ঈদ উপলক্ষে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম চারদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ওই চারদিন বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন বলেন, ‘সরকারি ছুটি মোতাবেক ১২ মে বুধবার থেকে ১৫ মে শনিবার পর্যন্ত টানা চারদিন দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে মোতাবেক ওই চারদিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।’

জানা গেছে, ছুটির বিষয়টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীসহ বন্দরসংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। ঈদের ছুটি শেষে ১৬ মে থেকে আবারও সিঅ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘সিঅ্যান্ডএফ এজেন্ট চারদিন তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের সব কার্যক্রম খোলা থাকবে।’

সোমবার, ১০ মে ২০২১ , ২৭ বৈশাখ ১৪২৮ ২৭ রমজান ১৪৪২

ঈদ উপলক্ষে চারদিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

অর্থনৈতিক বার্তা পরেিবশক

image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম চারদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ওই চারদিন বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুর রহমান লিটন বলেন, ‘সরকারি ছুটি মোতাবেক ১২ মে বুধবার থেকে ১৫ মে শনিবার পর্যন্ত টানা চারদিন দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে মোতাবেক ওই চারদিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।’

জানা গেছে, ছুটির বিষয়টি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে ভারতীয় ব্যবসায়ীসহ বন্দরসংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। ঈদের ছুটি শেষে ১৬ মে থেকে আবারও সিঅ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘সিঅ্যান্ডএফ এজেন্ট চারদিন তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। তবে সরকারি ছুটির দিন ব্যতীত বন্দরের ভেতরের সব কার্যক্রম খোলা থাকবে।’