ব্রাজিলে স্কুলে দুর্বৃত্তের হামলায় নিহত ৫

ব্রাজিলের সান্তা কাতারিনা রাজ্যের শহর সুয়াদাদেস শহরের একটি নার্সারি স্কুলে ১৮ বছর বয়সী এক দুর্বৃত্ত ছোরা হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিহতদের মধ্যে স্কুলটির এক শিক্ষক ও এক কর্মীর পাশাপাশি দুই বছরের কম বয়সী তিনটি শিশুও আছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে হামলাকারী পরে ধারালো অস্ত্রটি দিয়ে নিজেকেও আঘাত করে, হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থা গুরুতর নয়।

ঘটনার সময় কয়েক ডজন শিশু ওই স্কুলভবনটিতে ছিল, কর্মীরা তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন বলে জানান কর্মকর্তারা। হামলায় নিহতদের পাশাপাশি এক শিশু সামান্য আহতও হয়েছে।

মিলিটারি পুলিশ জানিয়েছে, তারা সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলটি যে এলাকায় অবস্থিত সেখানকার বাসিন্দাদের কাছ থেকে একাধিক ফোনে এক ব্যক্তি ছোরা নিয়ে নার্সারি স্কুলটিতে ঢুকে কর্মী ও শিশুদের ওপর হামলা করেছে বলে খবর পান। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানতে পারা যায়নি।

হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি প্রথম স্কুলটির প্রবেশপথে থাকা এক শিক্ষকের ওপর হামলা চালান, এরপর ওই নারী শিক্ষকের পিছু পিছু একটি কক্ষে ঢুকে সেখানে থাকা শিশুদের ওপরও হামলে পড়েন। এ ঘটনায় সান্তা কাতারিনা রাজ্যে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ , ২৪ বৈশাখ ১৪২৮ ২৪ রমজান ১৪৪২

ব্রাজিলে স্কুলে দুর্বৃত্তের হামলায় নিহত ৫

ব্রাজিলের সান্তা কাতারিনা রাজ্যের শহর সুয়াদাদেস শহরের একটি নার্সারি স্কুলে ১৮ বছর বয়সী এক দুর্বৃত্ত ছোরা হামলা চালায়। এ ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। নিহতদের মধ্যে স্কুলটির এক শিক্ষক ও এক কর্মীর পাশাপাশি দুই বছরের কম বয়সী তিনটি শিশুও আছে।

পুলিশের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে হামলাকারী পরে ধারালো অস্ত্রটি দিয়ে নিজেকেও আঘাত করে, হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থা গুরুতর নয়।

ঘটনার সময় কয়েক ডজন শিশু ওই স্কুলভবনটিতে ছিল, কর্মীরা তাদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করেন বলে জানান কর্মকর্তারা। হামলায় নিহতদের পাশাপাশি এক শিশু সামান্য আহতও হয়েছে।

মিলিটারি পুলিশ জানিয়েছে, তারা সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে স্কুলটি যে এলাকায় অবস্থিত সেখানকার বাসিন্দাদের কাছ থেকে একাধিক ফোনে এক ব্যক্তি ছোরা নিয়ে নার্সারি স্কুলটিতে ঢুকে কর্মী ও শিশুদের ওপর হামলা করেছে বলে খবর পান। তবে তাৎক্ষণিকভাবে এ হামলার কারণ জানতে পারা যায়নি।

হামলাকারীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি প্রথম স্কুলটির প্রবেশপথে থাকা এক শিক্ষকের ওপর হামলা চালান, এরপর ওই নারী শিক্ষকের পিছু পিছু একটি কক্ষে ঢুকে সেখানে থাকা শিশুদের ওপরও হামলে পড়েন। এ ঘটনায় সান্তা কাতারিনা রাজ্যে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।