রবি নিয়োগী : অগ্নিযুগের বিপ্লবী জননেতা

মঞ্জুশ্রী নিয়োগী দাশগুপ্তা

২০০২ সালে শেরপুর জেলার রৌদ্রকরোজ্জ্বল গগন থেকে অস্তমিত হলো রবির কিরণ। সর্বহারাদের বন্ধু, অগ্নিযুগের অগ্নিপুরুষ, বিপ্লবী রবি নিয়োগীর মহাপ্রয়াণে শেরপুরবাসী সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। তার শবযাত্রার শোকমিছিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের অগণিত জনতার উপস্থিতি ও শ্রদ্ধাঞ্জলি প্রমাণ করে, রবি নিয়োগী শেরপুরের মাটিকে ধন্য করে গেছেন।

রবি নিয়োগী জন্মেছিলেন শেরপুর শহরের এক বর্ধিষ্ণু ভূস্বামী পরিবারে। পিতা রমেশ চন্দ্র নিয়োগী ও মাতা সুরবালা নিয়োগী ছিলেন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ। তাই শিশুকাল থেকেই রবি দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনার ধারণা নিয়ে বেড়ে ওঠেন। ব্রিটিশ শাসিত স্বদেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার উদ্দেশ্যে তিনি মাত্র ১১ বছর বয়সে, ১৯২১ সালে আলী ভ্রাতাদের নেতৃত্বে পরিচালিত খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করেন। শেরপুরের গণমিছিলে যোগদান করে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন, ‘আলী ভাই জিন্দাবাদ, খেলাফত আন্দোলন জিন্দাবাদ।’

১৯২৬ সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে অধ্যয়নরত অবস্থায় তরুণ বয়সেই রবি নিয়োগী ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচনের পথ হিসেবে সশস্ত্র বৈপ্লবিক পন্থা বেছে নিয়ে ‘যুগান্তর’ পার্টির সদস্য হন। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১৯২৭ সালে আনন্দমোহন কলেজ কর্তৃপক্ষ তাকে কলেজ থেকে বহিষ্কার করেন। তখন তিনি কলকাতায় চলে গিয়ে বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। সেখানেই তিনি নিষিদ্ধঘোষিত যুগান্তরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয়ভাবে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু করেন।

১৯২৯ সালে ভারতবর্ষজুড়ে আইন অমান্য আন্দোলন শুরু হলে আন্দোলন সংগঠিত করার জন্য রবি নিয়োগী পড়ালেখার পাঠ চুকিয়ে কলকাতা থেকে শেরপুর চলে আসেন। জিতেন সেন, জলধর পাল, হেমন্ত ভট্টাচার্য, প্রমথ গুপ্ত প্রমুখ নেতাদের সঙ্গে যুক্ত হয়ে তিনি শেরপুরের আইন অমান্য আন্দোলনকে বেগবান করে তোলেন।

১৯৩০ সালে কংগ্রেসের আহ্বানে সত্যাগ্রহ আন্দোলন শুরু হলে শেরপুর অঞ্চলের ১৭ জন সত্যাগ্রহীর সঙ্গে রবি নিয়োগী প্রথম কারাবরণ করেন। ৩০-এর দশকে ব্রিটিশ শাসন অবসানের জন্য মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বৈপ্লবিক ঘটনা ঘটে। এ সংগ্রামের ধারায় রবি নিয়োগীসহ বেশ কয়েকজন বিপ্লবী শেরপুর-জামালপুর অঞ্চলে ব্রিটিশবিরোধী নানা সশস্ত্র তৎপরতায় সক্রিয় হয়ে ওঠেন।

