সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে হোটেল তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটে এই মানববন্ধনের আয়োজন করে তারা। সংগঠনগুলো হলো নোঙর বাংলাদশ, স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট, গ্রিন প্ল্যানেট, তরুণ শিল্পী ও সচেতন সমাজ।

এদিকে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে এক হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ উদ্যোগ বাস্তবায়ন করছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে শিখা চিরন্তন, স্বাধীনতা স্তম্ভ ও ভূগর্ভস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রভৃতি নির্মাণ করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, আধুনিক নগর উপযোগী সবুজের আবহে আন্তর্জাতিকমানে গড়ে তোলা ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ (৩য় পর্যায়)’ শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।

image

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে হোটেল তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন -সংবাদ

আরও খবর
সারাদেশে নিম্নমানের ভেজাল সেমাই বাজারে
চীনের উপহারের ৫ লাখ টিকা আসছে ১২ মে’র মধ্যে পররাষ্ট্রমন্ত্রী
রংপুরে শপিংমলগুলোতে চরম অরাজকতা, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না
করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া
তৃতীয় দফায় মুখ্যমন্ত্রীর শপথ নিলেন মমতা
সরকারকে ফাঁকি দেয়া যায় মৃত্যুকে নয় : কাদের
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতাদের মুক্তির জন্য হেফাজতের সাক্ষাৎ
এপ্রিলে সড়ক দুর্ঘটনা ৩৯৭টি প্রাণ ঝরলো ৪৫২
দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে আ’লীগ : তথ্যমন্ত্রী
মুনিয়া হত্যার বিচার দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ
দোকানপাট শপিংমল খোলা রাত ৮টা পর্যন্ত

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ , ২৪ বৈশাখ ১৪২৮ ২৪ রমজান ১৪৪২

সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ব্যাখ্যা দিল মন্ত্রণালয়

নিজস্ব বার্তা পরিবেশক

image

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে হোটেল তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন -সংবাদ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কেটে হোটেল তৈরির প্রতিবাদে মানববন্ধন করেছে পরিবেশবাদী কয়েকটি সংগঠন। গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটে এই মানববন্ধনের আয়োজন করে তারা। সংগঠনগুলো হলো নোঙর বাংলাদশ, স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট, গ্রিন প্ল্যানেট, তরুণ শিল্পী ও সচেতন সমাজ।

এদিকে রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

গতকাল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোহরাওয়ার্দী উদ্যানে এক হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ উদ্যোগ বাস্তবায়ন করছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুফি মারুফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইতোমধ্যে শিখা চিরন্তন, স্বাধীনতা স্তম্ভ ও ভূগর্ভস্থ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রভৃতি নির্মাণ করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, আধুনিক নগর উপযোগী সবুজের আবহে আন্তর্জাতিকমানে গড়ে তোলা ও দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার লক্ষ্যে ‘ঢাকাস্থ সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ’ (৩য় পর্যায়)’ শীর্ষক মহাপরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।