কামাল আহমেদের ‘প্রথম প্রেম’

বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। আজ পঁচিশে বৈশাখ তার ১৬০তম জন্মজয়ন্তী। সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণকারী মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার এই কবির এ জন্মজয়ন্তী উপলক্ষে আজ প্রকাশ হতে যাচ্ছে শিল্পী কামাল আহমেদের নতুন গানের অ্যালবাম ‘প্রথম প্রেম’। কবিগুরুর প্রেম পর্যায়ের ১০টি গান দিয়ে সাজানো এই অ্যালবামটি প্রকাশ করছে ‘মিউজিক অব বেঙ্গল’ নামের সংগীত প্রতিষ্ঠান। অ্যালবামের সংগীত আয়োজন করেছেন এই সময়ের অন্যতম প্রতিভাবান সংগীত পরিচালক ও শিল্পী- ইবনে রাজন। অ্যালবামের গানগুলো হলো- ‘সকরুণ বেণু বাজায়ে কে’, ‘ভালোবেসে যদি সুখ নাহি’, ‘তুমি একটু কেবল বসতে দিও কাছে’, ‘অনেক পাওয়ার মাঝে মাঝে’, ‘অনেক কথা যাও যে বলে’, ‘আজি সাঁঝের যমুননায় গো’, বধূ মিছে রাগ কোরো না’, ‘ওই জানালার কাছে বসে আছে’, ‘আমার নিশীথরাতের বাদলধারা’ এবং ‘আমার পরান যাহা চাই’। অ্যালবামটি নিয়ে শিল্পী কামাল আহমেদ বলেন, ‘পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এমন দিনে কবির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে এবার কণ্ঠে তুলে নিয়েছি তার প্রেম পর্যায়ের ১০টি গান। আমার অত্যন্ত ভালোলাগার এই গানগুলো নিয়ে ইবনে রাজনের দারুণ পরিচ্ছন্ন সংগীত আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আশা করি যারা অ্যালবামের গানগুলো শুনবেন তাদেরও ভালো লাগবে-নতুন স্বাদ পাবেন।’

শনিবার, ০৮ মে ২০২১ , ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

কামাল আহমেদের ‘প্রথম প্রেম’

বিনোদন প্রতিবেদক |

image

বাংলা ভাষা ও সাহিত্যের অনন্য পুরুষ রবীন্দ্রনাথ ঠাকুর। আজ পঁচিশে বৈশাখ তার ১৬০তম জন্মজয়ন্তী। সাহিত্যের প্রায় সকল শাখায় বিচরণকারী মানবতাবাদী ও অসাম্প্রদায়িক চেতনার এই কবির এ জন্মজয়ন্তী উপলক্ষে আজ প্রকাশ হতে যাচ্ছে শিল্পী কামাল আহমেদের নতুন গানের অ্যালবাম ‘প্রথম প্রেম’। কবিগুরুর প্রেম পর্যায়ের ১০টি গান দিয়ে সাজানো এই অ্যালবামটি প্রকাশ করছে ‘মিউজিক অব বেঙ্গল’ নামের সংগীত প্রতিষ্ঠান। অ্যালবামের সংগীত আয়োজন করেছেন এই সময়ের অন্যতম প্রতিভাবান সংগীত পরিচালক ও শিল্পী- ইবনে রাজন। অ্যালবামের গানগুলো হলো- ‘সকরুণ বেণু বাজায়ে কে’, ‘ভালোবেসে যদি সুখ নাহি’, ‘তুমি একটু কেবল বসতে দিও কাছে’, ‘অনেক পাওয়ার মাঝে মাঝে’, ‘অনেক কথা যাও যে বলে’, ‘আজি সাঁঝের যমুননায় গো’, বধূ মিছে রাগ কোরো না’, ‘ওই জানালার কাছে বসে আছে’, ‘আমার নিশীথরাতের বাদলধারা’ এবং ‘আমার পরান যাহা চাই’। অ্যালবামটি নিয়ে শিল্পী কামাল আহমেদ বলেন, ‘পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এমন দিনে কবির প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে এবার কণ্ঠে তুলে নিয়েছি তার প্রেম পর্যায়ের ১০টি গান। আমার অত্যন্ত ভালোলাগার এই গানগুলো নিয়ে ইবনে রাজনের দারুণ পরিচ্ছন্ন সংগীত আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আশা করি যারা অ্যালবামের গানগুলো শুনবেন তাদেরও ভালো লাগবে-নতুন স্বাদ পাবেন।’