শতরঞ্জিপল্লীর কেউ প্রণোদনা পায়নি : মানবেতর জীবনে শত শত নারী শ্রমিক

আওয়ামী লীগ করেন বলে করোনাকালীন ক্ষতিগ্রস্ত শতবর্ষের ঐতিহ্যবাহী শতরজ্ঞি শিল্পের অন্যতম প্রতিষ্ঠান শতরজ্ঞি পল্লীর কর্ণধার আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম দুলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত প্রণোদনার অর্থ পেলেন না। অথচ ওই প্রতিষ্ঠানে কর্মরত তিনশতাধিক নারী শ্রমিক অর্থের অভাবে তিন মাস ধরে বেতন পাচ্ছেন না।

বিসিক রংপুরের ভারপ্রাপ্ত ডিজিএম শামীম আহাম্মেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রদত্ত প্রনোদনার অর্থ করোনায় ক্ষতিগ্রস্ত প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে না দিয়ে অখ্যাত প্রতিষ্ঠানকে প্রদান করার অভিযোগ উঠেছে।

বিসিক সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের কারণে রংপুরে শতবর্ষের ঐতিহ্য শতরজ্ঞি শিল্পকে আরও টিকিয়ে রাখার জন্য রংপুর নগরীর নিসবেতগজ্ঞ এলাকায় বেশ কয়েকটি শতরজ্ঞি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে উৎপাদিত পন্য দেশ বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এসব কারখানায় শত শত নারী শ্রমিক কাজ করে। কিন্তু গতবছর থেকে করোনার কারনে অব্যাহত লকডাউন চলতি বছরেও লকডাউনের সহ করোনার দুর্যোগের কারণে এসব প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বিক্রি প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছে। ফলে এ শিল্পে কর্মরত নারী শ্রমিকরা প্রায় তিন মাস ধরে কোন বেতন পাচ্ছেন না। ফলে নারী শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতরভাবে দিন কাটাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রণোদনা প্রদান করেছেন। রংপুরের জন্য বরাদ্দ করা হয়েছে ৮০ লাখ টাকা।

এ ব্যাপারে রংপুর নগরীর নিসবেতগজ্ঞ এলাকায় অবস্থিত শতরজ্ঞি পল্লীর মালিক রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমানে মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম দুলাল অভিযোগ করেন তার প্রতিষ্ঠান প্রায় দেড় বছর ধরে করোনা সংক্রমণের কারনে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত নারী শ্রমিকদের তিন মাস ধরে অর্থের অভাবে বেতন দিতে পাচ্ছেন না। আবার প্রতিষ্ঠানটি বন্ধ করতে পারছেন না তিন শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলে। এমনি অবস্থায় প্রণোদনার অর্থ পাবার জন্য রংপুরের বিসিক অফিসের ভারপ্রাপ্রাপ্ত ডিজিএমের কাছে লিখিতভাবে আবেদন করেন। তার মতো আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানও আবেদন করে। এরপর তিনি সরাসরি বিসিক কর্মকর্তা শামিম আহাম্মেদের সাথে যোগাযোগ করলে তাকে ওই কর্মকর্তা বলেন আওয়ামী লীগ করা কিংবা সরকারি দলের কোন প্রতিষ্ঠানকে প্রণোদনা দেয়া হবে না। তার পরেও তিনি তার প্রতিষ্ঠানে গিয়ে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রী প্রদত্ত প্রণোদনার অর্থ প্রদানের অনুরোধ জানান। কিন্তু বার বারই ওই কর্মকর্তা আওয়ামী লীগের মালিকানাধীন কাউকে প্রণোদনার অর্থ দেয়া হবে না বলে জানান।

এদিকে ২-৩ দিন আগে বিসিকের ওই কর্মকর্তা গোপনে নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠানকে ৮০ লাখ টাকা প্রদান করেছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএম শামি আহাম্মেদের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদকে জানান তিনি ৪৫টি প্রতিষ্ঠানকে প্রণোদনার অর্থ প্রদান করে ফেলেছেন। শতরজ্ঞি পল্লী আবেদন করার পরেও কেন তাকে দেয়া হলো না জানতে চাইলে তিনি বলেন সমস্যা আছে বলে দেয়া যায়নি। তবে আওয়ামী লীগ নেতা ও শতরজ্ঞি পল্লীর মালিক আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম দুলাল অভিযোগ করেন বিসিক কর্মকর্তা আওয়ামী লীগের কাউকে প্রণোদনার অর্থ দেয়া যাবে না বলে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। তিনি তদন্ত করে বিচার দাবি করেন।

