নদী বাঁচাতে হবে

দেশে মোট কয়টি নদী আছে তার সঠিক পরিসংখ্যান নেই। যদি বলা হয়, বাংলাদেশ এখন নদী বিপর্যয়ের দেশ তাহলে ভুল হবে না। একটি গবেষণা বলছে, দেশের প্রায় ২৫০টি ঐতিহ্যবাহী নদ-নদী মরে গেছে। অনেক নদী ভরাট ও বেদখল হয়েছে। এভাবেই দেশের বহু নদী তাদের নাব্য, গভীরতা ও আকৃতি হারাচ্ছে। নদী দেখভাল করার জন্য নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় নেই। নদীর অংশবিশেষের সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় যুক্ত। নদী রক্ষায় মন্ত্রণালগুলোর কার্যকর সমন্বিত উদ্যোগ দেখা যায় না।

মানুষের দেহের শিরা-উপশিরা নষ্ট হলে যেমন মৃত্যু অনিবার্য, ঠিক একইভাবে আমাদের নদীগুলোকে দখল-দূষণ থেকে রক্ষা করতে না পারলে দেশকে রক্ষা করা কঠিন, দেশের জলবায়ু এবং এই নদীপাড়ের মানুষগুলোকে রক্ষা করা কঠিন। সেজন্য আমাদের সবাইকে নদী রক্ষায় আত্মনিয়োগ করতে হবে। নদ-নদী বাঁচাতে ব্যাপকভাবে নদী খননের উদ্যোগ নিতে হবে। ব্যাপক মানুষের অংশগ্রহণের মাধ্যমে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করার কথা ভাবতে হবে।

শাহ বিলিয়া জুলফিকার।

বৃহস্পতিবার, ০৬ মে ২০২১ , ২৪ বৈশাখ ১৪২৮ ২৪ রমজান ১৪৪২

নদী বাঁচাতে হবে

দেশে মোট কয়টি নদী আছে তার সঠিক পরিসংখ্যান নেই। যদি বলা হয়, বাংলাদেশ এখন নদী বিপর্যয়ের দেশ তাহলে ভুল হবে না। একটি গবেষণা বলছে, দেশের প্রায় ২৫০টি ঐতিহ্যবাহী নদ-নদী মরে গেছে। অনেক নদী ভরাট ও বেদখল হয়েছে। এভাবেই দেশের বহু নদী তাদের নাব্য, গভীরতা ও আকৃতি হারাচ্ছে। নদী দেখভাল করার জন্য নির্দিষ্ট কোনো মন্ত্রণালয় নেই। নদীর অংশবিশেষের সঙ্গে অনেকগুলো মন্ত্রণালয় যুক্ত। নদী রক্ষায় মন্ত্রণালগুলোর কার্যকর সমন্বিত উদ্যোগ দেখা যায় না।

মানুষের দেহের শিরা-উপশিরা নষ্ট হলে যেমন মৃত্যু অনিবার্য, ঠিক একইভাবে আমাদের নদীগুলোকে দখল-দূষণ থেকে রক্ষা করতে না পারলে দেশকে রক্ষা করা কঠিন, দেশের জলবায়ু এবং এই নদীপাড়ের মানুষগুলোকে রক্ষা করা কঠিন। সেজন্য আমাদের সবাইকে নদী রক্ষায় আত্মনিয়োগ করতে হবে। নদ-নদী বাঁচাতে ব্যাপকভাবে নদী খননের উদ্যোগ নিতে হবে। ব্যাপক মানুষের অংশগ্রহণের মাধ্যমে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করার কথা ভাবতে হবে।

শাহ বিলিয়া জুলফিকার।