অন্যরকম জন্মদিনের মুখোমুখি ওমর সানী

চলচ্চিত্রে সাফল্যের পথ চলার ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছেন ওমর সানী। তাই তার এবারের জন্মদিনটা একেবারেই ভিন্ন আয়োজনের হতে যাচ্ছে বলে জানালেন ওমর সানী। ওমর সানী বলেন, ‘যেহেতু এই মাসেই আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আমি সাধারণত জন্মদিনকে ঘিরে কোন পরিকল্পনা করি না। কিন্তু আমাদের পরিবারে আমার ছেলে ফারদিনের স্ত্রী হয়ে আমার আরেক মা (আয়েশা) আমার ঘরে এসেছে। আমার জন্মদিনকে ঘিরে তারই আগ্রহ, উৎসাহ, উচ্ছ্বাস বেশি। যা কিছু করছে সবকিছুই আয়েশাই করছে।

ওমর সানী জানান পরিচালক জাহিদ হোসেন তার জন্য একটি ভিন্ন ঘরানার গল্প লিখছেন। এই গল্পটা নিয়েই তিনি সিনেমা নির্মাণ করবেন। অর্থাৎ পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে। ওমর সানী জানান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি সিনেমা নির্মাণের জন্য যাবতীয় প্রস্তুতি নিবেন। এদিকে আজ জন্মদিন উপলক্ষ্যে দিনের কোন একটি সময়ে তিনি ‘ওমর সানী ফ্যান ক্লাব’র আয়োজনে সমাজের অসহায়-এতিমদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এছাড়াও তিনি ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’র আয়োজনেও অংশ নেবেন। এদিকে ওমর সানী এরইমধ্যে প্রায় শেষ করেছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা’র কাজ।

তার আজকের অবস্থানের নেপথ্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বাবা মায়ের কাছে। কৃতজ্ঞতা প্রকাশ করেন তার ওস্তাদ শেখ নজরুল ইসলামের কাছে, দারাশিকো’সহ দেলোয়ার জাহান ঝন্টু, এজে মিন্টু, গাজী মাজহারুল আনোয়ার, অভিনেতা রাজীব, নূর হোসেন বলাই, উত্তম আকাশ’সহ নন্দিত নায়িকা শাবানার কাছেও।

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ , ২৪ বৈশাখ ১৪২৮ ২৪ রমজান ১৪৪২

অন্যরকম জন্মদিনের মুখোমুখি ওমর সানী

বিনোদন প্রতিবেদক |

image

চলচ্চিত্রে সাফল্যের পথ চলার ৩০ বছর পূর্ণ করতে যাচ্ছেন ওমর সানী। তাই তার এবারের জন্মদিনটা একেবারেই ভিন্ন আয়োজনের হতে যাচ্ছে বলে জানালেন ওমর সানী। ওমর সানী বলেন, ‘যেহেতু এই মাসেই আমার মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আমি সাধারণত জন্মদিনকে ঘিরে কোন পরিকল্পনা করি না। কিন্তু আমাদের পরিবারে আমার ছেলে ফারদিনের স্ত্রী হয়ে আমার আরেক মা (আয়েশা) আমার ঘরে এসেছে। আমার জন্মদিনকে ঘিরে তারই আগ্রহ, উৎসাহ, উচ্ছ্বাস বেশি। যা কিছু করছে সবকিছুই আয়েশাই করছে।

ওমর সানী জানান পরিচালক জাহিদ হোসেন তার জন্য একটি ভিন্ন ঘরানার গল্প লিখছেন। এই গল্পটা নিয়েই তিনি সিনেমা নির্মাণ করবেন। অর্থাৎ পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে। ওমর সানী জানান করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই তিনি সিনেমা নির্মাণের জন্য যাবতীয় প্রস্তুতি নিবেন। এদিকে আজ জন্মদিন উপলক্ষ্যে দিনের কোন একটি সময়ে তিনি ‘ওমর সানী ফ্যান ক্লাব’র আয়োজনে সমাজের অসহায়-এতিমদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এছাড়াও তিনি ‘বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড’র আয়োজনেও অংশ নেবেন। এদিকে ওমর সানী এরইমধ্যে প্রায় শেষ করেছেন রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা’র কাজ।

তার আজকের অবস্থানের নেপথ্যে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার বাবা মায়ের কাছে। কৃতজ্ঞতা প্রকাশ করেন তার ওস্তাদ শেখ নজরুল ইসলামের কাছে, দারাশিকো’সহ দেলোয়ার জাহান ঝন্টু, এজে মিন্টু, গাজী মাজহারুল আনোয়ার, অভিনেতা রাজীব, নূর হোসেন বলাই, উত্তম আকাশ’সহ নন্দিত নায়িকা শাবানার কাছেও।