এভারেস্ট চূড়ায় ২৫ বার উঠে বিশ্বরেকর্ড

এক এক করে টানা ২৫তম বারের মতো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠলেন নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা। ২৫তম বারের মতো এভারেস্ট জয় করে নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি। ভেঙেছেন নিজেরই আগের ২৪ বার এভারেস্ট জয় করার রেকর্ড।

এভারেস্টের চূড়ায় ওঠার জন্য ১২ সদস্যের একটি দলের সঙ্গী হন তিনি। দলের সবার আগে এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হন শেরপা। এ বিষয়ে এভারেস্টে অভিযান সংগঠন সেভেন সামিট ট্রেকসের সংগঠক মিংমা শেরপা বলেন, ২৫তম বারের মতো চূড়ায় উঠে কামি রিটা নতুন একটি রেকর্ড গড়েছেন। এনডিটিভি

এর আগে ২০১৯ সালের মে মাসে ছয় দিনের মধ্যে দু’বার এভারেস্ট জয় করেছিলেন তিনি। এ বছরের ১৫ মে ২৩তম বারের মতো এভারেস্ট চূড়া জয় করেন রিতা। এর ছয় দিন পরই ২১ মে ২৪তম বারের মতো ফের এভারেস্ট জয় করেছিলেন। এতদিন সেটাই ছিল সবচেয়ে বেশিবার এভারেস্ট জয়ের রেকর্ড। কামি রিতা শেরপার দুই প্রতিদ্বন্দ্বী আপা শেরপা ও পূর্বা তাশি শেরপার ২১ বার করে পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট জয়ের রেকর্ড রয়েছে। তবে ২১ বার করে জয় করার পর অবসর নেন তারা দু’জন। কিন্তু এগিয়ে যেতে থাকেন রিতা শেরপা।

২০১৭ সালেই আপ ও পূর্বা তাশি শেরপাকে ধরে ফেলেন রিতা। এরপর ২০১৮ সালে ২২তম বার এভারেস্ট জয় করে গড়েন বিশ্ব রেকর্ড।

রবিবার, ০৯ মে ২০২১ , ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

এভারেস্ট চূড়ায় ২৫ বার উঠে বিশ্বরেকর্ড

image

এভারেস্টের চূড়ায় নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা

এক এক করে টানা ২৫তম বারের মতো পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠলেন নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা। ২৫তম বারের মতো এভারেস্ট জয় করে নিজেকেই ছাড়িয়ে গেলেন তিনি। ভেঙেছেন নিজেরই আগের ২৪ বার এভারেস্ট জয় করার রেকর্ড।

এভারেস্টের চূড়ায় ওঠার জন্য ১২ সদস্যের একটি দলের সঙ্গী হন তিনি। দলের সবার আগে এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হন শেরপা। এ বিষয়ে এভারেস্টে অভিযান সংগঠন সেভেন সামিট ট্রেকসের সংগঠক মিংমা শেরপা বলেন, ২৫তম বারের মতো চূড়ায় উঠে কামি রিটা নতুন একটি রেকর্ড গড়েছেন। এনডিটিভি

এর আগে ২০১৯ সালের মে মাসে ছয় দিনের মধ্যে দু’বার এভারেস্ট জয় করেছিলেন তিনি। এ বছরের ১৫ মে ২৩তম বারের মতো এভারেস্ট চূড়া জয় করেন রিতা। এর ছয় দিন পরই ২১ মে ২৪তম বারের মতো ফের এভারেস্ট জয় করেছিলেন। এতদিন সেটাই ছিল সবচেয়ে বেশিবার এভারেস্ট জয়ের রেকর্ড। কামি রিতা শেরপার দুই প্রতিদ্বন্দ্বী আপা শেরপা ও পূর্বা তাশি শেরপার ২১ বার করে পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট জয়ের রেকর্ড রয়েছে। তবে ২১ বার করে জয় করার পর অবসর নেন তারা দু’জন। কিন্তু এগিয়ে যেতে থাকেন রিতা শেরপা।

২০১৭ সালেই আপ ও পূর্বা তাশি শেরপাকে ধরে ফেলেন রিতা। এরপর ২০১৮ সালে ২২তম বার এভারেস্ট জয় করে গড়েন বিশ্ব রেকর্ড।