হাত-পা বেঁধে নারী নির্যাতন, নারী আসামি আটক

বাগেরহাটের ফকিরহাট বাজারের একটি দোকানে চুরির অপরাধে হাত-পা বেঁধে প্রকাশ্য জনসম্মুখে এক নারীকে নির্দয়ভাবে নির্যাতনের ঘটনায় ফাতেমা বেগম ওরফে নার্গিস (৪৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের ভিডিও ফুটেজ দেখে সোমবার রাতেই হামিদা বেগম ও নার্গিস বেগম নামের দুইজন নারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে নার্গিস বেগম কে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর হামিদা বেগম কে ছেড়ে দেয়া হয়। গ্রেপ্তারকৃত ফাতেমা বেগম ওরফে নার্গিস পাশর্^বর্ত্তি রুপসা নৈহাটি এলাকার রবিউল ইসলামের স্ত্রী। তবে ওই নারীকে আটক করে পুলিশে না দিয়ে নির্যাতনকারিদের হাতে তুলে দেয়া বাজারের কোন ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেনি।

ফলে কথিত চুরির অপবাদে আইনের কাছে না দিয়ে মমতাজ বেগম নামের একজন বহিরাগত নারীকে প্রকাশ্য জনসম্মুখে মারপিটের ঘটনা নিয়ে স্থানীয় থানা পুলিশের ভূমিকা ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। উল্লেখ্য, গত রবিবার দুপুরে ফকিরহাট উপজেলা সদরের বাজারে মমতাজ বেগম নামের ওই নারীকে নির্যাতন করে বাজারের ব্যবসায়ী জাহিদ হোসেন ও তার সহযোগিরা।

বাজারের লিটন মার্কেটের একটি কাপড়ের দোকানে চুরির অভিযোগ এনে ওই নারীকে প্রকাশ্য জনসম্মুখে পিঠ মোড়া দিয়ে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ বাজার ব্যবসায়িদের হাত থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় ফকিরহাট থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। থানা পুলিশ সোমবার দুপুরে মমতাজ বেগম নামের ওই নারীকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাগেরহাট আদালতে প্রেরণ করে। অপরদিকে মমতাজ বেগম কে মারপিটের অভিযোগে সে নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে অন্য একটি মামলা করেছেন।

এ বিষয়ে ফকিরহাট থানার ওসি মো. আলীমুজ্জামান মঙ্গলবার দুপুরে এ প্রতিবেদকে বলেন, মমতাজ বেগমের মামলায় গোপন ভিডিও ফুটেজ দেখে সোমবার রাতে দুই নারীকে আটক করা হয়। এদের জিজ্ঞাসাবাদের পর ফাতেমা বেগম নার্গিস নামের একজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর মমতাজ বেগম কে নির্যাতনে জড়িত বাকিদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কারণ আইন হাতে তুলে নেয়ার অধিকার কারও নেই।

বুধবার, ০৫ মে ২০২১ , ২৩ বৈশাখ ১৪২৮ ২৩ রমজান ১৪৪২

ফলোআপ

হাত-পা বেঁধে নারী নির্যাতন, নারী আসামি আটক

প্রতিনিধি, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট বাজারের একটি দোকানে চুরির অপরাধে হাত-পা বেঁধে প্রকাশ্য জনসম্মুখে এক নারীকে নির্দয়ভাবে নির্যাতনের ঘটনায় ফাতেমা বেগম ওরফে নার্গিস (৪৬) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতনের ভিডিও ফুটেজ দেখে সোমবার রাতেই হামিদা বেগম ও নার্গিস বেগম নামের দুইজন নারীকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে নার্গিস বেগম কে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর হামিদা বেগম কে ছেড়ে দেয়া হয়। গ্রেপ্তারকৃত ফাতেমা বেগম ওরফে নার্গিস পাশর্^বর্ত্তি রুপসা নৈহাটি এলাকার রবিউল ইসলামের স্ত্রী। তবে ওই নারীকে আটক করে পুলিশে না দিয়ে নির্যাতনকারিদের হাতে তুলে দেয়া বাজারের কোন ব্যবসায়ীকে পুলিশ গ্রেপ্তার করেনি।

ফলে কথিত চুরির অপবাদে আইনের কাছে না দিয়ে মমতাজ বেগম নামের একজন বহিরাগত নারীকে প্রকাশ্য জনসম্মুখে মারপিটের ঘটনা নিয়ে স্থানীয় থানা পুলিশের ভূমিকা ইতোমধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। উল্লেখ্য, গত রবিবার দুপুরে ফকিরহাট উপজেলা সদরের বাজারে মমতাজ বেগম নামের ওই নারীকে নির্যাতন করে বাজারের ব্যবসায়ী জাহিদ হোসেন ও তার সহযোগিরা।

বাজারের লিটন মার্কেটের একটি কাপড়ের দোকানে চুরির অভিযোগ এনে ওই নারীকে প্রকাশ্য জনসম্মুখে পিঠ মোড়া দিয়ে বেঁধে মারধর করা হয়। খবর পেয়ে ফকিরহাট থানা পুলিশ বাজার ব্যবসায়িদের হাত থেকে ওই নারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়। এ ঘটনায় ফকিরহাট থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। থানা পুলিশ সোমবার দুপুরে মমতাজ বেগম নামের ওই নারীকে চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বাগেরহাট আদালতে প্রেরণ করে। অপরদিকে মমতাজ বেগম কে মারপিটের অভিযোগে সে নিজে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে অন্য একটি মামলা করেছেন।

এ বিষয়ে ফকিরহাট থানার ওসি মো. আলীমুজ্জামান মঙ্গলবার দুপুরে এ প্রতিবেদকে বলেন, মমতাজ বেগমের মামলায় গোপন ভিডিও ফুটেজ দেখে সোমবার রাতে দুই নারীকে আটক করা হয়। এদের জিজ্ঞাসাবাদের পর ফাতেমা বেগম নার্গিস নামের একজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আর মমতাজ বেগম কে নির্যাতনে জড়িত বাকিদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। কারণ আইন হাতে তুলে নেয়ার অধিকার কারও নেই।