গোপালগঞ্জে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

গোপালগঞ্জ ধানের মূল্য পতনের মধ্যে খাদ্য গুদামে ধান চাল ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল দুপুরে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।

গোপালগঞ্জ সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শহিদুল্লাহ জানান, গোপালগঞ্জ সদর উপজেলায় বোরো মৌসুমে ২৩৫৭ মেট্রিক টন ধান, ১৯৩১ মেট্রিক টন চাল ও ১৩৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ২৭ টাকা, চালের মূল্য ৪০ টাকা ও গমের মূল্য ২৮ টাকা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর। তিনি আরও জানান, ধান-চাল সংগ্রহ অভিযান ১৬ আগস্ট পর্যন্ত চলবে। আর গম সংগ্রহ করা হবে ৩০ জুন পর্যন্ত। গত বছর ধান চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এ বছর সরকার গোপালগঞ্জে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে। পাশাপাশি ধানের দাম কেজিতে ১ টাকা ও চালের দাম কেজিতে ৪ টাকা বাড়িয়েছে। এ কারণে এ বছর ধান চাল সংগ্রহ অভিযান সফল হবে।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক কামাল হোসেন সরদার বলেন, বোরো ধান কাটা শুরু হওয়ার আগে প্রতিমণ চিকন ধান ১ হাজার ১শ’ টাকা দরে আর মোটা ধান ১ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ধানকাটা শুরুর পর প্রতিমণ মোটা ধান ৮শ’ থেকে ৮শ’ ৫০ টাকা দরে ও চিকন ধান ৯শ’ থেকে ৯শ’৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

সোমবার, ১০ মে ২০২১ , ২৭ বৈশাখ ১৪২৮ ২৭ রমজান ১৪৪২

ধানের মূল্য পতন

গোপালগঞ্জে ধান চাল সংগ্রহ অভিযান শুরু

নিজস্ব বার্তা পরিবেশক, গোপালগঞ্জ

গোপালগঞ্জ ধানের মূল্য পতনের মধ্যে খাদ্য গুদামে ধান চাল ও গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল দুপুরে ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান।

গোপালগঞ্জ সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো. শহিদুল্লাহ জানান, গোপালগঞ্জ সদর উপজেলায় বোরো মৌসুমে ২৩৫৭ মেট্রিক টন ধান, ১৯৩১ মেট্রিক টন চাল ও ১৩৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ২৭ টাকা, চালের মূল্য ৪০ টাকা ও গমের মূল্য ২৮ টাকা নির্ধারণ করেছে খাদ্য অধিদপ্তর। তিনি আরও জানান, ধান-চাল সংগ্রহ অভিযান ১৬ আগস্ট পর্যন্ত চলবে। আর গম সংগ্রহ করা হবে ৩০ জুন পর্যন্ত। গত বছর ধান চাল সংগ্রহ অভিযান ব্যর্থ হয়েছে বলে জানান ওই কর্মকর্তা। এ বছর সরকার গোপালগঞ্জে ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধি করেছে। পাশাপাশি ধানের দাম কেজিতে ১ টাকা ও চালের দাম কেজিতে ৪ টাকা বাড়িয়েছে। এ কারণে এ বছর ধান চাল সংগ্রহ অভিযান সফল হবে।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের কৃষক কামাল হোসেন সরদার বলেন, বোরো ধান কাটা শুরু হওয়ার আগে প্রতিমণ চিকন ধান ১ হাজার ১শ’ টাকা দরে আর মোটা ধান ১ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। ধানকাটা শুরুর পর প্রতিমণ মোটা ধান ৮শ’ থেকে ৮শ’ ৫০ টাকা দরে ও চিকন ধান ৯শ’ থেকে ৯শ’৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।