ইউনিয়ন পরিষদের সচিব আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দিলুয়ারা বেগম ও নুরতাজ বেগম। বাহারছড়া ইউনিয়নে উপস্থিত থেকে অর্থ সহায়তা প্রদান করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেনÑ ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল দত্ত, সংরক্ষিত ইউপি সদস্য কানিজ ফাতেমা ও শাহিদা আক্তার প্রমুখ। পৃথক পৃথক এই অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ‘বর্তমান সরকার গরীব অসহায় লোকজনকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় করোনা মহামারী সংকটে কর্মহীন হয়ে বিপাকে পড়া অসহায় লোকজনের মাঝে ঈদ উপহার স্মরূপ ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ৭ হাজার ৪শ’ দুঃস্থ পরিবারের জন্য ৩৭ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

বুধবার, ০৫ মে ২০২১ , ২৩ বৈশাখ ১৪২৮ ২৩ রমজান ১৪৪২

২ হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর, কালীপুর, বৈলছড়ি ও বাহারছড়া ইউনিয়নের ২ হাজার অসহায় লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। গত সোমবার সকালে স্ব স্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে সাধনপুর ইউনিয়নে উপস্থিত থেকে অর্থ সহায়তা প্রদান সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা।

এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, ইউপি সচিব নোবেল ভট্টাচার্য্য ও ইউপি সদস্য করুণাময় ভট্টাচার্য্য। কালীপুর ইউনিয়নে উপস্থিত থেকে অর্থ সহায়তা প্রদান করেন কালীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ন.ম. শাহাদত আলম। এতে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া ও ইউপি সদস্য জেসমিন আকতার। বৈলছড়ি ইউনিয়নে উপস্থিত থেকে অর্থ সহায়তা প্রদান করেন বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীন। এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, ইউনিয়ন পরিষদের সচিব আলাউদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য দিলুয়ারা বেগম ও নুরতাজ বেগম। বাহারছড়া ইউনিয়নে উপস্থিত থেকে অর্থ সহায়তা প্রদান করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেনÑ ট্যাগ অফিসার উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল দত্ত, সংরক্ষিত ইউপি সদস্য কানিজ ফাতেমা ও শাহিদা আক্তার প্রমুখ। পৃথক পৃথক এই অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, ‘বর্তমান সরকার গরীব অসহায় লোকজনকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় করোনা মহামারী সংকটে কর্মহীন হয়ে বিপাকে পড়া অসহায় লোকজনের মাঝে ঈদ উপহার স্মরূপ ৫০০ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করছেন।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় ৭ হাজার ৪শ’ দুঃস্থ পরিবারের জন্য ৩৭ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।