১৯৩১ সালে বৈপ্লবিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়ার জন্য ব্রিটিশ সরকারের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে রবি নিয়োগীকে ৭ বছর কারাদণ্ড দিয়ে ময়মনসিংহ জেলে প্রেরণ করা হয়। বন্দী থাকা অবস্থায় রাজবন্দীদের মর্যাদা ও অধিকার নিয়ে আন্দোলন শুরু করলে ইংরেজ সরকার তাকে রাজশাহী জেলে ফাঁসির আসামিদের জন্য চিহ্নিত কনডেম সেলে রাখে। সেই সময় রাজশাহী জেলে বন্দী বিপ্লবীরা ইংরেজ জেল সুপারকে গুলি করে হত্যার চেষ্টা করে, ফলে রবি নিয়োগীসহ বেশ কয়েকজন বিপ্লবীকে আলিপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়। ব্রিটিশ সরকার তার নামের আগে যুক্ত করে ২টি তারকা চিহ্ন। এর অর্থ রবি নিয়োগী ব্রিটিশ সরকারের জন্য অতিবিপজ্জনক রাজবন্দী। দেশের কারাগারে তাকে বন্দী রাখা নিরাপদ নয় মনে করে ইংরেজ সরকার তাকে ‘কালাপানি’ খ্যাত আন্দামান সেলুলার জেলে প্রেরণ করে ১৯৩১ সালে।

আন্দামান জেলে থাকাকালীন অবস্থায় ৩২ জন বিপ্লবীসহ রবি নিয়োগী অক্টোবর বিপ্লব ও মার্কসবাদকে মানব মুক্তির পথ হিসেবে বেছে নিয়ে পড়াশোনা করার মাধ্যমে মার্কসবাদ চর্চা শুরু করেন এবং কমিউনিস্ট কনসলিডেশন গড়ে তোলেন। তাদের জেলে অবস্থানকালেই প্রথম কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে ওঠে। পরবর্তীতে আন্দামান জেল থেকে মুক্ত হয়ে এই বিপ্লবীরা ভারত বর্ষের বিভিন্ন অঞ্চলে কমিউনিস্ট মতাদর্শ প্রচার ও কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

রবি নিয়োগী নানকার, ভাওয়ালী, টঙ্ক, তেভাগা, কৃষক আন্দোলন, স্বাধিকার, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে নেতৃত্ব দিয়েছিলেন। তার নামের আগে ব্রিটিশ সরকার ২টি তারকা চিহ্ন সেঁটে দেয়ায় ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ সরকারের শাসনামলে রবি নিয়োগীকে সবমিলিয়ে ৩৪ বছর জেলে এবং ১১ বছর গৃহ-অন্তরীণ ও আত্মগোপনে কাটাতে হয়েছে- দেশ ও দেশের মানুষকে ভালোবাসার অপরাধে।

১৯৩৮ সালে সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম ব্যক্তিত্ব নেতাজী সুভাষ চন্দ্র বসু শেরপুরে এক জনসভায় ভাষণ দেন। সেই সভায় সভাপতিত্ব করেছিলেন সদ্য আন্দামান জেল ফেরত বিপ্লবী রবি নিয়োগী। সেই সালেই রবি নিয়োগীসহ ৭ জনকে নিয়ে কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা কমিটি গঠিত হয়।

১৯৪১ সালে কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মুজাফফর আহাম্মেদ, বিপ্লবী নেতা ত্রৈলোক্যনাথ চক্রবর্তীসহ বহু বিশিষ্ট নেতার উপস্থিতিতে রবি নিয়োগী জ্যোৎস্না মজুমদারকে বিয়ে করেন। বিয়ের এক বছরের মধ্যে জ্যোৎস্না নিয়োগী তার বিচক্ষণতা ও কর্মদক্ষতার গুণে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করে স্বামীর জীবনাদর্শের একান্ত বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠেন। তিনিও পাকিস্তান আমলে দুইবারে মোট ৯ বছর কারাভোগ করেছেন।

রবি নিয়োগী ও জ্যোৎস্না নিয়োগী মনেপ্রাণে বিশ্বাস করতেন সাংস্কৃতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনের পাথেয় হিসেবে কাজ করে। তাই শেরপুরে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে তারা পাতাবাহার খেলাঘর আসর ও উদীচীর শাখা গড়ে তোলার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

মানব কল্যাণমূলক কাজে নিয়োগী দম্পতি নিরলস কাজ করে গেছেন। ১৯৬৪-৬৫ সালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন রবি নিয়োগী। ওই সময় তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল। শেরপুর জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে বঙ্গবন্ধু সর্বদা নিয়োগী পরিবারের খোঁজখবর নিতেন। ঐতিহাসিক ৬ দফা প্রণয়নের পর বঙ্গবন্ধু সাংগঠনিক সফরে শেরপুর যান। এ সময় তিনি ব্যস্ততার মধ্যেও নিয়োগী বাড়িতে উপস্থিত হয়ে জ্যোৎস্না নিয়োগীর সঙ্গে দেখা করেছিলেন।

