বাঘায় ঘর পাচ্ছেন আরও ২০ পরিবার

রাজশাহীর বাঘায় আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে আরও ২০টি গৃহহীন পরিবার পাচ্ছেন পাকা ঘর। এর আগে ১৫টি পরিবারকে ঘর করে দেয়া হয়েছিল।

জানা গেছে, দেশব্যাপী-ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মানুষদের জন্য চলছে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে পাকা ঘর নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের মূল উদ্দেশ্য অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে প্রতিজনের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে দ্বিতীয় দফায় উপজোলায় ২০টি পরিবারকে ২ শতাংশ সরকারি জমিসহ পাকা ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। তিনি বলেন, যদিও এটি প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ। তবু স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকায় এ প্রকল্প বাস্তবায়নে অনেক অবদান রয়েছে।

শুক্রবার, ০৭ মে ২০২১ , ২৫ বৈশাখ ১৪২৮ ২৫ রমজান ১৪৪২

বাঘায় ঘর পাচ্ছেন আরও ২০ পরিবার

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

রাজশাহীর বাঘায় আশ্রয়ণ প্রকল্প-২ এর মাধ্যমে আরও ২০টি গৃহহীন পরিবার পাচ্ছেন পাকা ঘর। এর আগে ১৫টি পরিবারকে ঘর করে দেয়া হয়েছিল।

জানা গেছে, দেশব্যাপী-ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল মানুষদের জন্য চলছে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে পাকা ঘর নির্মাণ প্রকল্প। এ প্রকল্পের মূল উদ্দেশ্য অসহায় দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন, ঋণ প্রদান ও প্রশিক্ষণের মাধ্যমে জীবিকা নির্বাহে সক্ষম করে তোলা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা বলেন, আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে প্রতিজনের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে দ্বিতীয় দফায় উপজোলায় ২০টি পরিবারকে ২ শতাংশ সরকারি জমিসহ পাকা ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। তিনি বলেন, যদিও এটি প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ। তবু স্থানীয় সাংসদের পক্ষ থেকে তার নির্বাচনী এলাকায় এ প্রকল্প বাস্তবায়নে অনেক অবদান রয়েছে।