সাবেক ছাত্রলীগ নেতাসহ আহত ৩

রাজনৈতিক কোন্দল, পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিরোজপুরে দুই দিনের ব্যবধানে আবারও সন্ত্রাসী হামলা, বোমা নিক্ষেপ, বাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ সময় ৪টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সোমবার সন্ধ্যায় ও রাতে পিরোজপুর পৌরসভার কুমারখালী, শহরের উকিলপাড়া ও সিআইপড়া এলাকায় এসব ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি পুলিশ লাইন্স এর অদূরে কুমারখালী এলাকায় জেলা পুলিশ আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন সড়কে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কুমারখালী এলাকার শাহা শিকদারের ছেলে সোহাগ শিকদার(২৫), জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পালপাড়া এলাকার সেলিম কাজীর ছেলে কাইয়ুম কাজী (২২) বঙ্গবন্ধু যুব পরিষদ সদস্য এবং ঝাটকাঠী এলাকার তপন চন্দ্র শীলের ছেলে ও কৃষ্ণ শীল (২৫) আহত হন। আহতদের মধ্যে কাইয়ুম কাজী ও কৃষ্ণ শীলকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কৃষ্ণ শীল জানান, সোমবার সন্ধ্যায় তারা ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেল যোগে শহরতলীর কুমারখালী এলাকা থেকে ফেরার পথে আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন সড়কে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আবু শিকদার, তার ছেলে এম শিকদার, আরমান সিকদার ও ওসমান সিকদারের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল পূর্বপরিকল্পিভাবে তাদের ওপর হামলা করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় তাদের বহন করা ৪টি মোটরসাইকেল ভাংচুর করে হামলাকারীরা।

এদিকে, উক্ত হামলার জের ধরে রাত সাড়ে ১১টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভকে তার বাসার সামনের রাস্তায় গুলি ও বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে। তবে গুলির বিষয়ে পুলিশ কোন সত্যতা পায়নি বলে জানান সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল।

অন্যদিকে রাত সোয়া ১২টার দিকে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীবের সিআইপাড়ায় বাসায় একদল দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ এবং বাসার কলাপসিবল গেট ও গ্রিল ভাংচুরের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, নকীবের ছেলে বারী তালুকদার জয়েন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং রাজনৈতিক গ্রুপিং এর একটি অংশের সঙ্গে জড়িত। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ অভিযোগ করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে তিনি দলীয় কর্মীদের নিয়ে বাসার সামনে অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ , ২৪ বৈশাখ ১৪২৮ ২৪ রমজান ১৪৪২

পিরোজপুরে ফের সন্ত্রাসী হামলা

সাবেক ছাত্রলীগ নেতাসহ আহত ৩

প্রতিনিধি, পিরোজপুর

রাজনৈতিক কোন্দল, পূর্বশত্রুতা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পিরোজপুরে দুই দিনের ব্যবধানে আবারও সন্ত্রাসী হামলা, বোমা নিক্ষেপ, বাড়িতে হামলা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ সময় ৪টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। সোমবার সন্ধ্যায় ও রাতে পিরোজপুর পৌরসভার কুমারখালী, শহরের উকিলপাড়া ও সিআইপড়া এলাকায় এসব ঘটনা ঘটেছে। এতে শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি পুলিশ লাইন্স এর অদূরে কুমারখালী এলাকায় জেলা পুলিশ আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন সড়কে রাজনৈতিক প্রতিপক্ষের হামলায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কুমারখালী এলাকার শাহা শিকদারের ছেলে সোহাগ শিকদার(২৫), জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পালপাড়া এলাকার সেলিম কাজীর ছেলে কাইয়ুম কাজী (২২) বঙ্গবন্ধু যুব পরিষদ সদস্য এবং ঝাটকাঠী এলাকার তপন চন্দ্র শীলের ছেলে ও কৃষ্ণ শীল (২৫) আহত হন। আহতদের মধ্যে কাইয়ুম কাজী ও কৃষ্ণ শীলকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত কৃষ্ণ শীল জানান, সোমবার সন্ধ্যায় তারা ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী মোটরসাইকেল যোগে শহরতলীর কুমারখালী এলাকা থেকে ফেরার পথে আনসার ও ভিডিপি অফিস সংলগ্ন সড়কে পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আবু শিকদার, তার ছেলে এম শিকদার, আরমান সিকদার ও ওসমান সিকদারের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল পূর্বপরিকল্পিভাবে তাদের ওপর হামলা করে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় তাদের বহন করা ৪টি মোটরসাইকেল ভাংচুর করে হামলাকারীরা।

এদিকে, উক্ত হামলার জের ধরে রাত সাড়ে ১১টার দিকে শহরের উকিলপাড়া এলাকায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভকে তার বাসার সামনের রাস্তায় গুলি ও বোমা নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বোমা সাদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে। তবে গুলির বিষয়ে পুলিশ কোন সত্যতা পায়নি বলে জানান সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল।

অন্যদিকে রাত সোয়া ১২টার দিকে পিরোজপুর জেলা ব্যবসায়ী সমিতি ও জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গোলাম মাওলা নকীবের সিআইপাড়ায় বাসায় একদল দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপ এবং বাসার কলাপসিবল গেট ও গ্রিল ভাংচুরের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, নকীবের ছেলে বারী তালুকদার জয়েন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং রাজনৈতিক গ্রুপিং এর একটি অংশের সঙ্গে জড়িত। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহাবুব শুভ অভিযোগ করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে তিনি দলীয় কর্মীদের নিয়ে বাসার সামনে অবস্থান করছিলেন।