রবি নিয়োগী ৯২ বছর জীবিত ছিলেন। তার মধ্যে কারাগারে, গৃহ-অন্তরীণ ও আত্মগোপনে কাটিয়েছেন জীবনের মূল্যবান ৪৫ বছর। আমাদের দেশের মানুষ নেলসন ম্যান্ডেলার ৩৩ বছর কারাভোগের কাহিনী শুনে বিস্মিত হন, কিন্তু নিজ দেশের অগ্নিপুরুষ, বিপ্লবী রবি নিয়োগীর নাম তাদের জানা নেই। এ কথা স্বীকার করতেই হবে, এই বিপ্লবীর অসীম সাহসিকতা ও দেশপ্রেমের বীরগাথা লোকচক্ষুর সম্মুখে আনার কোনো প্রয়াস আজ পর্যন্ত কেউ করেননি, তবুও রবি নিয়োগী তার রাজনৈতিক ও মানবহিতকর কর্মকাণ্ডের মধ্য দিয়ে গণমানুষের মনে বেঁচে থাকবেন চিরকাল।

আজ বিপ্লবী জননায়ক রবি নিয়োগীর ১৯তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে তাকে জানাই রক্তিম অভিবাদন।

[লেখক : বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বিপ্লবী রবি নিয়োগীর কন্যা]

সোমবার, ১০ মে ২০২১ , ২৭ বৈশাখ ১৪২৮ ২৭ রমজান ১৪৪২

রবি নিয়োগী : অগ্নিযুগের বিপ্লবী জননেতা

মঞ্জুশ্রী নিয়োগী দাশগুপ্তা

২০০২ সালে শেরপুর জেলার রৌদ্রকরোজ্জ্বল গগন থেকে অস্তমিত হলো রবির কিরণ। সর্বহারাদের বন্ধু, অগ্নিযুগের অগ্নিপুরুষ, বিপ্লবী রবি নিয়োগীর মহাপ্রয়াণে শেরপুরবাসী সেদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। তার শবযাত্রার শোকমিছিলে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের অগণিত জনতার উপস্থিতি ও শ্রদ্ধাঞ্জলি প্রমাণ করে, রবি নিয়োগী শেরপুরের মাটিকে ধন্য করে গেছেন।

রবি নিয়োগী জন্মেছিলেন শেরপুর শহরের এক বর্ধিষ্ণু ভূস্বামী পরিবারে। পিতা রমেশ চন্দ্র নিয়োগী ও মাতা সুরবালা নিয়োগী ছিলেন দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ। তাই শিশুকাল থেকেই রবি দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনার ধারণা নিয়ে বেড়ে ওঠেন। ব্রিটিশ শাসিত স্বদেশকে পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করার উদ্দেশ্যে তিনি মাত্র ১১ বছর বয়সে, ১৯২১ সালে আলী ভ্রাতাদের নেতৃত্বে পরিচালিত খেলাফত আন্দোলনে অংশগ্রহণ করেন। শেরপুরের গণমিছিলে যোগদান করে বজ্রকণ্ঠে আওয়াজ তোলেন, ‘আলী ভাই জিন্দাবাদ, খেলাফত আন্দোলন জিন্দাবাদ।’

১৯২৬ সালে ময়মনসিংহ আনন্দমোহন কলেজে অধ্যয়নরত অবস্থায় তরুণ বয়সেই রবি নিয়োগী ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল মোচনের পথ হিসেবে সশস্ত্র বৈপ্লবিক পন্থা বেছে নিয়ে ‘যুগান্তর’ পার্টির সদস্য হন। রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে ১৯২৭ সালে আনন্দমোহন কলেজ কর্তৃপক্ষ তাকে কলেজ থেকে বহিষ্কার করেন। তখন তিনি কলকাতায় চলে গিয়ে বিদ্যাসাগর কলেজে ভর্তি হন। সেখানেই তিনি নিষিদ্ধঘোষিত যুগান্তরের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয়ভাবে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু করেন।

