টিসিবির পণ্য বিক্রির সময় বাড়ল ৩ দিন

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) রমজানের পণ্য বিক্রির শেষ দিন ছিল গতকাল। তবে গ্রাহকদের বাড়তি চাহিদা থাকায় পণ্য বিক্রি কার্যক্রম ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল টিসিবি মুখপাত্র হুমায়ুন কবির বিষয়টি জানান। তিনি জানান, এ তিনদিন পণ্য একই হারে বরাদ্দ দেয়া হবে। ট্রাকসেল ও বিক্রয় কেন্দ্রের সংখ্যাও আগের মতো থাকবে।

বাজারে পণ্যমূল্য বেশি থাকায় দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের ভরসা এখন টিসিবি। করোনার মধ্যে এ রোজায় প্রতিদিনই তারা লাইন ধরে দাঁড়াচ্ছেন ন্যায্যমূল্যের পণ্যবাহী ট্রাকের পেছনে। করোনায় সৃষ্ট মহামারীতে আয়-রোজগার কমে যাওয়া ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য। এবার রমজানে বাজারের চাহিদার ১০ শতাংশের বেশি ভোজ্যতেল বিক্রি করেছে টিসিবি। অন্য পণ্যও চাহিদার ৫ থেকে ৭ শতাংশ হবে। এবার অন্য সব বছরের চেয়ে পণ্য বিক্রি বাড়ানো হয়েছে। গত বছর টিসিবি ২৩ হাজার টন পেঁয়াজ বিক্রি করে। এবার ৭৮ হাজার টন বিক্রি করা হয়েছে। গত বছর ২৫ হাজার টন ভোজ্যতেল বিক্রি করা হয়। এবার তা বাড়িয়ে ৩৩ হাজার টন করা হয়েছে।

টিসিবি সূত্রে জানা যায়, এবার রমজানে সারাদেশে প্রতিদিন ৫০০ ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে ১ হাজার ৪০০ লিটার তেল, ৬০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ৪০০ কেজি ছোলা বিক্রি করা হচ্ছে। এর আগে পেঁয়াজ ও খেজুর বিক্রি করা হয়েছে। রমজান উপলক্ষে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা ও ৫৫ টাকা দরে চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করছে সংস্থাটি।

শুক্রবার, ০৭ মে ২০২১ , ২৫ বৈশাখ ১৪২৮ ২৫ রমজান ১৪৪২

টিসিবির পণ্য বিক্রির সময় বাড়ল ৩ দিন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) রমজানের পণ্য বিক্রির শেষ দিন ছিল গতকাল। তবে গ্রাহকদের বাড়তি চাহিদা থাকায় পণ্য বিক্রি কার্যক্রম ৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল টিসিবি মুখপাত্র হুমায়ুন কবির বিষয়টি জানান। তিনি জানান, এ তিনদিন পণ্য একই হারে বরাদ্দ দেয়া হবে। ট্রাকসেল ও বিক্রয় কেন্দ্রের সংখ্যাও আগের মতো থাকবে।

বাজারে পণ্যমূল্য বেশি থাকায় দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের ভরসা এখন টিসিবি। করোনার মধ্যে এ রোজায় প্রতিদিনই তারা লাইন ধরে দাঁড়াচ্ছেন ন্যায্যমূল্যের পণ্যবাহী ট্রাকের পেছনে। করোনায় সৃষ্ট মহামারীতে আয়-রোজগার কমে যাওয়া ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্তদের কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে টিসিবির পণ্য। এবার রমজানে বাজারের চাহিদার ১০ শতাংশের বেশি ভোজ্যতেল বিক্রি করেছে টিসিবি। অন্য পণ্যও চাহিদার ৫ থেকে ৭ শতাংশ হবে। এবার অন্য সব বছরের চেয়ে পণ্য বিক্রি বাড়ানো হয়েছে। গত বছর টিসিবি ২৩ হাজার টন পেঁয়াজ বিক্রি করে। এবার ৭৮ হাজার টন বিক্রি করা হয়েছে। গত বছর ২৫ হাজার টন ভোজ্যতেল বিক্রি করা হয়। এবার তা বাড়িয়ে ৩৩ হাজার টন করা হয়েছে।

টিসিবি সূত্রে জানা যায়, এবার রমজানে সারাদেশে প্রতিদিন ৫০০ ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে। প্রতিটি ট্রাকে ১ হাজার ৪০০ লিটার তেল, ৬০০ কেজি চিনি, ৩০০ কেজি মসুর ডাল ও ৪০০ কেজি ছোলা বিক্রি করা হচ্ছে। এর আগে পেঁয়াজ ও খেজুর বিক্রি করা হয়েছে। রমজান উপলক্ষে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১০০ টাকা ও ৫৫ টাকা দরে চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করছে সংস্থাটি।