রংপুরে শপিংমলগুলোতে চরম অরাজকতা, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

বাজার, মার্কেট বন্ধের দাবি

করোনা সংক্রমণের হট স্পট বিভাগীয় নগরী রংপুরে কঠোর লকডাউনের মধ্যে মার্কেট শপিংমলগুলো খোলার পর থেকে চলছে চরম বিশৃঙ্খলা। সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা ঠাসাঠাসি করে বসে কাপড়সহ বিভিন্ন সামগ্রী কিনছেন ক্রেতারা। দোকানদার ও ক্রেতাদের বেশিরভাগই মাস্ক ব্যবহার করছেন না। নগরীর শতাধিক মার্কেটের প্রবেশপথে এবং দোকানে প্রবেশ করার সময় হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণু মুক্ত করার ন্যূনতম কোন ব্যবস্থা নেই।

এদিকে করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে গত ৪ দিনে দুই নারীসহ ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

সরেজমিন বিভাগীয় নগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমল ঘুরে দেখা গেছে, কে বলবে রংপুর নগরী এখন করোনার হট স্পট! প্রতিদিনই ২৫ থেকে ৩৫ জন করোনায় আক্রান্ত হচ্ছে অথচ সেই বিভাগীয় নগরী রংপুরের প্রধান সড়ক সকাল থেকে যানজট শুরু হয় চলছে বিকেল পর্যন্ত। ঈদের কেনাকাটার নামে রংপুর নগরীর সবচেয়ে বড় শপিংমল জেলা পরিষদ সুপার ও জাহাজ কোম্পানি শপিং মার্কেটে মানুষের উপচে পড়া ভিড়।

সামাজিক দূরত্বের কোন বালাই নেই, দোকানদার আর ক্রেতা তাদের বেশিরভাগের মুখে মাস্ক নেই। এছাড়াও নগরীর শতাধিক মার্কেটের দোকানে ঠাসাঠাসি করে বসে বিভিন্ন সামগ্রী ক্রয় করছে ক্রেতারা। সামাজিক দূরত্ব বলে কিছুই মানা হচ্ছে না। নগরীর সেন্ট্রাল রোডের বিভিন্ন শপিংমল আর দোকানে গিয়ে দেখা গেছে খারাপ অবস্থা, দাঁড়ানোর কোন জায়গা নেই, তার পরেও নারী-পুরুষরা ঢুকছেন, ঠাসাঠাসি গাদাগাদি করে বসে বিভিন্ন সামগ্রী ক্রয় করছেন।

দোকান কর্মচারী মনোয়ার বলেন, নিষেধ করার পরেও কেউ কথা শোনে না নিজের মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে দেখালেন নানান অজুহাত, দুজন নারী ক্রেতার মুখে মাস্ক থাকলেও তা থুতনির নিচে নামিয়ে রেখেছেন। এত ভিড়ের মধ্যে কেন এসেছেন জানতে চাইলে বলেন, ঈদের কেনাকাটা করতে বাধ্য হয়ে আসতে হয়েছে।

আরও খবর
সারাদেশে নিম্নমানের ভেজাল সেমাই বাজারে
চীনের উপহারের ৫ লাখ টিকা আসছে ১২ মে’র মধ্যে পররাষ্ট্রমন্ত্রী
সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ব্যাখ্যা দিল মন্ত্রণালয়
করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া
তৃতীয় দফায় মুখ্যমন্ত্রীর শপথ নিলেন মমতা
সরকারকে ফাঁকি দেয়া যায় মৃত্যুকে নয় : কাদের
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতাদের মুক্তির জন্য হেফাজতের সাক্ষাৎ
এপ্রিলে সড়ক দুর্ঘটনা ৩৯৭টি প্রাণ ঝরলো ৪৫২
দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে আ’লীগ : তথ্যমন্ত্রী
মুনিয়া হত্যার বিচার দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ
দোকানপাট শপিংমল খোলা রাত ৮টা পর্যন্ত

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ , ২৪ বৈশাখ ১৪২৮ ২৪ রমজান ১৪৪২

রংপুরে শপিংমলগুলোতে চরম অরাজকতা, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না

বাজার, মার্কেট বন্ধের দাবি

লিয়াকত আলী বাদল, রংপুর

করোনা সংক্রমণের হট স্পট বিভাগীয় নগরী রংপুরে কঠোর লকডাউনের মধ্যে মার্কেট শপিংমলগুলো খোলার পর থেকে চলছে চরম বিশৃঙ্খলা। সামাজিক দূরত্ব মানা তো দূরের কথা ঠাসাঠাসি করে বসে কাপড়সহ বিভিন্ন সামগ্রী কিনছেন ক্রেতারা। দোকানদার ও ক্রেতাদের বেশিরভাগই মাস্ক ব্যবহার করছেন না। নগরীর শতাধিক মার্কেটের প্রবেশপথে এবং দোকানে প্রবেশ করার সময় হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণু মুক্ত করার ন্যূনতম কোন ব্যবস্থা নেই।

এদিকে করোনা সংক্রমণের হার প্রতিদিনই বাড়ছে গত ৪ দিনে দুই নারীসহ ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে।

সরেজমিন বিভাগীয় নগরীর বিভিন্ন মার্কেট ও শপিংমল ঘুরে দেখা গেছে, কে বলবে রংপুর নগরী এখন করোনার হট স্পট! প্রতিদিনই ২৫ থেকে ৩৫ জন করোনায় আক্রান্ত হচ্ছে অথচ সেই বিভাগীয় নগরী রংপুরের প্রধান সড়ক সকাল থেকে যানজট শুরু হয় চলছে বিকেল পর্যন্ত। ঈদের কেনাকাটার নামে রংপুর নগরীর সবচেয়ে বড় শপিংমল জেলা পরিষদ সুপার ও জাহাজ কোম্পানি শপিং মার্কেটে মানুষের উপচে পড়া ভিড়।

সামাজিক দূরত্বের কোন বালাই নেই, দোকানদার আর ক্রেতা তাদের বেশিরভাগের মুখে মাস্ক নেই। এছাড়াও নগরীর শতাধিক মার্কেটের দোকানে ঠাসাঠাসি করে বসে বিভিন্ন সামগ্রী ক্রয় করছে ক্রেতারা। সামাজিক দূরত্ব বলে কিছুই মানা হচ্ছে না। নগরীর সেন্ট্রাল রোডের বিভিন্ন শপিংমল আর দোকানে গিয়ে দেখা গেছে খারাপ অবস্থা, দাঁড়ানোর কোন জায়গা নেই, তার পরেও নারী-পুরুষরা ঢুকছেন, ঠাসাঠাসি গাদাগাদি করে বসে বিভিন্ন সামগ্রী ক্রয় করছেন।

দোকান কর্মচারী মনোয়ার বলেন, নিষেধ করার পরেও কেউ কথা শোনে না নিজের মুখে মাস্ক নেই কেন জানতে চাইলে দেখালেন নানান অজুহাত, দুজন নারী ক্রেতার মুখে মাস্ক থাকলেও তা থুতনির নিচে নামিয়ে রেখেছেন। এত ভিড়ের মধ্যে কেন এসেছেন জানতে চাইলে বলেন, ঈদের কেনাকাটা করতে বাধ্য হয়ে আসতে হয়েছে।