মুনিয়া হত্যার বিচার দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ

কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়া ‘আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল’ এমন অভিযোগ এনে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুমিল্লা নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরীর টাউনহলের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ঘটনার প্রায় ১০ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘আমরা দেখেছি এ হত্যাকা- নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। হত্যার জন্য এ বাংলাদেশে কাউকে লাইসেন্স দেয়া হয় নাই। নিরপেক্ষভাবে তদন্তক্রমে সঠিক ঘটনা জাতির সামনে তুলে ধরতে তিনি গণমাধ্যম এবং পুলিশের সহযোগিতা কামনা করেন।’

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়া হত্যায় জড়িত ও পলাতক আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তারে দাবি করেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কুমিল্লা থেকে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর, প্রেসিডিয়াম সদস্য এমদাদুল হক, সংগঠনের জেলা সভাপতি তারিকুর রহমান জুয়েল, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুর রহমান, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাইমুল হক হিমেল প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।

image

কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়া হত্যায় জড়িতদের বিচার দাবিতে গতকাল কুমিল্লায় মানববন্ধন -সংবাদ

আরও খবর
সারাদেশে নিম্নমানের ভেজাল সেমাই বাজারে
চীনের উপহারের ৫ লাখ টিকা আসছে ১২ মে’র মধ্যে পররাষ্ট্রমন্ত্রী
রংপুরে শপিংমলগুলোতে চরম অরাজকতা, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না
সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন ব্যাখ্যা দিল মন্ত্রণালয়
করোনা-পরবর্তী জটিলতায় ভুগছেন খালেদা জিয়া
তৃতীয় দফায় মুখ্যমন্ত্রীর শপথ নিলেন মমতা
সরকারকে ফাঁকি দেয়া যায় মৃত্যুকে নয় : কাদের
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতাদের মুক্তির জন্য হেফাজতের সাক্ষাৎ
এপ্রিলে সড়ক দুর্ঘটনা ৩৯৭টি প্রাণ ঝরলো ৪৫২
দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে আ’লীগ : তথ্যমন্ত্রী
দোকানপাট শপিংমল খোলা রাত ৮টা পর্যন্ত

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ , ২৪ বৈশাখ ১৪২৮ ২৪ রমজান ১৪৪২

মুনিয়া হত্যার বিচার দাবিতে কুমিল্লায় প্রতিবাদ সমাবেশ

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

image

কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়া হত্যায় জড়িতদের বিচার দাবিতে গতকাল কুমিল্লায় মানববন্ধন -সংবাদ

কলেজছাত্রী মোশারাত জাহান মুনিয়া ‘আত্মহত্যা করেনি, তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল’ এমন অভিযোগ এনে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুমিল্লা নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে নগরীর টাউনহলের সামনে জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মহানগর যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ঘটনার প্রায় ১০ দিন অতিবাহিত হলেও এ ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে কুমিল্লা সদর আসনের এমপি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘আমরা দেখেছি এ হত্যাকা- নিয়ে বিভিন্ন মিডিয়া বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা করছে। হত্যার জন্য এ বাংলাদেশে কাউকে লাইসেন্স দেয়া হয় নাই। নিরপেক্ষভাবে তদন্তক্রমে সঠিক ঘটনা জাতির সামনে তুলে ধরতে তিনি গণমাধ্যম এবং পুলিশের সহযোগিতা কামনা করেন।’

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে মুক্তিযোদ্ধার সন্তান মুনিয়া হত্যায় জড়িত ও পলাতক আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের গ্রেপ্তারে দাবি করেন। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কুমিল্লা থেকে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবীর, প্রেসিডিয়াম সদস্য এমদাদুল হক, সংগঠনের জেলা সভাপতি তারিকুর রহমান জুয়েল, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, মহানগর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর মাসুদুর রহমান, মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাইমুল হক হিমেল প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সন্ধ্যায় রাজধানী গুলশানের একটি অভিজাত ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন।