এক দারোয়ান খুনসহ একদিনে ৩ লাশ উদ্ধার

কেরানীগঞ্জ মডেল থানার আতাশুরে এক দারোয়ানকে ছুরিকাঘাতে হত্যা ও এক যুবকের আত্মহত্যা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজির ড্রাইভার নিহতসহ একদিনে তিনটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের আতাশুরে রতন মিয়ার সাইডে একটি গোডাউনের দারোয়ান শামসুল হককে (৪৪) শুক্রবার গভীর রাতে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহত শামসুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া হাজী মোসলেম উদ্দিনের ছেলে। ধারণা করা হচ্ছে রাতে কোন সংঘবদ্ধ চোর বা ডাকাতের দল গোডাউনে চুরি করতে আসলে শামসুল হক বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবুল বাশার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া জিনজিরা হাউলী এলাকায় মাহাবুব নামের এক যুবক শুক্রবার রাতে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত মাহাবুব নরসিংদী রায়পুরা আবদুল আউয়াল মিয়ার ছেলে। মাহবুব ও তার স্ত্রী দুজনেই জিনজিরা এলাকায় একটি মার্কেটের কাপড়ের দোকানে চাকরি করত। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে।

এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের সামনে রাত একটার দিকে রাস্তার রোড ডিভাইডারের সঙ্গে সিএনজির ধাক্কায় গুরুতর আহত মনসুর তালুকদারকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে তিনি সেখানে মারা যান। পেশায় সিএনজিচালক মনসুরের পিতার নাম শাহ আলম তালুকদার, তিনি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা আউটশাহী গ্রামের স্থায়ী বাসিন্দা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী বলেন, প্রাথমিকভাবে জানা যায়,

মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় নামিয়ে ফেরার পথে ঝিলমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনটি লাশই পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও খবর
আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অভিবাসীর ৭৭ শতাংশই চাকরি খুঁজছেন
আজ শবে কদর
সোহরাওয়ার্দীতে গাছ কাটা নিয়ে উদ্বিগ্ন না হতে বলেছেন কাদের
আজ বিশ্ব মা দিবস
করোনাকালে শাহজালাল বিমানবন্দর দিয়ে ফিরেছেন ১৩ লাখ যাত্রী
পরিযায়ী পাখি দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্যকে সমৃদ্ধ করে পরিবেশমন্ত্রী
ঈদের আগে দূরপাল্লার গণপরিবহন চালু দাবি
ক্লাসে যেতে না পারায় ক্ষোভে সবুজবাগ স্কুল ছাত্রের আত্মহত্যা
নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন মমতার
ছাত্র অধিকার নেতাকর্মীদের মুক্তি দাবি ১৮ বিশিষ্ট নাগরিকের
কোম্পানীগঞ্জ ফের অশান্ত আ’লীগ দু’গ্রুপে সংঘর্ষ মামলা ও গ্রেপ্তার
নন-একাডেমিক ব্যক্তিকে ট্রেজারার নিয়োগে নিন্দা

রবিবার, ০৯ মে ২০২১ , ২৬ বৈশাখ ১৪২৮ ২৬ রমজান ১৪৪২

এক দারোয়ান খুনসহ একদিনে ৩ লাশ উদ্ধার

প্রতিনিধি, কেরানীগঞ্জ (ঢাকা)

কেরানীগঞ্জ মডেল থানার আতাশুরে এক দারোয়ানকে ছুরিকাঘাতে হত্যা ও এক যুবকের আত্মহত্যা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় সড়ক দুর্ঘটনায় সিএনজির ড্রাইভার নিহতসহ একদিনে তিনটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের আতাশুরে রতন মিয়ার সাইডে একটি গোডাউনের দারোয়ান শামসুল হককে (৪৪) শুক্রবার গভীর রাতে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহত শামসুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার গড়াই পাড়া হাজী মোসলেম উদ্দিনের ছেলে। ধারণা করা হচ্ছে রাতে কোন সংঘবদ্ধ চোর বা ডাকাতের দল গোডাউনে চুরি করতে আসলে শামসুল হক বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার এসআই আবুল বাশার বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এছাড়া জিনজিরা হাউলী এলাকায় মাহাবুব নামের এক যুবক শুক্রবার রাতে স্ত্রীর ওড়না গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহত মাহাবুব নরসিংদী রায়পুরা আবদুল আউয়াল মিয়ার ছেলে। মাহবুব ও তার স্ত্রী দুজনেই জিনজিরা এলাকায় একটি মার্কেটের কাপড়ের দোকানে চাকরি করত। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে।

এছাড়া দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসিক এলাকায় পাসপোর্ট অফিসের সামনে রাত একটার দিকে রাস্তার রোড ডিভাইডারের সঙ্গে সিএনজির ধাক্কায় গুরুতর আহত মনসুর তালুকদারকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করলে তিনি সেখানে মারা যান। পেশায় সিএনজিচালক মনসুরের পিতার নাম শাহ আলম তালুকদার, তিনি মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানা আউটশাহী গ্রামের স্থায়ী বাসিন্দা। দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই জুলফিকার আলী বলেন, প্রাথমিকভাবে জানা যায়,

মুন্সীগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় নামিয়ে ফেরার পথে ঝিলমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনটি লাশই পুলিশ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠিয়েছে।