‘ফাইসা গেছি’ নাটকে শামীম-সারিকা

শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ আসছে ঈদ উপলক্ষ্যে ‘ফাইসা গেছি’নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান, পরিচলনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। সৌমিত্র ঘোষ ইমন জানান, ঈদ আনন্দকে ঘিরে নির্মিত এই নাটকটির গল্প কমেডি ঘরানার। ইমন বলেন, ‘শামীম এবং সারিকা দু’জনেই এই সময়ে দর্শকের কাছে বেশ প্রিয়। আর এই নাটকের গল্পে তাদের দু’জনেরই চরিত্রানুযায়ী চাহিদা থাকায় তাদের নিয়ে কাজ করা। মিউজিক ভিডিও নির্মাণের পাশাপাশি আমি এখন নাটক নির্মাণেও বেশ মনোযোগ দিচ্ছি। আশা করছি এই নাটকটি দর্শকের ভালোলাগবে।’ নাটকটিতে

অভিনয় প্রসঙ্গে শামীম বলেন, ‘এবারই প্রথম আমি সৌমিত্র ঘোষ ইমন দাদা’র পরিচালনায় কাজ করেছি। এই নাটকে আমাকে সিয়াম চরিত্রে দেখা যাবে। নাম শুনেই বুঝা যাচ্ছে নাটকটির গল্প কেমন হতে পারে। ইমন দাদার পরিচালনায় প্রথম কাজ হল্ওে কাজটি বেশ গুছানো ছিলো। আমি এবং সারিকা ছাড়াও এতে অন্য আর যারা কাজ করেছেন সবার সহযোগিতায় একটি ভালো কাজ হয়েছে। করোনার মধ্যে অনেক সচেতনতার মধ্যদিয়ে আমাদেরকে কাজটি করতে হয়েছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’ সারিকা সাবাহ বলেন, ‘আমি প্রায় এক মাস করোনার কারণে বিরতিতে ছিলাম। পরে কাজ শুরু করে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। তারপরও করছি। আমারও ইমন দাদার পরিচালনায় প্রথম কাজ করা। এই নাটকে আমাকে দেখা যাবে নাতাশা চরিত্রে। আশা করা যায় কাজটি দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে।’ আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। এছাড়াও আগামী ঈদে শামীম ও সারিকাকে রুশো আহমেদ, মনসুরুর আলম চঞ্চল ও রাহাত কবিরের নাটকেও দেখা যাবে বলে জানালেন দুজনই।

বুধবার, ০৫ মে ২০২১ , ২৩ বৈশাখ ১৪২৮ ২৩ রমজান ১৪৪২

‘ফাইসা গেছি’ নাটকে শামীম-সারিকা

বিনোদন প্রতিবেদক |

image

শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ আসছে ঈদ উপলক্ষ্যে ‘ফাইসা গেছি’নামে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন রশিদুর রহমান, পরিচলনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এরইমধ্যে রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারনের কাজ শেষ হয়েছে। সৌমিত্র ঘোষ ইমন জানান, ঈদ আনন্দকে ঘিরে নির্মিত এই নাটকটির গল্প কমেডি ঘরানার। ইমন বলেন, ‘শামীম এবং সারিকা দু’জনেই এই সময়ে দর্শকের কাছে বেশ প্রিয়। আর এই নাটকের গল্পে তাদের দু’জনেরই চরিত্রানুযায়ী চাহিদা থাকায় তাদের নিয়ে কাজ করা। মিউজিক ভিডিও নির্মাণের পাশাপাশি আমি এখন নাটক নির্মাণেও বেশ মনোযোগ দিচ্ছি। আশা করছি এই নাটকটি দর্শকের ভালোলাগবে।’ নাটকটিতে

অভিনয় প্রসঙ্গে শামীম বলেন, ‘এবারই প্রথম আমি সৌমিত্র ঘোষ ইমন দাদা’র পরিচালনায় কাজ করেছি। এই নাটকে আমাকে সিয়াম চরিত্রে দেখা যাবে। নাম শুনেই বুঝা যাচ্ছে নাটকটির গল্প কেমন হতে পারে। ইমন দাদার পরিচালনায় প্রথম কাজ হল্ওে কাজটি বেশ গুছানো ছিলো। আমি এবং সারিকা ছাড়াও এতে অন্য আর যারা কাজ করেছেন সবার সহযোগিতায় একটি ভালো কাজ হয়েছে। করোনার মধ্যে অনেক সচেতনতার মধ্যদিয়ে আমাদেরকে কাজটি করতে হয়েছে। আশা করছি দর্শকের ভালোলাগবে।’ সারিকা সাবাহ বলেন, ‘আমি প্রায় এক মাস করোনার কারণে বিরতিতে ছিলাম। পরে কাজ শুরু করে অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছি। তারপরও করছি। আমারও ইমন দাদার পরিচালনায় প্রথম কাজ করা। এই নাটকে আমাকে দেখা যাবে নাতাশা চরিত্রে। আশা করা যায় কাজটি দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে।’ আগামী ঈদে একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে। এছাড়াও আগামী ঈদে শামীম ও সারিকাকে রুশো আহমেদ, মনসুরুর আলম চঞ্চল ও রাহাত কবিরের নাটকেও দেখা যাবে বলে জানালেন দুজনই।