প্রিয়জন ছাড়া ঈদ

করোনা মহামারি ভয়াল রূপধারণ করছে। তার ভয়াবহতায় দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন এবং নৌচলাচল। তাই ঈদের ছুটিতে অনেকেই ফিরতে পারছে না তাদের প্রিয়জনদের কাছে। সবার ইচ্ছা থাকে বছরের দুটো ঈদ তাদের বাবা-মা ও অন্যান্য আত্মীয়স্বজনদের সাথে কাটাবে। কেননা বছরের অন্যান্য ছুটিতে তারা তেমন সময় পান না গ্রামে যাওয়ার। এখন যারা বাবা-মা ও অন্যান্য আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ ও ছুটি কাটাতে অভ্যস্ত, তারা কী করবে?। বাবা-মা ও অন্যান্য আত্মীয়স্বজন ও তাদের ছাড়া কীভাবে ঈদ উদযাপন করবে? অনেক বাবা কিংবা মায়ের এই পৃথিবীতে তাদের সন্তান ছাড়া আপনজন বলতে কেউ নেই। এই বাবা, মা তার সন্তান ছাড়া কীভাবে ঈদ উদযাপন করবে? এই ঈদ তাদের আনন্দ দেবে না। তাই ঈদের পূর্বে স্বজনদের কাছে যাওয়ার জন্য দূরপাল্লার যানবাহন ও নৌচলাচল দরকার। আর সেজন্য বিষয়টি বিবেচনা করা এখন সময়ের দাবি।

সিরাজুল হোসাইন

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,

ঢাকা কলেজ, ঢাকা

সোমবার, ১০ মে ২০২১ , ২৭ বৈশাখ ১৪২৮ ২৭ রমজান ১৪৪২

প্রিয়জন ছাড়া ঈদ

করোনা মহামারি ভয়াল রূপধারণ করছে। তার ভয়াবহতায় দেশব্যাপী চলছে কঠোর বিধিনিষেধ। বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন এবং নৌচলাচল। তাই ঈদের ছুটিতে অনেকেই ফিরতে পারছে না তাদের প্রিয়জনদের কাছে। সবার ইচ্ছা থাকে বছরের দুটো ঈদ তাদের বাবা-মা ও অন্যান্য আত্মীয়স্বজনদের সাথে কাটাবে। কেননা বছরের অন্যান্য ছুটিতে তারা তেমন সময় পান না গ্রামে যাওয়ার। এখন যারা বাবা-মা ও অন্যান্য আত্মীয়স্বজনদের সঙ্গে ঈদ ও ছুটি কাটাতে অভ্যস্ত, তারা কী করবে?। বাবা-মা ও অন্যান্য আত্মীয়স্বজন ও তাদের ছাড়া কীভাবে ঈদ উদযাপন করবে? অনেক বাবা কিংবা মায়ের এই পৃথিবীতে তাদের সন্তান ছাড়া আপনজন বলতে কেউ নেই। এই বাবা, মা তার সন্তান ছাড়া কীভাবে ঈদ উদযাপন করবে? এই ঈদ তাদের আনন্দ দেবে না। তাই ঈদের পূর্বে স্বজনদের কাছে যাওয়ার জন্য দূরপাল্লার যানবাহন ও নৌচলাচল দরকার। আর সেজন্য বিষয়টি বিবেচনা করা এখন সময়ের দাবি।

সিরাজুল হোসাইন

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,

ঢাকা কলেজ, ঢাকা