ভিন্ন আঙ্গিকে ঈদের ইত্যাদি

করোনার কারণে এবারের ঈদে ইত্যাদির চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি। তবে দর্শকরা যাতে নিরাশ না হয় সেজন্য ইত্যাদির কয়েকটি পর্ব থেকে সংকলন করে তার সঙ্গো নতুনভাবে ধারণ করে সংযোজন করে তৈরি হয়েছে এই বিশেষ ঈদ পর্বে। এবারের ইত্যাদির বিভিন্ন পর্বে দেশের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দেখা যাবে। বরাবরের মতো এবারেও ‘ইত্যাদি’ শুরু করা হবে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গান দিয়ে। ইতাদির নিয়মিত পর্ব মামা-ভাগ্নে ও নানী-নাতির বিশেষ নাট্যাংশসহ ঈদকে ঘিরে রয়েছে আরো ডজনখানেক বিদ্রƒপাত্মক রসালো নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।

রবিবার, ০৯ মে ২০২১ , ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

ভিন্ন আঙ্গিকে ঈদের ইত্যাদি

বিনোদন প্রতিবেদক |

image

করোনার কারণে এবারের ঈদে ইত্যাদির চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি। তবে দর্শকরা যাতে নিরাশ না হয় সেজন্য ইত্যাদির কয়েকটি পর্ব থেকে সংকলন করে তার সঙ্গো নতুনভাবে ধারণ করে সংযোজন করে তৈরি হয়েছে এই বিশেষ ঈদ পর্বে। এবারের ইত্যাদির বিভিন্ন পর্বে দেশের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দেখা যাবে। বরাবরের মতো এবারেও ‘ইত্যাদি’ শুরু করা হবে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গান দিয়ে। ইতাদির নিয়মিত পর্ব মামা-ভাগ্নে ও নানী-নাতির বিশেষ নাট্যাংশসহ ঈদকে ঘিরে রয়েছে আরো ডজনখানেক বিদ্রƒপাত্মক রসালো নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড। ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।