১৯২৯ সালে ভারতবর্ষজুড়ে আইন অমান্য আন্দোলন শুরু হলে আন্দোলন সংগঠিত করার জন্য রবি নিয়োগী পড়ালেখার পাঠ চুকিয়ে কলকাতা থেকে শেরপুর চলে আসেন। জিতেন সেন, জলধর পাল, হেমন্ত ভট্টাচার্য, প্রমথ গুপ্ত প্রমুখ নেতাদের সঙ্গে যুক্ত হয়ে তিনি শেরপুরের আইন অমান্য আন্দোলনকে বেগবান করে তোলেন।

১৯৩০ সালে কংগ্রেসের আহ্বানে সত্যাগ্রহ আন্দোলন শুরু হলে শেরপুর অঞ্চলের ১৭ জন সত্যাগ্রহীর সঙ্গে রবি নিয়োগী প্রথম কারাবরণ করেন। ৩০-এর দশকে ব্রিটিশ শাসন অবসানের জন্য মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের বৈপ্লবিক ঘটনা ঘটে। এ সংগ্রামের ধারায় রবি নিয়োগীসহ বেশ কয়েকজন বিপ্লবী শেরপুর-জামালপুর অঞ্চলে ব্রিটিশবিরোধী নানা সশস্ত্র তৎপরতায় সক্রিয় হয়ে ওঠেন।

১৯৩১ সালে বৈপ্লবিক কর্মকাণ্ডে নেতৃত্ব দেয়ার জন্য ব্রিটিশ সরকারের স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে রবি নিয়োগীকে ৭ বছর কারাদণ্ড দিয়ে ময়মনসিংহ জেলে প্রেরণ করা হয়। বন্দী থাকা অবস্থায় রাজবন্দীদের মর্যাদা ও অধিকার নিয়ে আন্দোলন শুরু করলে ইংরেজ সরকার তাকে রাজশাহী জেলে ফাঁসির আসামিদের জন্য চিহ্নিত কনডেম সেলে রাখে। সেই সময় রাজশাহী জেলে বন্দী বিপ্লবীরা ইংরেজ জেল সুপারকে গুলি করে হত্যার চেষ্টা করে, ফলে রবি নিয়োগীসহ বেশ কয়েকজন বিপ্লবীকে আলিপুর সেন্ট্রাল জেলে স্থানান্তরিত করা হয়। ব্রিটিশ সরকার তার নামের আগে যুক্ত করে ২টি তারকা চিহ্ন। এর অর্থ রবি নিয়োগী ব্রিটিশ সরকারের জন্য অতিবিপজ্জনক রাজবন্দী। দেশের কারাগারে তাকে বন্দী রাখা নিরাপদ নয় মনে করে ইংরেজ সরকার তাকে ‘কালাপানি’ খ্যাত আন্দামান সেলুলার জেলে প্রেরণ করে ১৯৩১ সালে।

আন্দামান জেলে থাকাকালীন অবস্থায় ৩২ জন বিপ্লবীসহ রবি নিয়োগী অক্টোবর বিপ্লব ও মার্কসবাদকে মানব মুক্তির পথ হিসেবে বেছে নিয়ে পড়াশোনা করার মাধ্যমে মার্কসবাদ চর্চা শুরু করেন এবং কমিউনিস্ট কনসলিডেশন গড়ে তোলেন। তাদের জেলে অবস্থানকালেই প্রথম কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে ওঠে। পরবর্তীতে আন্দামান জেল থেকে মুক্ত হয়ে এই বিপ্লবীরা ভারত বর্ষের বিভিন্ন অঞ্চলে কমিউনিস্ট মতাদর্শ প্রচার ও কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

রবি নিয়োগী নানকার, ভাওয়ালী, টঙ্ক, তেভাগা, কৃষক আন্দোলন, স্বাধিকার, স্বৈরাচারবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধ সংগঠিত করার কাজে নেতৃত্ব দিয়েছিলেন। তার নামের আগে ব্রিটিশ সরকার ২টি তারকা চিহ্ন সেঁটে দেয়ায় ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ সরকারের শাসনামলে রবি নিয়োগীকে সবমিলিয়ে ৩৪ বছর জেলে এবং ১১ বছর গৃহ-অন্তরীণ ও আত্মগোপনে কাটাতে হয়েছে- দেশ ও দেশের মানুষকে ভালোবাসার অপরাধে।