রবিবার, ০৯ মে ২০২১ , ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

শতরঞ্জিপল্লীর কেউ প্রণোদনা পায়নি : মানবেতর জীবনে শত শত নারী শ্রমিক

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর

আওয়ামী লীগ করেন বলে করোনাকালীন ক্ষতিগ্রস্ত শতবর্ষের ঐতিহ্যবাহী শতরজ্ঞি শিল্পের অন্যতম প্রতিষ্ঠান শতরজ্ঞি পল্লীর কর্ণধার আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম দুলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত প্রণোদনার অর্থ পেলেন না। অথচ ওই প্রতিষ্ঠানে কর্মরত তিনশতাধিক নারী শ্রমিক অর্থের অভাবে তিন মাস ধরে বেতন পাচ্ছেন না।

বিসিক রংপুরের ভারপ্রাপ্ত ডিজিএম শামীম আহাম্মেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রদত্ত প্রনোদনার অর্থ করোনায় ক্ষতিগ্রস্ত প্রকৃত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে না দিয়ে অখ্যাত প্রতিষ্ঠানকে প্রদান করার অভিযোগ উঠেছে।

বিসিক সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণের কারণে রংপুরে শতবর্ষের ঐতিহ্য শতরজ্ঞি শিল্পকে আরও টিকিয়ে রাখার জন্য রংপুর নগরীর নিসবেতগজ্ঞ এলাকায় বেশ কয়েকটি শতরজ্ঞি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে উৎপাদিত পন্য দেশ বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। এসব কারখানায় শত শত নারী শ্রমিক কাজ করে। কিন্তু গতবছর থেকে করোনার কারনে অব্যাহত লকডাউন চলতি বছরেও লকডাউনের সহ করোনার দুর্যোগের কারণে এসব প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বিক্রি প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছে। ফলে এ শিল্পে কর্মরত নারী শ্রমিকরা প্রায় তিন মাস ধরে কোন বেতন পাচ্ছেন না। ফলে নারী শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতরভাবে দিন কাটাচ্ছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের জন্য প্রণোদনা প্রদান করেছেন। রংপুরের জন্য বরাদ্দ করা হয়েছে ৮০ লাখ টাকা।

এ ব্যাপারে রংপুর নগরীর নিসবেতগজ্ঞ এলাকায় অবস্থিত শতরজ্ঞি পল্লীর মালিক রংপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্তমানে মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রফিকুল ইসলাম দুলাল অভিযোগ করেন তার প্রতিষ্ঠান প্রায় দেড় বছর ধরে করোনা সংক্রমণের কারনে রুগ্ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার প্রতিষ্ঠানে কর্মরত নারী শ্রমিকদের তিন মাস ধরে অর্থের অভাবে বেতন দিতে পাচ্ছেন না। আবার প্রতিষ্ঠানটি বন্ধ করতে পারছেন না তিন শতাধিক শ্রমিক কর্মহীন হয়ে পড়বে বলে। এমনি অবস্থায় প্রণোদনার অর্থ পাবার জন্য রংপুরের বিসিক অফিসের ভারপ্রাপ্রাপ্ত ডিজিএমের কাছে লিখিতভাবে আবেদন করেন। তার মতো আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানও আবেদন করে। এরপর তিনি সরাসরি বিসিক কর্মকর্তা শামিম আহাম্মেদের সাথে যোগাযোগ করলে তাকে ওই কর্মকর্তা বলেন আওয়ামী লীগ করা কিংবা সরকারি দলের কোন প্রতিষ্ঠানকে প্রণোদনা দেয়া হবে না। তার পরেও তিনি তার প্রতিষ্ঠানে গিয়ে বাস্তব অবস্থা পর্যবেক্ষণ করে প্রধানমন্ত্রী প্রদত্ত প্রণোদনার অর্থ প্রদানের অনুরোধ জানান। কিন্তু বার বারই ওই কর্মকর্তা আওয়ামী লীগের মালিকানাধীন কাউকে প্রণোদনার অর্থ দেয়া হবে না বলে জানান।

এদিকে ২-৩ দিন আগে বিসিকের ওই কর্মকর্তা গোপনে নাম সর্বস্ব কিছু প্রতিষ্ঠানকে ৮০ লাখ টাকা প্রদান করেছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে বিসিকের ভারপ্রাপ্ত ডিজিএম শামি আহাম্মেদের সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সংবাদকে জানান তিনি ৪৫টি প্রতিষ্ঠানকে প্রণোদনার অর্থ প্রদান করে ফেলেছেন। শতরজ্ঞি পল্লী আবেদন করার পরেও কেন তাকে দেয়া হলো না জানতে চাইলে তিনি বলেন সমস্যা আছে বলে দেয়া যায়নি। তবে আওয়ামী লীগ নেতা ও শতরজ্ঞি পল্লীর মালিক আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম দুলাল অভিযোগ করেন বিসিক কর্মকর্তা আওয়ামী লীগের কাউকে প্রণোদনার অর্থ দেয়া যাবে না বলে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। তিনি তদন্ত করে বিচার দাবি করেন।