ঈদের আগে দূরপাল্লার গণপরিবহন চালু দাবি

ঈদের আগে দূরপাল্লার গণপরিবহন চালুসহ ৫ দফা দাবি জানিয়েছেন সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। এছাড়া যানবাহন মেরামত, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার জন্য সহজ শর্তে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার দাবি জানান তারা। এই দাবি মানা না হলে ঈদের দিন সকাল ১০ থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশের বাস ও ট্রাক টার্মিনালে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা।

তাদের অন্য দাবিগুলো হলো- লকডাউনে কর্মহীন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য-সমগ্রী প্রদান, বাস-ট্রাক টার্মিনালে ১০ টাকা মূল্যে চাল বিক্রয়ে ব্যবস্থা করা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফসহ কিস্তি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা ও ব্যতীত ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য ফি মওকুফ করে জরিমানা ব্যতীত কাগজপত্র হালনাগাদের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির দাবি জানানো হয়।

গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠন দু’টির নেতারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ ও জেনারেল সেক্রেটারি আবু রায়হান প্রমুখ।

সংবাদ সম্মেলনে শাজাহান খান বলেন, মালিক-শ্রমিক নেতারাও বিশেষজ্ঞ। তাদের বক্তব্য না শুনে পরিবহন চলাচল নিয়ে কোন সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। তিনি বলেন, ‘যদি ফেরির অবস্থা দেখেন, তাহলে বুঝতে পারবেন, মানুষ যেভাবেই হোক বাড়ি যেতে চায়। আমাদের বিশেষজ্ঞরা মানুষের কথা বুঝতে চান না।‘ রাতের বেলায় লুকিয়ে বাস চালানোর অভিযোগের জবাবে শাজাহান খান বলেন, এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই। এটা ঠেকানো পুলিশ ও প্রশাসনের দায়িত্ব।

লিখিত বক্তব্যে শাজাহান খান বলেন, প্রায় ৭০ লাখ পরিবহন শ্রমিকের মধ্যে মাত্র দুই থেকে আড়াই লাখ শ্রমিক সরকারের অনুদান হিসেবে আড়াই হাজার করে টাকা পেয়েছে। খুব কষ্টে কাটছে শ্রমিকদের দিন। পরিবহন মালিকদের অবস্থা ভালো নয়। সুদের বোঝা বৃদ্ধি পাওয়ায় বহু গাড়ি লিজিং কোম্পানি বাজেয়াপ্ত করেছে। মালিকেরা সরকারের ট্যাক্স ফি কর ইত্যাদি দিতে পারছেন না।

আরও খবর
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অভিবাসীর ৭৭ শতাংশই চাকরি খুঁজছেন
আজ শবে কদর
সোহরাওয়ার্দীতে গাছ কাটা নিয়ে উদ্বিগ্ন না হতে বলেছেন কাদের
আজ বিশ্ব মা দিবস
করোনাকালে শাহজালাল বিমানবন্দর দিয়ে ফিরেছেন ১৩ লাখ যাত্রী
পরিযায়ী পাখি দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে পরিবেশমন্ত্রী
ক্লাসে যেতে না পারায় ক্ষোভে সবুজবাগ স্কুল ছাত্রের আত্মহত্যা
এক দারোয়ান খুনসহ একদিনে ৩ লাশ উদ্ধার
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মমতার
ছাত্র অধিকার নেতাকর্মীদের মুক্তি দাবি ১৮ বিশিষ্ট নাগরিকের
কোম্পানীগঞ্জ ফের অশান্ত আ’লীগ দু’গ্রুপে সংঘর্ষ মামলা ও গ্রেপ্তার
নন-একাডেমিক ব্যক্তিকে ট্রেজারার নিয়োগে নিন্দা

রবিবার, ০৯ মে ২০২১ , ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

ঈদের আগে দূরপাল্লার গণপরিবহন চালু দাবি

নিজস্ব বার্তা পরিবেশক

ঈদের আগে দূরপাল্লার গণপরিবহন চালুসহ ৫ দফা দাবি জানিয়েছেন সড়ক পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। এছাড়া যানবাহন মেরামত, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার জন্য সহজ শর্তে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার দাবি জানান তারা। এই দাবি মানা না হলে ঈদের দিন সকাল ১০ থেকে বেলা ১২টা পর্যন্ত সারাদেশের বাস ও ট্রাক টার্মিনালে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন সড়ক পরিবহন মালিক ও শ্রমিকরা।

তাদের অন্য দাবিগুলো হলো- লকডাউনে কর্মহীন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য-সমগ্রী প্রদান, বাস-ট্রাক টার্মিনালে ১০ টাকা মূল্যে চাল বিক্রয়ে ব্যবস্থা করা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদ মওকুফসহ কিস্তি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা ও ব্যতীত ড্রাইভিং লাইসেন্স ও অন্যান্য ফি মওকুফ করে জরিমানা ব্যতীত কাগজপত্র হালনাগাদের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির দাবি জানানো হয়।

গতকাল জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠন দু’টির নেতারা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সংসদ সদস্য, সাবেক নৌমন্ত্রী শাজাহান খান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ ও জেনারেল সেক্রেটারি আবু রায়হান প্রমুখ।

সংবাদ সম্মেলনে শাজাহান খান বলেন, মালিক-শ্রমিক নেতারাও বিশেষজ্ঞ। তাদের বক্তব্য না শুনে পরিবহন চলাচল নিয়ে কোন সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। তিনি বলেন, ‘যদি ফেরির অবস্থা দেখেন, তাহলে বুঝতে পারবেন, মানুষ যেভাবেই হোক বাড়ি যেতে চায়। আমাদের বিশেষজ্ঞরা মানুষের কথা বুঝতে চান না।‘ রাতের বেলায় লুকিয়ে বাস চালানোর অভিযোগের জবাবে শাজাহান খান বলেন, এ বিষয়ে তাদের কাছে কোন তথ্য নেই। এটা ঠেকানো পুলিশ ও প্রশাসনের দায়িত্ব।

লিখিত বক্তব্যে শাজাহান খান বলেন, প্রায় ৭০ লাখ পরিবহন শ্রমিকের মধ্যে মাত্র দুই থেকে আড়াই লাখ শ্রমিক সরকারের অনুদান হিসেবে আড়াই হাজার করে টাকা পেয়েছে। খুব কষ্টে কাটছে শ্রমিকদের দিন। পরিবহন মালিকদের অবস্থা ভালো নয়। সুদের বোঝা বৃদ্ধি পাওয়ায় বহু গাড়ি লিজিং কোম্পানি বাজেয়াপ্ত করেছে। মালিকেরা সরকারের ট্যাক্স ফি কর ইত্যাদি দিতে পারছেন না।