১৯৩৮ সালে সর্বভারতীয় কংগ্রেসের অন্যতম ব্যক্তিত্ব নেতাজী সুভাষ চন্দ্র বসু শেরপুরে এক জনসভায় ভাষণ দেন। সেই সভায় সভাপতিত্ব করেছিলেন সদ্য আন্দামান জেল ফেরত বিপ্লবী রবি নিয়োগী। সেই সালেই রবি নিয়োগীসহ ৭ জনকে নিয়ে কমিউনিস্ট পার্টির ময়মনসিংহ জেলা কমিটি গঠিত হয়।

১৯৪১ সালে কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মুজাফফর আহাম্মেদ, বিপ্লবী নেতা ত্রৈলোক্যনাথ চক্রবর্তীসহ বহু বিশিষ্ট নেতার উপস্থিতিতে রবি নিয়োগী জ্যোৎস্না মজুমদারকে বিয়ে করেন। বিয়ের এক বছরের মধ্যে জ্যোৎস্না নিয়োগী তার বিচক্ষণতা ও কর্মদক্ষতার গুণে কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করে স্বামীর জীবনাদর্শের একান্ত বিশ্বস্ত সঙ্গী হয়ে ওঠেন। তিনিও পাকিস্তান আমলে দুইবারে মোট ৯ বছর কারাভোগ করেছেন।

রবি নিয়োগী ও জ্যোৎস্না নিয়োগী মনেপ্রাণে বিশ্বাস করতেন সাংস্কৃতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনের পাথেয় হিসেবে কাজ করে। তাই শেরপুরে সাংস্কৃতিক আন্দোলনকে বেগবান করার লক্ষ্যে তারা পাতাবাহার খেলাঘর আসর ও উদীচীর শাখা গড়ে তোলার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

মানব কল্যাণমূলক কাজে নিয়োগী দম্পতি নিরলস কাজ করে গেছেন। ১৯৬৪-৬৫ সালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঢাকা সেন্ট্রাল জেলে বন্দী ছিলেন রবি নিয়োগী। ওই সময় তাদের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে উঠেছিল। শেরপুর জেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছ থেকে বঙ্গবন্ধু সর্বদা নিয়োগী পরিবারের খোঁজখবর নিতেন। ঐতিহাসিক ৬ দফা প্রণয়নের পর বঙ্গবন্ধু সাংগঠনিক সফরে শেরপুর যান। এ সময় তিনি ব্যস্ততার মধ্যেও নিয়োগী বাড়িতে উপস্থিত হয়ে জ্যোৎস্না নিয়োগীর সঙ্গে দেখা করেছিলেন।

রবি নিয়োগী ৯২ বছর জীবিত ছিলেন। তার মধ্যে কারাগারে, গৃহ-অন্তরীণ ও আত্মগোপনে কাটিয়েছেন জীবনের মূল্যবান ৪৫ বছর। আমাদের দেশের মানুষ নেলসন ম্যান্ডেলার ৩৩ বছর কারাভোগের কাহিনী শুনে বিস্মিত হন, কিন্তু নিজ দেশের অগ্নিপুরুষ, বিপ্লবী রবি নিয়োগীর নাম তাদের জানা নেই। এ কথা স্বীকার করতেই হবে, এই বিপ্লবীর অসীম সাহসিকতা ও দেশপ্রেমের বীরগাথা লোকচক্ষুর সম্মুখে আনার কোনো প্রয়াস আজ পর্যন্ত কেউ করেননি, তবুও রবি নিয়োগী তার রাজনৈতিক ও মানবহিতকর কর্মকাণ্ডের মধ্য দিয়ে গণমানুষের মনে বেঁচে থাকবেন চিরকাল।

আজ বিপ্লবী জননায়ক রবি নিয়োগীর ১৯তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকীতে তাকে জানাই রক্তিম অভিবাদন।

[লেখক : বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, বিপ্লবী রবি নিয়োগীর কন্যা]