সাক্ষাৎকার

সাফা কবির বর্তমান সময়ে টিভি নাটকে ব্যস্ত অভিনেত্রী হলেও করোনার কারণে ঘরেই সময় কাটাচ্ছেন। তবে মোবাইল ব্র্যান্ড অপোর অ্যাম্বাসেডর হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন মাহাবুবুর রহমান

লকডাউনে আপনার সময়টা কিভাবে কাটছে?

আমার একপ্রকার দম বন্ধ হওয়ার অবস্থা। দম বন্ধ এই কারণে না যে ঘরে বসে আছি। চারিদিকে এত খারাপ খবর আসছে যে ঘরে বসে থাকতে থাকতে এক প্রকার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আসলে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।

ইচ্ছে থাকলেও সাহস পাচ্ছি না

করোনা পরিস্থিতিতে শুটিং কিভাবে করছেন?

শুটিংয়ে না গেলে অভিনয়টা একদমই করা সম্ভব না। কাজ করার ইচ্ছে থাকলেও সাহস পাচ্ছি না। শেষ লকডাউনে আমি ঘরে বসে নিজের ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট বানিয়েছিলাম। এবার এখনও কাজ শুরু করিনি।

আসছে ঈদে সাফা কবিরের কাছ থেকে দর্শকরা কি কি কাজ পাবে?

আগের মতো এখন আর ঈদ ও বা পহেলা বৈশাখে তেমন কোনো আমেজ পাচ্ছি না। প্রতি ঈদে দর্শকদের জন্য ভালো কিছু কাজ করা চেষ্টা করে থাকি। কিন্তু এবারের কথাটা ভিন্ন। এবার চেষ্টা করলেও তেমন কিছু করতে পারছি না। সম্পূর্ণ বাসায় বসে সময় কাটাচ্ছি। তবে বেশ কিছু পুরনো কাজ বিভিন্ন চ্যানেলে ঈদের প্রজেক্ট হিসেবে চলছে। এবার পুরনো কিছু কাজই যাবে।

ঈদের ব্যস্ততা ছাড়া আর কি কি করছেন?

মোবাইল ব্র্যান্ড অপোর অ্যাম্বাসেডর হয়েছি। প্রথমবার কোন মোবাইল কোম্পানির সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত। অপোর হয়ে ইতোমধ্যে আমি কিছু টিভিসি, ওভিসি, ভিডিও কনটেন্ট ও ফটোশুট করেছি। বিশেষ করে স্মার্টফোন এফ১৯ প্রো এর বিভিন্ন ক্যাম্পেইনের জন্য কাজ করে যাচ্ছি। সামনে ওদের সাথে আরও বেশ কিছু ভালো কাজ করার ইচ্ছা আছে।

অপোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?

অপোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। প্রথম তাদের ছোট একটি ক্যাম্পেইন করেছি। ভালোলাগা থেকেই দীর্ঘমেয়াদে চুক্তিবদ্ধ হই। আমার কাছে পুরো অপো একটা পরিবারের মতো। সবাই খুবই আন্তরিক।

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ , ২৪ বৈশাখ ১৪২৮ ২৪ রমজান ১৪৪২

সাক্ষাৎকার

image

সাফা কবির বর্তমান সময়ে টিভি নাটকে ব্যস্ত অভিনেত্রী হলেও করোনার কারণে ঘরেই সময় কাটাচ্ছেন। তবে মোবাইল ব্র্যান্ড অপোর অ্যাম্বাসেডর হয়ে কাজ করে যাচ্ছেন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন মাহাবুবুর রহমান

লকডাউনে আপনার সময়টা কিভাবে কাটছে?

আমার একপ্রকার দম বন্ধ হওয়ার অবস্থা। দম বন্ধ এই কারণে না যে ঘরে বসে আছি। চারিদিকে এত খারাপ খবর আসছে যে ঘরে বসে থাকতে থাকতে এক প্রকার দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। আসলে খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।

ইচ্ছে থাকলেও সাহস পাচ্ছি না

করোনা পরিস্থিতিতে শুটিং কিভাবে করছেন?

শুটিংয়ে না গেলে অভিনয়টা একদমই করা সম্ভব না। কাজ করার ইচ্ছে থাকলেও সাহস পাচ্ছি না। শেষ লকডাউনে আমি ঘরে বসে নিজের ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট বানিয়েছিলাম। এবার এখনও কাজ শুরু করিনি।

আসছে ঈদে সাফা কবিরের কাছ থেকে দর্শকরা কি কি কাজ পাবে?

আগের মতো এখন আর ঈদ ও বা পহেলা বৈশাখে তেমন কোনো আমেজ পাচ্ছি না। প্রতি ঈদে দর্শকদের জন্য ভালো কিছু কাজ করা চেষ্টা করে থাকি। কিন্তু এবারের কথাটা ভিন্ন। এবার চেষ্টা করলেও তেমন কিছু করতে পারছি না। সম্পূর্ণ বাসায় বসে সময় কাটাচ্ছি। তবে বেশ কিছু পুরনো কাজ বিভিন্ন চ্যানেলে ঈদের প্রজেক্ট হিসেবে চলছে। এবার পুরনো কিছু কাজই যাবে।

ঈদের ব্যস্ততা ছাড়া আর কি কি করছেন?

মোবাইল ব্র্যান্ড অপোর অ্যাম্বাসেডর হয়েছি। প্রথমবার কোন মোবাইল কোম্পানির সঙ্গে কাজ করতে পেরে আমি সত্যিই গর্বিত। অপোর হয়ে ইতোমধ্যে আমি কিছু টিভিসি, ওভিসি, ভিডিও কনটেন্ট ও ফটোশুট করেছি। বিশেষ করে স্মার্টফোন এফ১৯ প্রো এর বিভিন্ন ক্যাম্পেইনের জন্য কাজ করে যাচ্ছি। সামনে ওদের সাথে আরও বেশ কিছু ভালো কাজ করার ইচ্ছা আছে।

অপোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন?

অপোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। প্রথম তাদের ছোট একটি ক্যাম্পেইন করেছি। ভালোলাগা থেকেই দীর্ঘমেয়াদে চুক্তিবদ্ধ হই। আমার কাছে পুরো অপো একটা পরিবারের মতো। সবাই খুবই আন্তরিক।